কুমিল্লা প্রতিনিধি
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজ ছেড়ে গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাসার ভূঞা। গতকাল সোমবার (১৪ জুলাই) রাত সোয়া ১১টার দিকে তাঁকে ক্যাম্পাস থেকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেওয়া হয়। বিষয়টি রাত সাড়ে ১২টার দিকে নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুলাই) কলেজের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে ৯ দফা দাবি উত্থাপন করেন এবং দাবিগুলো পূরণে দুই কার্যদিবস সময়সীমা বেঁধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে কোনো আশ্বাস বা রোডম্যাপ না পাওয়ায় শিক্ষার্থীরা সোমবার বিকেল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন।
শিক্ষার্থীরা জানান, সুস্পষ্ট আশ্বাস না পেয়ে তাঁরা ৯ দফা থেকে সরাসরি অধ্যক্ষের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে যান। তাঁদের দাবিগুলো ছিল—অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন, ডিগ্রি শাখার জন্য পৃথক আধুনিক ক্যাম্পাস, সিসিটিভি ও লাইটিংয়ের মাধ্যমে নিরাপত্তা জোরদার, মাদকসেবী ও বহিরাগত ঠেকাতে ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি, বাস ও মাইক্রোবাস সার্ভিস চালু, আবাসিক এলাকা ও হোটেল পাড়ায় জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানি, আধুনিক ওয়াশরুম ও শিক্ষার পরিবেশ নিশ্চিত, সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনায় আলাদা ফান্ড এবং আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতে ওয়েবসাইটে প্রকাশ করা। এসব দাবি নিয়ে সোমবার বিকেল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ চলাকালে তাঁরা অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখেন।
জানা গেছে, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষকে প্রায় আট ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখে। শুরুতে পরীক্ষা ভবনে এবং পরে কলেজ মসজিদের ভেতরে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। রাত ১০টার দিকে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সেখানে পৌঁছান। পরে পুলিশ অধ্যক্ষ আবুল বাসার ভূঞাকে কলেজ মসজিদ এলাকা থেকে নিরাপদে সরিয়ে তার বাসায় নিয়ে যায়।
কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল মজিদ বলেন, ‘অধ্যক্ষ মৌখিকভাবে জানিয়েছেন, তিনি আর কলেজে ফিরবেন না। বিষয়টি মন্ত্রণালয় ও প্রশাসনকে অবহিত করা হয়েছে। আপাতত আমি এখন থেকে রুটিন দায়িত্ব পালন করব।’
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘সন্ধ্যার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসনের নির্দেশে আমরা অধ্যক্ষকে রাত সোয়া ১১টার দিকে বাসায় পৌঁছে দিই।’
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজ ছেড়ে গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাসার ভূঞা। গতকাল সোমবার (১৪ জুলাই) রাত সোয়া ১১টার দিকে তাঁকে ক্যাম্পাস থেকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেওয়া হয়। বিষয়টি রাত সাড়ে ১২টার দিকে নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুলাই) কলেজের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে ৯ দফা দাবি উত্থাপন করেন এবং দাবিগুলো পূরণে দুই কার্যদিবস সময়সীমা বেঁধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে কোনো আশ্বাস বা রোডম্যাপ না পাওয়ায় শিক্ষার্থীরা সোমবার বিকেল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন।
শিক্ষার্থীরা জানান, সুস্পষ্ট আশ্বাস না পেয়ে তাঁরা ৯ দফা থেকে সরাসরি অধ্যক্ষের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে যান। তাঁদের দাবিগুলো ছিল—অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন, ডিগ্রি শাখার জন্য পৃথক আধুনিক ক্যাম্পাস, সিসিটিভি ও লাইটিংয়ের মাধ্যমে নিরাপত্তা জোরদার, মাদকসেবী ও বহিরাগত ঠেকাতে ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি, বাস ও মাইক্রোবাস সার্ভিস চালু, আবাসিক এলাকা ও হোটেল পাড়ায় জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানি, আধুনিক ওয়াশরুম ও শিক্ষার পরিবেশ নিশ্চিত, সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনায় আলাদা ফান্ড এবং আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতে ওয়েবসাইটে প্রকাশ করা। এসব দাবি নিয়ে সোমবার বিকেল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ চলাকালে তাঁরা অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখেন।
জানা গেছে, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষকে প্রায় আট ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখে। শুরুতে পরীক্ষা ভবনে এবং পরে কলেজ মসজিদের ভেতরে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। রাত ১০টার দিকে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সেখানে পৌঁছান। পরে পুলিশ অধ্যক্ষ আবুল বাসার ভূঞাকে কলেজ মসজিদ এলাকা থেকে নিরাপদে সরিয়ে তার বাসায় নিয়ে যায়।
কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল মজিদ বলেন, ‘অধ্যক্ষ মৌখিকভাবে জানিয়েছেন, তিনি আর কলেজে ফিরবেন না। বিষয়টি মন্ত্রণালয় ও প্রশাসনকে অবহিত করা হয়েছে। আপাতত আমি এখন থেকে রুটিন দায়িত্ব পালন করব।’
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘সন্ধ্যার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসনের নির্দেশে আমরা অধ্যক্ষকে রাত সোয়া ১১টার দিকে বাসায় পৌঁছে দিই।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে