কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত করতে ৬০ কোটি টাকা খরচ হয়েছে এমন মন্তব্যসহ আরও কিছু বিরূপ মন্তব্য করা হয়েছে যুক্তরাজ্যভিত্তিক ইউটিউব চ্যানেল টেবিল টক ইউকের আলোচনা সভায়। এর জেরে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা জানিপপের চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতকে জড়িয়ে মন্তব্য করায় মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ বাদী হয়ে এ মামলা করেন। আজ বুধবার চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করা হয়।
ডিজিটাল নিরাপত্তা আইনে করা এ মামলায় কলিমুল্লাহ ও মনিরুল হক চৌধুরী ছাড়াও যুক্তরাজ্যভিত্তিক ইউটিউব চ্যানেল টেবিল টক ইউকের সঞ্চালক হাসিনা আক্তারকে আসামি করা হয়েছে।
বাদীর আইনজীবী সাইমুম চৌধুরী জানান, চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবীর অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে আগামী ১২ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।
বাদীর অভিযোগ, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ‘প্রথমে ১৩ কোটি, তারপর ২০ কোটি, তারপর ৬০ কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনেছেন’ বলে ইউটিউবে প্রচারিত ওই টক শোতে মন্তব্য করেন কলিমুল্লাহ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্ঠা মনিরুল হক চৌধুরী টক শোতে এ মন্তব্যর সমর্থন করেন। সঞ্চালক হাসিনা আক্তার ওই আলোচনায় ‘৬০ কোটি টাকা দিয়ে নমিনেশন ক্রয় করেছেন গডফাদার রিফাত’ শিরোনামে সংবাদ সামাজিক গণমাধ্যমে প্রচার করে। যেহেতু মনোনয়ন বোর্ডের প্রধান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেহেতু এ ধরনের বক্তব্য তাঁর জন্য মানহানিকর।
তা ছাড়া ওই আলোচনায় যুবলীগের নেতা সহিদের নামও ‘মনোনয়ন বাণিজ্যে জড়ানো হয়েছে’ বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
ইউটিউবে ওই আলোচনা অনুষ্ঠান প্রচার করা হয় গত ২২ মে। সেখানে কলিমুল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরীসহ আরও দুইজন অংশ নেন।
মামলার বাদী আব্দুল্লা আল মাহমুদ সহিদ বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করতে নীলনকশায় জড়িত হয়েছেন। এমন মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মানহানিকর, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, কুসিক নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতসহ আমার ব্যাক্তিগত, সামাজিক ও রাজনৈতিকভাবে সম্মানহানী হয়েছে।’
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত করতে ৬০ কোটি টাকা খরচ হয়েছে এমন মন্তব্যসহ আরও কিছু বিরূপ মন্তব্য করা হয়েছে যুক্তরাজ্যভিত্তিক ইউটিউব চ্যানেল টেবিল টক ইউকের আলোচনা সভায়। এর জেরে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা জানিপপের চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতকে জড়িয়ে মন্তব্য করায় মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ বাদী হয়ে এ মামলা করেন। আজ বুধবার চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করা হয়।
ডিজিটাল নিরাপত্তা আইনে করা এ মামলায় কলিমুল্লাহ ও মনিরুল হক চৌধুরী ছাড়াও যুক্তরাজ্যভিত্তিক ইউটিউব চ্যানেল টেবিল টক ইউকের সঞ্চালক হাসিনা আক্তারকে আসামি করা হয়েছে।
বাদীর আইনজীবী সাইমুম চৌধুরী জানান, চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবীর অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে আগামী ১২ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।
বাদীর অভিযোগ, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ‘প্রথমে ১৩ কোটি, তারপর ২০ কোটি, তারপর ৬০ কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনেছেন’ বলে ইউটিউবে প্রচারিত ওই টক শোতে মন্তব্য করেন কলিমুল্লাহ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্ঠা মনিরুল হক চৌধুরী টক শোতে এ মন্তব্যর সমর্থন করেন। সঞ্চালক হাসিনা আক্তার ওই আলোচনায় ‘৬০ কোটি টাকা দিয়ে নমিনেশন ক্রয় করেছেন গডফাদার রিফাত’ শিরোনামে সংবাদ সামাজিক গণমাধ্যমে প্রচার করে। যেহেতু মনোনয়ন বোর্ডের প্রধান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেহেতু এ ধরনের বক্তব্য তাঁর জন্য মানহানিকর।
তা ছাড়া ওই আলোচনায় যুবলীগের নেতা সহিদের নামও ‘মনোনয়ন বাণিজ্যে জড়ানো হয়েছে’ বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
ইউটিউবে ওই আলোচনা অনুষ্ঠান প্রচার করা হয় গত ২২ মে। সেখানে কলিমুল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরীসহ আরও দুইজন অংশ নেন।
মামলার বাদী আব্দুল্লা আল মাহমুদ সহিদ বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করতে নীলনকশায় জড়িত হয়েছেন। এমন মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মানহানিকর, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, কুসিক নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতসহ আমার ব্যাক্তিগত, সামাজিক ও রাজনৈতিকভাবে সম্মানহানী হয়েছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২২ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২২ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২২ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২২ দিন আগে