Ajker Patrika

ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল হবে শেখ রাসেলের নামে: ঢাবি ভিসি 

ঢাবি প্রতিনিধি
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল হবে শেখ রাসেলের নামে: ঢাবি ভিসি 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের নামে করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

২০২২-২৩ অর্থবছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট উপস্থাপনের প্রাক্কালে দেওয়া বক্তব্যে এ কথা উল্লেখ করেন উপাচার্য। 

উপাচার্য বলেন, ‘শেখ রাসেল ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। বিদ্যালয়টি শেখ রাসেলের গভীর স্মৃতিবিজড়িত একটি প্রতিষ্ঠান। তিনি ছিলেন অত্যন্ত বিনম্র, মানবিক, উদার ও বন্ধুবৎসল একজন শিক্ষার্থী। তাঁর স্মৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্মরণীয় করে রাখা এবং তাঁর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা নিবেদনের নিদর্শনস্বরূপ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ঢাবি উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের বোর্ড অব গভর্নেসের সুপারিশক্রমে গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় উপস্থিত সিন্ডিকেট সদস্যরা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের নাম শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছেন।’

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদন পাওয়ার পর এটি কার্যকর হবে বলেও জানান অধ্যাপক আখতারুজ্জামান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত