কুমিল্লা প্রতিনিধি
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লায় এবার নিবন্ধন করেছিল ২ লাখ ৪২ হাজার ২৫৮ জন। তবে এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেছে ১ লাখ ৮৫ হাজার ১০৬ জন। সে হিসাবে ৫৭ হাজার ১৫৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষার আগেই ঝরে গেছে। এ তালিকায় ছাত্রীর সংখ্যাই বেশি— ৩২ হাজারের অধিক।
এদিকে আজ রোববার এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন (বাংলা প্রথমপত্র) কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ছিল ২ হাজার ৬১৮ শিক্ষার্থী। অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কার করা হয়েছে এক শিক্ষার্থীকে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘১ লাখ ৭৬ হাজার ৯৮৯ পরীক্ষার্থীর আজ প্রথম দিন (বাংলা প্রথমপত্র) অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু অংশ নিয়েছে ১ লাখ ৭৪ হাজার ৩১৭ জন। সে হিসাবে অনুপস্থিত ছিল ২ হাজার ৬৭২ শিক্ষার্থী। পরীক্ষায় নকল করায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এবার বোর্ডে ২৭২ কেন্দ্রে মোট ১ লাখ ৮৫ হাজার ১০৬ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দেবে। সে হিসাবে গতবারের চেয়ে এ বছর ৪ হাজার ৫৫৮ জন কম পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।’
শিক্ষা বোর্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীসহ ছয় জেলা থেকে অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৭৭ হাজার ৪৬৫ এবং ছাত্রী ১ লাখ ৭ হাজার ৬৪১ জন। তাদের মধ্যে বিজ্ঞানে ৫৮ হাজার ৯৮৭, মানবিকে ৬৫ হাজার ৬১২ ও ব্যবসায় ৬০ হাজার ৪৪৭ জন।
এর মধ্যে কুমিল্লা জেলায় ১০২টি কেন্দ্রে ৬২ হাজার ৮১২ জন এসএসসি পরীক্ষার্থী রয়েছে।
কুমিল্লার ১০২টি পরীক্ষা কেন্দ্রে মোতায়েন রয়েছেন সাড়ে ৬০০–এর মতো পুলিশ সদস্য।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জামাল নাছের বলেন, ‘নিরবচ্ছিন্নভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা চাই।’
এবার বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার বিষয়ে অধ্যাপক জামাল নাছের বলেন, ‘দুটি কারণে পরীক্ষার্থী কমেছে— একটি হলো, কোভিড পরবর্তী সময়ে অর্থনৈতিক মন্দায় ছেলেরা কর্মসংস্থানে চলে যাওয়া। আরেকটি কারণ দীর্ঘ চার বছর পর এবার সব বিষয়ে পরীক্ষা হচ্ছে। এ জন্য সব পরীক্ষার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হয়েছে। যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি তাদের মূল পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি।’
প্রশ্ন ফাঁসের বিষয়ে অধ্যাপক জামাল নাছের বলেন, ‘প্রশ্ন ফাঁসের বিষয়ে অনেক গুজব আসবে, গুজব মাঠে ছড়াবে, এসব চিন্তা করে আমরা আপনারা (গণমাধ্যমকর্মী) সবাই পজিটিভ ভূমিকা নেবেন— এটি প্রত্যাশা করি। কারণ অধিকাংশ সময়ই গুজব হিসেবে বের হয়েছে। এরই মধ্যে আমরা দেখেছি, এ রকম গুজব ছড়ানো শুরু হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সারা দেশে তৎপর আছে।’
‘২৬ এপ্রিল থেকে আমরা কোচিং সেন্টারগুলো বন্ধ করে দিয়েছি। আগামী ২৩ তারিখ পর্যন্ত এগুলো বন্ধ থাকবে। এরপরও প্রশ্ন ফাঁসের বিষয়ে আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকব। কুমিল্লা শিক্ষা বোর্ডের সব কর্মকর্তা কর্মচারী এ বিষয়ে সতর্ক আছেন, সজাগ আছেন।’ যুক্ত করেন শিক্ষাবোর্ডের এ কর্মকর্তা।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লায় এবার নিবন্ধন করেছিল ২ লাখ ৪২ হাজার ২৫৮ জন। তবে এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেছে ১ লাখ ৮৫ হাজার ১০৬ জন। সে হিসাবে ৫৭ হাজার ১৫৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষার আগেই ঝরে গেছে। এ তালিকায় ছাত্রীর সংখ্যাই বেশি— ৩২ হাজারের অধিক।
এদিকে আজ রোববার এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন (বাংলা প্রথমপত্র) কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ছিল ২ হাজার ৬১৮ শিক্ষার্থী। অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কার করা হয়েছে এক শিক্ষার্থীকে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘১ লাখ ৭৬ হাজার ৯৮৯ পরীক্ষার্থীর আজ প্রথম দিন (বাংলা প্রথমপত্র) অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু অংশ নিয়েছে ১ লাখ ৭৪ হাজার ৩১৭ জন। সে হিসাবে অনুপস্থিত ছিল ২ হাজার ৬৭২ শিক্ষার্থী। পরীক্ষায় নকল করায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এবার বোর্ডে ২৭২ কেন্দ্রে মোট ১ লাখ ৮৫ হাজার ১০৬ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দেবে। সে হিসাবে গতবারের চেয়ে এ বছর ৪ হাজার ৫৫৮ জন কম পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।’
শিক্ষা বোর্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীসহ ছয় জেলা থেকে অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৭৭ হাজার ৪৬৫ এবং ছাত্রী ১ লাখ ৭ হাজার ৬৪১ জন। তাদের মধ্যে বিজ্ঞানে ৫৮ হাজার ৯৮৭, মানবিকে ৬৫ হাজার ৬১২ ও ব্যবসায় ৬০ হাজার ৪৪৭ জন।
এর মধ্যে কুমিল্লা জেলায় ১০২টি কেন্দ্রে ৬২ হাজার ৮১২ জন এসএসসি পরীক্ষার্থী রয়েছে।
কুমিল্লার ১০২টি পরীক্ষা কেন্দ্রে মোতায়েন রয়েছেন সাড়ে ৬০০–এর মতো পুলিশ সদস্য।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জামাল নাছের বলেন, ‘নিরবচ্ছিন্নভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা চাই।’
এবার বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার বিষয়ে অধ্যাপক জামাল নাছের বলেন, ‘দুটি কারণে পরীক্ষার্থী কমেছে— একটি হলো, কোভিড পরবর্তী সময়ে অর্থনৈতিক মন্দায় ছেলেরা কর্মসংস্থানে চলে যাওয়া। আরেকটি কারণ দীর্ঘ চার বছর পর এবার সব বিষয়ে পরীক্ষা হচ্ছে। এ জন্য সব পরীক্ষার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হয়েছে। যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি তাদের মূল পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি।’
প্রশ্ন ফাঁসের বিষয়ে অধ্যাপক জামাল নাছের বলেন, ‘প্রশ্ন ফাঁসের বিষয়ে অনেক গুজব আসবে, গুজব মাঠে ছড়াবে, এসব চিন্তা করে আমরা আপনারা (গণমাধ্যমকর্মী) সবাই পজিটিভ ভূমিকা নেবেন— এটি প্রত্যাশা করি। কারণ অধিকাংশ সময়ই গুজব হিসেবে বের হয়েছে। এরই মধ্যে আমরা দেখেছি, এ রকম গুজব ছড়ানো শুরু হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সারা দেশে তৎপর আছে।’
‘২৬ এপ্রিল থেকে আমরা কোচিং সেন্টারগুলো বন্ধ করে দিয়েছি। আগামী ২৩ তারিখ পর্যন্ত এগুলো বন্ধ থাকবে। এরপরও প্রশ্ন ফাঁসের বিষয়ে আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকব। কুমিল্লা শিক্ষা বোর্ডের সব কর্মকর্তা কর্মচারী এ বিষয়ে সতর্ক আছেন, সজাগ আছেন।’ যুক্ত করেন শিক্ষাবোর্ডের এ কর্মকর্তা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৫ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৫ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৫ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৫ দিন আগে