কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় বাবা-মায়ের ঝগড়ার কারণেই সাত দিন আগে বাড়ি ছেড়েছিল চার মাদ্রাসা ছাত্রী। এক সপ্তাহ পর মায়ের কাছে বড় মেয়ের একটি ফোনকলই নিখোঁজ রহস্যের জট খুলে দেয়। তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল বৃহস্পতিবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লার একটি টিম তাদের উদ্ধার করে। আজ শুক্রবার পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন পিবিআই পুলিশ পরিদর্শক তৌহিদুল ইসলাম।
ওই চার বোনের বাড়ি নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের কালেম গ্রামে। তারা ওই গ্রামের মজিবুল হকের মেয়ে। তারা হলো—তাসনিম জাহান (১৭), মারজাহান (১৪), তাজিন সুলতানা (১২) ও মাইশা সুলতানা (৬)। তাসনিম উপজেলা সদরের আফসারুল উলুম কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষ, মারজাহান একই মাদ্রাসার দাখিল দশম শ্রেণি ও তাজিন সুলতানা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সবার ছোট মাইশা নারুয়া তালিমুল কোরআন মডেল মাদ্রাসার শিশু শ্রেণিতে পড়ে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তথ্য প্রযুক্তির সহায়তায় কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া এলাকার হালিমা বেগমের (৫০) বাড়ি থেকে নিখোঁজ চার বোনকে উদ্ধার করা হয়। আজ সকালে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিখোঁজ চার বোনের বড় বোন তাসনিম জাহান বলেন, বাবা উগ্র মেজাজের লোক। তিনি মায়ের সঙ্গে প্রায়ই ঝগড়া করেন। গত ২৫ মে মা-বাবা ঝগড়া করে। তখন চার বোন বাড়ি থেকে চলে যাওয়ার হুমকি দেয়। বদমেজাজি বাবা তাদের তখনই বের হয়ে যেতে বলেন। পরে রাগ ভাঙাতে এসে নাতনিদের সঙ্গে করে নিয়ে যান নানি। এতেও তাদের রাগ না ভাঙেনি। পরদিন তারা মাদ্রাসায় যাওয়ার নাম করে নানাবাড়ি থেকে বের হয়ে নাঙ্গলকোটের ফতেহপুর এলাকায় চলে যায়। সেখান থেকে কুমিল্লাগামী বাসে উঠে চলে আসে কুমিল্লার জাঙ্গালিয়া এলাকায়। সেখানে অপরিচিত এক অটোরিকশা চালকের মাধ্যমে স্থানীয় হালিমা বেগমের (৫০) বাড়ির একটি কক্ষ ভাড়া নেয়। হালিমা বেগমের তখনই সন্দেহ হয়েছিল।
পিবিআই পরিদর্শক তৌহিদুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার তাদের মায়ের মোবাইলে একটি কল আসে। পরপরই বিষয়টি পিবিআইকে জানানো হয়। পরে আমরা (পিবিআই) তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের উদ্ধারে অভিযানে নামি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্তিত ছিলেন পিবিআই পরিদর্শক মনজুর আলম, হিলাল উদ্দীন, মোবারক হোসেন ও বিপুল চন্দ্র দেবনাথ।
কুমিল্লায় বাবা-মায়ের ঝগড়ার কারণেই সাত দিন আগে বাড়ি ছেড়েছিল চার মাদ্রাসা ছাত্রী। এক সপ্তাহ পর মায়ের কাছে বড় মেয়ের একটি ফোনকলই নিখোঁজ রহস্যের জট খুলে দেয়। তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল বৃহস্পতিবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লার একটি টিম তাদের উদ্ধার করে। আজ শুক্রবার পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন পিবিআই পুলিশ পরিদর্শক তৌহিদুল ইসলাম।
ওই চার বোনের বাড়ি নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের কালেম গ্রামে। তারা ওই গ্রামের মজিবুল হকের মেয়ে। তারা হলো—তাসনিম জাহান (১৭), মারজাহান (১৪), তাজিন সুলতানা (১২) ও মাইশা সুলতানা (৬)। তাসনিম উপজেলা সদরের আফসারুল উলুম কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষ, মারজাহান একই মাদ্রাসার দাখিল দশম শ্রেণি ও তাজিন সুলতানা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সবার ছোট মাইশা নারুয়া তালিমুল কোরআন মডেল মাদ্রাসার শিশু শ্রেণিতে পড়ে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তথ্য প্রযুক্তির সহায়তায় কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া এলাকার হালিমা বেগমের (৫০) বাড়ি থেকে নিখোঁজ চার বোনকে উদ্ধার করা হয়। আজ সকালে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিখোঁজ চার বোনের বড় বোন তাসনিম জাহান বলেন, বাবা উগ্র মেজাজের লোক। তিনি মায়ের সঙ্গে প্রায়ই ঝগড়া করেন। গত ২৫ মে মা-বাবা ঝগড়া করে। তখন চার বোন বাড়ি থেকে চলে যাওয়ার হুমকি দেয়। বদমেজাজি বাবা তাদের তখনই বের হয়ে যেতে বলেন। পরে রাগ ভাঙাতে এসে নাতনিদের সঙ্গে করে নিয়ে যান নানি। এতেও তাদের রাগ না ভাঙেনি। পরদিন তারা মাদ্রাসায় যাওয়ার নাম করে নানাবাড়ি থেকে বের হয়ে নাঙ্গলকোটের ফতেহপুর এলাকায় চলে যায়। সেখান থেকে কুমিল্লাগামী বাসে উঠে চলে আসে কুমিল্লার জাঙ্গালিয়া এলাকায়। সেখানে অপরিচিত এক অটোরিকশা চালকের মাধ্যমে স্থানীয় হালিমা বেগমের (৫০) বাড়ির একটি কক্ষ ভাড়া নেয়। হালিমা বেগমের তখনই সন্দেহ হয়েছিল।
পিবিআই পরিদর্শক তৌহিদুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার তাদের মায়ের মোবাইলে একটি কল আসে। পরপরই বিষয়টি পিবিআইকে জানানো হয়। পরে আমরা (পিবিআই) তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের উদ্ধারে অভিযানে নামি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্তিত ছিলেন পিবিআই পরিদর্শক মনজুর আলম, হিলাল উদ্দীন, মোবারক হোসেন ও বিপুল চন্দ্র দেবনাথ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে