নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধির দাবির সঙ্গে সংহতি জানিয়ে গানের মিছিল করেছেন শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীদের একটি দল। আজ বুধবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে বিকেল ৫টায় শুরু হয় গানের মিছিল। মিছিলটি বাটা সিগনাল, সাইন্সল্যাব মোড় হয়ে জিগাতলা সংলগ্ন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস-বি ক্যাম্পাসের সামনে গিয়ে শেষ হয়।
গানের মিছিলের সামনের সারিতে চা শ্রমিকদের ৩০০ টাকা মজুরির দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে হেঁটে চলেন সংস্কৃতি কর্মীরা। মিছিলের মাঝামাঝি একটি ভ্যানে গিটার, ঢোল, ইউকুলেলে, খঞ্জনিসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে গান করেন অংশগ্রহণকারীরা। চা শ্রমিকদের বঞ্চনার ইতিহাসে নিয়ে লেখা ‘ঘণ্টাটা কলিজায় মারে বাড়ি, চল মিনি আসাম যাবোসহ’ বিভিন্ন প্রতিবাদী গান গেয়ে গেয়ে সংহতি জানান তাঁরা। এ ছাড়া গানের মিছিলে চা শ্রমিকদের করুণ জীবনের উদাহরণ টেনে সাধারণ মানুষকে তাঁদের অধিকার আদায়ের সংগ্রামে শামিল হওয়ার আহ্বান জানানো হয়।
শিল্পী ও সংগঠক বীথি ঘোষের সঞ্চালনায় মিছিলের শুরুতে চা শ্রমিকদের ন্যূনতম ৩০০ টাকার দৈনিক মজুরির দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন অধিকারকর্মী বাকী বিল্লাহ, শিল্পী অরূপ রাহী ও কৃষ্ণকলি ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা শাহানা রহমান সুমি ও সহজিয়া ব্যান্ডের ভোকাল রাজু, ব্যান্ড বক্ররেখার ভোকাল মূয়ীয মাহফুজ। গানের মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন শিল্পী সংগঠক কফিল আহমেদ। তারপর সন্ধ্যা ছয়টায় সাঁওতাল বিদ্রোহ নিয়ে হেমাঙ্গ বিশ্বাসের ‘হুরর তান তান, ধনুকে জোর দেরে টান’ সমবেত গানের মাধ্যমে শেষ হয় মিছিল।
অধিকারকর্মী বাকী বিল্লাহ বলেন, ‘বর্তমান বাজারমূল্যে ১২০ টাকা দৈনিক মজুরি চা শ্রমিকদের দাসত্বের নির্মমতার উদাহরণ মাত্র। চা মালিকেরা বলছেন, এই দাবি মানলে ব্যবসায় চা শিল্প লোকসান হয়ে যাবে। আমি সোজাসাপটা বলতে চাই, না পারলে বন্ধ করে দিন তাও এইভাবে শ্রমিকদের শুষে নিতে পারেন না। ৩০০ টাকা দাবিতে চা শ্রমিকদের আন্দোলনে আমাদের সংহতি আছে। অবিলম্বে এই দাবি মেনে নেওয়া হোক।’
শিল্পী সংগঠক কাফিল আহমেদ বলেন, ‘এইটা কোনোভাবে মেনে যায় না। চা বাংলাদেশের অর্থকরী ফসল। এই চা বিক্রি করে বিদেশি মুদ্রা আয় করবেন আর শ্রমিকেরা না খেয়ে থাকবে?’ শ্রমিকদের ন্যায্য অধিকারের আন্দোলনে বিবেকবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধির দাবির সঙ্গে সংহতি জানিয়ে গানের মিছিল করেছেন শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীদের একটি দল। আজ বুধবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে বিকেল ৫টায় শুরু হয় গানের মিছিল। মিছিলটি বাটা সিগনাল, সাইন্সল্যাব মোড় হয়ে জিগাতলা সংলগ্ন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস-বি ক্যাম্পাসের সামনে গিয়ে শেষ হয়।
গানের মিছিলের সামনের সারিতে চা শ্রমিকদের ৩০০ টাকা মজুরির দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে হেঁটে চলেন সংস্কৃতি কর্মীরা। মিছিলের মাঝামাঝি একটি ভ্যানে গিটার, ঢোল, ইউকুলেলে, খঞ্জনিসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে গান করেন অংশগ্রহণকারীরা। চা শ্রমিকদের বঞ্চনার ইতিহাসে নিয়ে লেখা ‘ঘণ্টাটা কলিজায় মারে বাড়ি, চল মিনি আসাম যাবোসহ’ বিভিন্ন প্রতিবাদী গান গেয়ে গেয়ে সংহতি জানান তাঁরা। এ ছাড়া গানের মিছিলে চা শ্রমিকদের করুণ জীবনের উদাহরণ টেনে সাধারণ মানুষকে তাঁদের অধিকার আদায়ের সংগ্রামে শামিল হওয়ার আহ্বান জানানো হয়।
শিল্পী ও সংগঠক বীথি ঘোষের সঞ্চালনায় মিছিলের শুরুতে চা শ্রমিকদের ন্যূনতম ৩০০ টাকার দৈনিক মজুরির দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন অধিকারকর্মী বাকী বিল্লাহ, শিল্পী অরূপ রাহী ও কৃষ্ণকলি ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা শাহানা রহমান সুমি ও সহজিয়া ব্যান্ডের ভোকাল রাজু, ব্যান্ড বক্ররেখার ভোকাল মূয়ীয মাহফুজ। গানের মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন শিল্পী সংগঠক কফিল আহমেদ। তারপর সন্ধ্যা ছয়টায় সাঁওতাল বিদ্রোহ নিয়ে হেমাঙ্গ বিশ্বাসের ‘হুরর তান তান, ধনুকে জোর দেরে টান’ সমবেত গানের মাধ্যমে শেষ হয় মিছিল।
অধিকারকর্মী বাকী বিল্লাহ বলেন, ‘বর্তমান বাজারমূল্যে ১২০ টাকা দৈনিক মজুরি চা শ্রমিকদের দাসত্বের নির্মমতার উদাহরণ মাত্র। চা মালিকেরা বলছেন, এই দাবি মানলে ব্যবসায় চা শিল্প লোকসান হয়ে যাবে। আমি সোজাসাপটা বলতে চাই, না পারলে বন্ধ করে দিন তাও এইভাবে শ্রমিকদের শুষে নিতে পারেন না। ৩০০ টাকা দাবিতে চা শ্রমিকদের আন্দোলনে আমাদের সংহতি আছে। অবিলম্বে এই দাবি মেনে নেওয়া হোক।’
শিল্পী সংগঠক কাফিল আহমেদ বলেন, ‘এইটা কোনোভাবে মেনে যায় না। চা বাংলাদেশের অর্থকরী ফসল। এই চা বিক্রি করে বিদেশি মুদ্রা আয় করবেন আর শ্রমিকেরা না খেয়ে থাকবে?’ শ্রমিকদের ন্যায্য অধিকারের আন্দোলনে বিবেকবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৩ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৩ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৩ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৩ দিন আগে