Ajker Patrika

এইচএসসি পরীক্ষা উপলক্ষে ডিএমপির নিষেধজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৮: ৪২
এইচএসসি পরীক্ষা উপলক্ষে ডিএমপির নিষেধজ্ঞা

এইচএসসি ও আলিম পরীক্ষা উপলক্ষে নতুন বিধিনিষেধ জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বুধবার এ-সম্পর্কিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ডিএমপি। 

আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে শুরু হচ্ছে এইচএসসি/ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, এইচএসসি (ভকেশনাল), এইচএসসি (বিএম), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে একযোগে এ পরীক্ষা শুরু হবে। এই গুরুত্বপূর্ণ পরীক্ষা উপলক্ষে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে ডিএমপি। 

ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি সমমানের সব পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ডিএমপি। নিষেধাজ্ঞায় পরীক্ষাকেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ আদেশ আগামীকাল বৃহস্পতিবার থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালে বলবৎ থাকবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত