Ajker Patrika

সিরাজদিখানে অ্যাম্বুলেন্স উল্টে আহত ৩

প্রতিনিধি, সিরাজদিখান (মুন্সিগঞ্জ)
সিরাজদিখানে অ্যাম্বুলেন্স উল্টে আহত ৩

সিরাজদিখানের কুচিয়ামোড়া কলেজগেট এলাকায় অ্যাম্বুলেন্স উল্টে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৩ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।

হাসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদারীপুর থেকে অসুস্থ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেলে নিয়ে আসছিলেন তাঁর স্বজনরা। এ সময় কুচিয়ামোড়া কলেজগেট এলাকায় এলে চাকা পাংচার হয়ে অ্যাম্বুলেন্সটি উল্টে যায়।  

আজিজুর রহমান আরও বলেন, অ্যাম্বুলেন্সটিতে ৮ থেকে ৯ জন লোক ছিলেন। তাঁদের মধ্যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত