কুমিল্লা প্রতিনিধি
দ্বাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা–৬ আসনে আচরণবিধি ভঙ্গের দায়ে আওয়ামী লীগের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারকে ১ লাখ টাকা জরিমানা করে নির্বাচন কমিশন (ইসি)। নিয়ম মেনে ভোটের আগে জরিমানার টাকা জমা দেন তিনি। ওই জরিমানা ‘আইনবহির্ভূত’ দাবি করে গত ১৮ জানুয়ারি হাইকোর্টে রিট করেছেন আওয়ামী লীগের এই এমপি।
সোমবার (২২ জানুয়ারি) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইসির ওই জরিমানা আরোপের সিদ্ধান্তের বিষয়ে একটি রুল জারি করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), ইসি সচিব, কুমিল্লার বিভাগীয় কমিশনারসহ (রিটার্নিং কর্মকর্তা) বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এতে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে ১ লাখ টাকা জরিমানা আরোপে ইসির সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
আদালতে আ ক ম বাহাউদ্দিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ খালেকুজ্জামান ভূঁইয়া।
আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আচরণবিধি ভঙ্গের কারণে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা করা যায়। কিন্তু ইসি যেভাবে বাহাউদ্দিনকে জরিমানা আরোপ করেছে, তা আইনসিদ্ধ হয়নি। তাই ওই টাকা ফেরত দিতে নির্দেশনা চেয়ে রিটটি করা হলে শুনানি নিয়ে হাইকোর্ট ওই রুল দেন।’
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি আজকের পত্রিকাকে বলেন, গত ২৫ ডিসেম্বর নির্বাচন কমিশন যে চিঠি দিয়েছেন তাতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে—যদিও আমি আচরণবিধি লঙ্ঘন করিনি—প্রার্থিতা বাতিলের কথা উল্লেখ করে ব্যাখ্যা চেয়েছেন।
তিনি বলেন, ‘এ বিষয়ে গত ২৭ ডিসেম্বর নির্বাচন কমিশনে হাজির হয়ে ব্যাখ্যা দিয়েছি। নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিলের কথা উল্লেখ করলেও ১ লাখ টাকা জরিমানা করেছে বিধি বহির্ভূতভাবে। এতে আমার মর্যাদায় আঘাত এসেছে। বিধি বহির্ভূতভাবে করা জরিমানার টাকা ফেরত পেতে আদালতের শরণাপন্ন হয়েছি।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লা–৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। তাঁর বিরুদ্ধে অনিয়ম সংঘটনের বিষয়টি প্রমাণিত হয়েছে উল্লেখ করে গত ২৭ ডিসেম্বর ১ লাখ টাকা জরিমানা করে ইসি। তিন দিনের মধ্যে ওই টাকা ট্রেজারি চালানে জমা দিতে বলা হলে গত ৩১ ডিসেম্বর জমা দেন তিনি।
গত ৭ জানুয়ারি বিপুল ভোটে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। তিনি পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ২১০ ভোট। তাঁর নিকটপ্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ৪৪ হাজার ৯৬৬ ভোট।
দ্বাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা–৬ আসনে আচরণবিধি ভঙ্গের দায়ে আওয়ামী লীগের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারকে ১ লাখ টাকা জরিমানা করে নির্বাচন কমিশন (ইসি)। নিয়ম মেনে ভোটের আগে জরিমানার টাকা জমা দেন তিনি। ওই জরিমানা ‘আইনবহির্ভূত’ দাবি করে গত ১৮ জানুয়ারি হাইকোর্টে রিট করেছেন আওয়ামী লীগের এই এমপি।
সোমবার (২২ জানুয়ারি) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইসির ওই জরিমানা আরোপের সিদ্ধান্তের বিষয়ে একটি রুল জারি করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), ইসি সচিব, কুমিল্লার বিভাগীয় কমিশনারসহ (রিটার্নিং কর্মকর্তা) বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এতে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে ১ লাখ টাকা জরিমানা আরোপে ইসির সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
আদালতে আ ক ম বাহাউদ্দিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ খালেকুজ্জামান ভূঁইয়া।
আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আচরণবিধি ভঙ্গের কারণে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা করা যায়। কিন্তু ইসি যেভাবে বাহাউদ্দিনকে জরিমানা আরোপ করেছে, তা আইনসিদ্ধ হয়নি। তাই ওই টাকা ফেরত দিতে নির্দেশনা চেয়ে রিটটি করা হলে শুনানি নিয়ে হাইকোর্ট ওই রুল দেন।’
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি আজকের পত্রিকাকে বলেন, গত ২৫ ডিসেম্বর নির্বাচন কমিশন যে চিঠি দিয়েছেন তাতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে—যদিও আমি আচরণবিধি লঙ্ঘন করিনি—প্রার্থিতা বাতিলের কথা উল্লেখ করে ব্যাখ্যা চেয়েছেন।
তিনি বলেন, ‘এ বিষয়ে গত ২৭ ডিসেম্বর নির্বাচন কমিশনে হাজির হয়ে ব্যাখ্যা দিয়েছি। নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিলের কথা উল্লেখ করলেও ১ লাখ টাকা জরিমানা করেছে বিধি বহির্ভূতভাবে। এতে আমার মর্যাদায় আঘাত এসেছে। বিধি বহির্ভূতভাবে করা জরিমানার টাকা ফেরত পেতে আদালতের শরণাপন্ন হয়েছি।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লা–৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। তাঁর বিরুদ্ধে অনিয়ম সংঘটনের বিষয়টি প্রমাণিত হয়েছে উল্লেখ করে গত ২৭ ডিসেম্বর ১ লাখ টাকা জরিমানা করে ইসি। তিন দিনের মধ্যে ওই টাকা ট্রেজারি চালানে জমা দিতে বলা হলে গত ৩১ ডিসেম্বর জমা দেন তিনি।
গত ৭ জানুয়ারি বিপুল ভোটে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। তিনি পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ২১০ ভোট। তাঁর নিকটপ্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ৪৪ হাজার ৯৬৬ ভোট।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে