ঢাবি প্রতিনিধি
সিজিপিএ শর্ত বাতিল করে মানোন্নয়ন পরীক্ষা নিয়ে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবিতে নীলক্ষেতে সড়ক অবরোধকারী শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেন। আজ বুধবার বেলা ১১টার পর শিক্ষার্থীদের অবস্থানের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুরে পুলিশের হস্তক্ষেপে নীলক্ষেত ছাড়েন শিক্ষার্থীরা। বর্তমানে তাঁরা সাত কলেজের সমন্বয়কের সঙ্গে আলোচনা করছেন বলে জানা গেছে।
শিক্ষার্থীরা নীলক্ষেত অবরোধ শুরু করলে পুলিশ অবরোধ ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করে নির্দিষ্ট সময় বেঁধে দেয়। পুলিশের অনুরোধ না মেনে অবরোধ চালিয়ে গেলে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা হয় শিক্ষার্থীদের। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদের তুলে দেয়। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল দাবি নিয়ে সাত কলেজের সমন্বয়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে যান।
আন্দোলনে থাকা ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ নাহিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সিজিপিএ শর্ত বাতিল করে মানোন্নয়নের মাধ্যমে প্রমোশনের সুযোগ দিতে আমরা আন্দোলন করছি। আমাদের আশ্বাস দিয়ে কোনো বাস্তবায়ন করা হচ্ছে না। পরবর্তী বর্ষের প্রস্তুতি নিয়েছি এবং ইনকোর্স ও টেস্ট পরীক্ষা সম্পন্ন করেছি। অনেকের ফল খারাপ হয়েছে। তার মানে সব বিষয়ে কেন পরীক্ষা দিতে হবে? সিজিপিএর শর্ত শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়ার দাবি জানাই। কিন্তু আমাদের দাবির বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য দেওয়া হচ্ছে না।’
আন্দোলনকারী ইডেন কলেজের শিক্ষার্থী সুমাইয়া পারভীন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের দাবি নিয়ে আমরা আন্দোলন করেছি। কিন্তু পুলিশ আমাদের শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে, অনেকেই আহত হয়েছে। শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল ইডেন কলেজের অধ্যক্ষ ম্যামের সঙ্গে দেখা করতে গিয়েছেন। আশা করি যৌক্তিক সমাধান আসবে।’
ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার রেফাতুল ইসলাম বলেন, ‘এক দফা দাবি নিয়ে নীলক্ষেত মোড় অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। সাত কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিধিদল সাত কলেজের সমন্বয়কের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসেছেন। জন ভোগান্তি ও যান চলাচল স্বাভাবিক করতে তাদেরকে নীলক্ষেত থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’
সার্বিক বিষয়ে জানার জন্য সুপ্রিয়া ভট্টাচার্যের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
সিজিপিএ শর্ত বাতিল করে মানোন্নয়ন পরীক্ষা নিয়ে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবিতে নীলক্ষেতে সড়ক অবরোধকারী শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেন। আজ বুধবার বেলা ১১টার পর শিক্ষার্থীদের অবস্থানের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুরে পুলিশের হস্তক্ষেপে নীলক্ষেত ছাড়েন শিক্ষার্থীরা। বর্তমানে তাঁরা সাত কলেজের সমন্বয়কের সঙ্গে আলোচনা করছেন বলে জানা গেছে।
শিক্ষার্থীরা নীলক্ষেত অবরোধ শুরু করলে পুলিশ অবরোধ ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করে নির্দিষ্ট সময় বেঁধে দেয়। পুলিশের অনুরোধ না মেনে অবরোধ চালিয়ে গেলে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা হয় শিক্ষার্থীদের। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদের তুলে দেয়। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল দাবি নিয়ে সাত কলেজের সমন্বয়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে যান।
আন্দোলনে থাকা ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ নাহিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সিজিপিএ শর্ত বাতিল করে মানোন্নয়নের মাধ্যমে প্রমোশনের সুযোগ দিতে আমরা আন্দোলন করছি। আমাদের আশ্বাস দিয়ে কোনো বাস্তবায়ন করা হচ্ছে না। পরবর্তী বর্ষের প্রস্তুতি নিয়েছি এবং ইনকোর্স ও টেস্ট পরীক্ষা সম্পন্ন করেছি। অনেকের ফল খারাপ হয়েছে। তার মানে সব বিষয়ে কেন পরীক্ষা দিতে হবে? সিজিপিএর শর্ত শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়ার দাবি জানাই। কিন্তু আমাদের দাবির বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য দেওয়া হচ্ছে না।’
আন্দোলনকারী ইডেন কলেজের শিক্ষার্থী সুমাইয়া পারভীন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের দাবি নিয়ে আমরা আন্দোলন করেছি। কিন্তু পুলিশ আমাদের শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে, অনেকেই আহত হয়েছে। শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল ইডেন কলেজের অধ্যক্ষ ম্যামের সঙ্গে দেখা করতে গিয়েছেন। আশা করি যৌক্তিক সমাধান আসবে।’
ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার রেফাতুল ইসলাম বলেন, ‘এক দফা দাবি নিয়ে নীলক্ষেত মোড় অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। সাত কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিধিদল সাত কলেজের সমন্বয়কের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসেছেন। জন ভোগান্তি ও যান চলাচল স্বাভাবিক করতে তাদেরকে নীলক্ষেত থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’
সার্বিক বিষয়ে জানার জন্য সুপ্রিয়া ভট্টাচার্যের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫