দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের ১০ হাজার মানুষের পরম বন্ধু হিসেবে দাঁড়িয়েছে মরিচা কামরুল হাছান ভূঁইয়া কমিউনিটি ক্লিনিক। এই ক্লিনিক থেকে রাজামেহার ইউনিয়নের মরিচা, চুলাশ, বেতরা, সৈয়দপুর, উখারী গ্রামের মানুষ চিকিৎসাসেবা পাবে। ক্লিনিকটি এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।
কিন্তু বিদ্যুতের সংযোগ ও দেড় হাজার ফুটের কাঁচা রাস্তা বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বাধাও অচিরেই দূর হচ্ছে। মাসিক উন্নয়ন সভায় বিদ্যুতের দ্রুত সংযোগ ও কাঁচা রাস্তাটি পাকাকরণের উদ্যোগের কথা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্বাস্থ্য ও প্রকৌশলী অধিদপ্তর (এইচইডি) বাস্তবায়নে প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে ৮ শতাংশ জমির ওপর এরই মধ্যে মরিচা কামরুল হাছান ভূঁইয়া কমিউনিটি ক্লিনিকের একতলা ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। ক্লিনিকের চারপাশে রোপণ করা হয়েছে ফল ও ফুলের চারা। ক্লিনিকের সামনের অংশের দেয়ালে লাল-খয়েরি টাইলস ও মেঝেতে সাদা রঙের টাইলস বসানো হয়েছে। ক্লিনিকের ভেতরে ও বাইরে রয়েছে পর্যাপ্ত আলো ও বাতাসের ব্যবস্থা। শিগগির সরকারি বরাদ্দে বিশুদ্ধ পানির গভীর নলকূপ বসানোর কাজ শুরু হবে।
কমিউনিটি ক্লিনিকের জমিদাতা কামরুল হাছান ভূঁইয়া বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠী যাতে সহজে চিকিৎসাসেবা পায়, এ জন্য ক্লিনিক করা হয়েছে। দেবিদ্বার ও চান্দিনা উপজেলা অনেক দূর হওয়ায় মরিচা গ্রামের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। ক্লিনিক উদ্বোধন হলে গ্রামের মানুষ প্রাথমিক চিকিৎসা পাবে। ক্লিনিকটির অনুমোদনসহ সার্বিক সহযোগিতা করেছেন দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।’
দেবিদ্বার পল্লী বিদ্যুৎ অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী দীপক কুমার সিংহ বলেন, কমিউনিটি ক্লিনিকের জমিদাতাকে প্রায় ১ লাখ ৫১ হাজার টাকার একটি ডিমান্ড নোট দেওয়া হয়েছে। ওই টাকা জমা হলে আমরা এক সপ্তাহের মধ্যে বিদ্যুতের সংযোগ দিয়ে দেব।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. এনামুল হক বলেন, ‘মরিচায় ক্লিনিকটি চালু হলে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ হাতের নাগালে প্রাথমিক স্বাস্থ্যসেবা পাবে। বিদ্যুতের সংযোগ ও কাঁচা রাস্তা পাকাকরণের চেষ্টা করা হচ্ছে। আশা করছি, খুব শিগগির এই সমস্যার সমাধান করা হবে।’
উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, ‘ক্লিনিকের বিষয়টি উপজেলা মাসিক উন্নয়ন সভায় রেজুলেশনভুক্ত হয়েছে। খুব শিগগির বিদ্যুৎ ও রাস্তা পাকা করে ক্লিনিকটি চালু করা হবে।’
কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের ১০ হাজার মানুষের পরম বন্ধু হিসেবে দাঁড়িয়েছে মরিচা কামরুল হাছান ভূঁইয়া কমিউনিটি ক্লিনিক। এই ক্লিনিক থেকে রাজামেহার ইউনিয়নের মরিচা, চুলাশ, বেতরা, সৈয়দপুর, উখারী গ্রামের মানুষ চিকিৎসাসেবা পাবে। ক্লিনিকটি এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।
কিন্তু বিদ্যুতের সংযোগ ও দেড় হাজার ফুটের কাঁচা রাস্তা বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বাধাও অচিরেই দূর হচ্ছে। মাসিক উন্নয়ন সভায় বিদ্যুতের দ্রুত সংযোগ ও কাঁচা রাস্তাটি পাকাকরণের উদ্যোগের কথা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্বাস্থ্য ও প্রকৌশলী অধিদপ্তর (এইচইডি) বাস্তবায়নে প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে ৮ শতাংশ জমির ওপর এরই মধ্যে মরিচা কামরুল হাছান ভূঁইয়া কমিউনিটি ক্লিনিকের একতলা ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। ক্লিনিকের চারপাশে রোপণ করা হয়েছে ফল ও ফুলের চারা। ক্লিনিকের সামনের অংশের দেয়ালে লাল-খয়েরি টাইলস ও মেঝেতে সাদা রঙের টাইলস বসানো হয়েছে। ক্লিনিকের ভেতরে ও বাইরে রয়েছে পর্যাপ্ত আলো ও বাতাসের ব্যবস্থা। শিগগির সরকারি বরাদ্দে বিশুদ্ধ পানির গভীর নলকূপ বসানোর কাজ শুরু হবে।
কমিউনিটি ক্লিনিকের জমিদাতা কামরুল হাছান ভূঁইয়া বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠী যাতে সহজে চিকিৎসাসেবা পায়, এ জন্য ক্লিনিক করা হয়েছে। দেবিদ্বার ও চান্দিনা উপজেলা অনেক দূর হওয়ায় মরিচা গ্রামের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। ক্লিনিক উদ্বোধন হলে গ্রামের মানুষ প্রাথমিক চিকিৎসা পাবে। ক্লিনিকটির অনুমোদনসহ সার্বিক সহযোগিতা করেছেন দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।’
দেবিদ্বার পল্লী বিদ্যুৎ অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী দীপক কুমার সিংহ বলেন, কমিউনিটি ক্লিনিকের জমিদাতাকে প্রায় ১ লাখ ৫১ হাজার টাকার একটি ডিমান্ড নোট দেওয়া হয়েছে। ওই টাকা জমা হলে আমরা এক সপ্তাহের মধ্যে বিদ্যুতের সংযোগ দিয়ে দেব।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. এনামুল হক বলেন, ‘মরিচায় ক্লিনিকটি চালু হলে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ হাতের নাগালে প্রাথমিক স্বাস্থ্যসেবা পাবে। বিদ্যুতের সংযোগ ও কাঁচা রাস্তা পাকাকরণের চেষ্টা করা হচ্ছে। আশা করছি, খুব শিগগির এই সমস্যার সমাধান করা হবে।’
উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, ‘ক্লিনিকের বিষয়টি উপজেলা মাসিক উন্নয়ন সভায় রেজুলেশনভুক্ত হয়েছে। খুব শিগগির বিদ্যুৎ ও রাস্তা পাকা করে ক্লিনিকটি চালু করা হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে