চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
মেশিনের মাধ্যমে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ বুধবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘নির্বাচন কমিশন বলছেন ১৫০ আসনে নাকি টিপাপিটির ইভিএম দিবে তারা। চুরি করার জায়গা পাওনা। একবার করো বিনা ভোটে, একবার করো নিশি রাতে, আরেকবার করো মেশিনের মধ্য দিয়ে। মেশিনের মাধ্যমে কোনো নির্বাচন হবে না। নির্বাচন হবে ব্যালটে। নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে। নির্বাচন হবে খালেদা জিয়াকে মুক্ত করার পরে।’
রুমিন ফারহানা আরও বলেন, ‘এই সরকার উন্নয়নের গল্প বলে। কিসের উন্নয়ন হয়েছে? কার উন্নয়ন হয়েছে? এ সরকারের মন্ত্রীরা বেহেশতে আছে। বাংলাদেশের মানুষ বেহেশতে নাই। আজ মোটা চালের কেজি ৫৫ টাকা। বেহেশতে ডিমের হালি ৫০ টাকা। এক লিটার তেলের দাম ২০০ টাকা। দেশের আমজনতা এই দাম দিয়ে কিনে খাওয়া সম্ভব নয়।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির এই নেত্রী বলেন, ‘তাকে তো কেউ গদিতে বসায় নাই। গদি থেকে টেনে নামাতে হবে। যত দিন বাংলাদেশে বিএনপি আছে তত দিন মানুষের ভয় নাই। একটি কথা পরিষ্কার করে বলি, কমতো অত্যাচার করেন নাই, কমতো ক্রসফায়ার দেন নাই। কমতো গুম করেন নাই। কমতো মামলা দেন নাই। এবার কিসের ভয় দেখিয়ে ঘরে আটকিয়ে রাখবেন। সামনে নির্বাচন আসছে, এই নির্বচনে যদি আপনারা আবার কোনো নীল নকশা করার চেষ্টা করেন তা হলে বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে দাঁত ভাঙা জবাব দেব।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম ও পৌর বিএনপির সদস্যসচিব হারুন অর রশীদ মজুমদারের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য একরামুল হক বিপ্লব, অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা ও চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির আহ্বায়ক জিএম তাহের পলাশী।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তা, সহসভাপতি সাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মোল্লা হিরণসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতী দল, মৎস্যজীবী দলের নেতা-কর্মীরা।
মেশিনের মাধ্যমে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ বুধবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘নির্বাচন কমিশন বলছেন ১৫০ আসনে নাকি টিপাপিটির ইভিএম দিবে তারা। চুরি করার জায়গা পাওনা। একবার করো বিনা ভোটে, একবার করো নিশি রাতে, আরেকবার করো মেশিনের মধ্য দিয়ে। মেশিনের মাধ্যমে কোনো নির্বাচন হবে না। নির্বাচন হবে ব্যালটে। নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে। নির্বাচন হবে খালেদা জিয়াকে মুক্ত করার পরে।’
রুমিন ফারহানা আরও বলেন, ‘এই সরকার উন্নয়নের গল্প বলে। কিসের উন্নয়ন হয়েছে? কার উন্নয়ন হয়েছে? এ সরকারের মন্ত্রীরা বেহেশতে আছে। বাংলাদেশের মানুষ বেহেশতে নাই। আজ মোটা চালের কেজি ৫৫ টাকা। বেহেশতে ডিমের হালি ৫০ টাকা। এক লিটার তেলের দাম ২০০ টাকা। দেশের আমজনতা এই দাম দিয়ে কিনে খাওয়া সম্ভব নয়।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির এই নেত্রী বলেন, ‘তাকে তো কেউ গদিতে বসায় নাই। গদি থেকে টেনে নামাতে হবে। যত দিন বাংলাদেশে বিএনপি আছে তত দিন মানুষের ভয় নাই। একটি কথা পরিষ্কার করে বলি, কমতো অত্যাচার করেন নাই, কমতো ক্রসফায়ার দেন নাই। কমতো গুম করেন নাই। কমতো মামলা দেন নাই। এবার কিসের ভয় দেখিয়ে ঘরে আটকিয়ে রাখবেন। সামনে নির্বাচন আসছে, এই নির্বচনে যদি আপনারা আবার কোনো নীল নকশা করার চেষ্টা করেন তা হলে বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে দাঁত ভাঙা জবাব দেব।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম ও পৌর বিএনপির সদস্যসচিব হারুন অর রশীদ মজুমদারের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য একরামুল হক বিপ্লব, অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা ও চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির আহ্বায়ক জিএম তাহের পলাশী।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তা, সহসভাপতি সাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মোল্লা হিরণসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতী দল, মৎস্যজীবী দলের নেতা-কর্মীরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে