ঢাবি প্রতিনিধি
সারা দেশে বিভিন্ন জায়গায় হামলা, গণসহিংসতা, ক্যাম্পাস ও পাহাড়ে হত্যার বিচার এবং জনগণের নিরাপত্তার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষক নেটওয়ার্ক। আজ শনিবার দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দীন আহমেদ চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, অর্থনীতি বিভাগের রুশাদ ফরিদী প্রমুখ।
বক্তারা বলেন, ‘সারা দেশে মব জাস্টিসের নামে যে ইনজাস্টিস চলছে, তা আমরা সমর্থন করি না। আইনের শাসন বাস্তবায়ন প্রয়োজন। এভাবে চলতে থাকলে দেশে শান্তি আসবে না।’
কামাল উদ্দিন আহমেদ চৌধুরী ঢাবির ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে যুববকে পিটিয়ে হত্যার ঘটনা উল্লেখ করে বলেন, ‘একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তির বিষয়ে তারা (হত্যাকারীরা) বিবেক দিয়ে, মানবিকতা দিয়ে দেখেনি। তারা হত্যার নেশায় কাজটা করেছে। যে প্রক্রিয়ায় হয়েছে, তাকে শুধু আঘাত করেনি, তাকে তারা ভাত খাইয়েছে, ছবি তুলেছে, কথা বলেছে তারপর আবারও আঘাত করে একেবারে মেরে ফেলেছে।’
তিনি বলেন, ‘একজন মনোবিজ্ঞানী হিসেবে আমি যেটা বুঝেছি, এই কাজগুলো যারা করেছে তারা চরমভাবে মানসিক অসুস্থ।’
এভাবে মব জাস্টিস চলতে থাকলে দেশে কখনো শান্তি আসবে না উল্লেখ করে সমতল, পাহাড় ও ক্যাম্পাসে চলমান গণসহিংসতার নিন্দাও জানান এই অধ্যাপক।
সামিনা লুৎফা বলেন, ‘রাজনীতি করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা ভাষা পেয়েছি, বৈষম্যবিরোধী আন্দোলন বাংলাদেশের সবচেয়ে বড় স্বৈরশাসককে হটিয়েছে। পরপর দুটো বিশ্ববিদ্যালয়ে দুটি হত্যার ঘটনা ঘটেছে, তারপর রাজনীতি বন্ধ করে দিল। এখানে কি রাজনীতি নেই? আপনি সেটাও যদি বন্ধ করে দেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের হবে কী?’
সমাবেশে ঢাবির ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক তাহমিনা খানম, ইংরেজি বিভাগের তাসনীম সিরাজ মাহবুব, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিউতি সবুর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সৌম্য সরকারসহ শিক্ষক নেটওয়ার্কের বিভিন্ন শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
সারা দেশে বিভিন্ন জায়গায় হামলা, গণসহিংসতা, ক্যাম্পাস ও পাহাড়ে হত্যার বিচার এবং জনগণের নিরাপত্তার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষক নেটওয়ার্ক। আজ শনিবার দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দীন আহমেদ চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, অর্থনীতি বিভাগের রুশাদ ফরিদী প্রমুখ।
বক্তারা বলেন, ‘সারা দেশে মব জাস্টিসের নামে যে ইনজাস্টিস চলছে, তা আমরা সমর্থন করি না। আইনের শাসন বাস্তবায়ন প্রয়োজন। এভাবে চলতে থাকলে দেশে শান্তি আসবে না।’
কামাল উদ্দিন আহমেদ চৌধুরী ঢাবির ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে যুববকে পিটিয়ে হত্যার ঘটনা উল্লেখ করে বলেন, ‘একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তির বিষয়ে তারা (হত্যাকারীরা) বিবেক দিয়ে, মানবিকতা দিয়ে দেখেনি। তারা হত্যার নেশায় কাজটা করেছে। যে প্রক্রিয়ায় হয়েছে, তাকে শুধু আঘাত করেনি, তাকে তারা ভাত খাইয়েছে, ছবি তুলেছে, কথা বলেছে তারপর আবারও আঘাত করে একেবারে মেরে ফেলেছে।’
তিনি বলেন, ‘একজন মনোবিজ্ঞানী হিসেবে আমি যেটা বুঝেছি, এই কাজগুলো যারা করেছে তারা চরমভাবে মানসিক অসুস্থ।’
এভাবে মব জাস্টিস চলতে থাকলে দেশে কখনো শান্তি আসবে না উল্লেখ করে সমতল, পাহাড় ও ক্যাম্পাসে চলমান গণসহিংসতার নিন্দাও জানান এই অধ্যাপক।
সামিনা লুৎফা বলেন, ‘রাজনীতি করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা ভাষা পেয়েছি, বৈষম্যবিরোধী আন্দোলন বাংলাদেশের সবচেয়ে বড় স্বৈরশাসককে হটিয়েছে। পরপর দুটো বিশ্ববিদ্যালয়ে দুটি হত্যার ঘটনা ঘটেছে, তারপর রাজনীতি বন্ধ করে দিল। এখানে কি রাজনীতি নেই? আপনি সেটাও যদি বন্ধ করে দেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের হবে কী?’
সমাবেশে ঢাবির ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক তাহমিনা খানম, ইংরেজি বিভাগের তাসনীম সিরাজ মাহবুব, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিউতি সবুর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সৌম্য সরকারসহ শিক্ষক নেটওয়ার্কের বিভিন্ন শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫