Ajker Patrika

পরিমাপে কারচুপি, ২ ফিলিং স্টেশনের দেড় লাখ টাকা জরিমানা

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৯: ৩৭
পরিমাপে কারচুপি, ২ ফিলিং স্টেশনের দেড় লাখ টাকা জরিমানা

কুমিল্লার বুড়িচংয়ে বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় পরিমাপে কারচুপি করায় দুই ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

আজ রোববার জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করা হয়। 

কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, কুমিল্লা বিএসটিআই অফিসের সহায়তায় বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আলেখারচর ও কালাকচুয়া বিশ্বরোড এলাকার ফিলিং স্টেশনগুলোতে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার ১২ টি ফিলিং স্টেশনের ওজন পরিমাপক যন্ত্র যাচাই করা হয় এবং ভোক্তাকে প্রতিশ্রুত পরিমাপে জ্বালানি সরবরাহ করা হচ্ছে কিনা যাচাই করা হয়। 

কুমিল্লার বুড়িচংয়ে বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে উপজেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারাআসাদুল ইসলাম আরও জানান, এ সময় পরিমাপে কারচুপির দায়ে পদুয়ার বাজার এলাকার রিভারভিউ সিএনজি ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা এবং কালাকচুয়া এলাকার ইস্ট জোন ফিলিং স্টেশন লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ১২টি ফিলিং স্টেশনের ৩০টি পরিমাপক যন্ত্র যাচাই করা হয়। অভিযানে বিএসটিআই কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ আনিছুর রহমান এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত