কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) মেয়র পদে উপনির্বাচনে প্রতীক বরাদ্দের পর প্রচারে নেমেছেন প্রার্থীরা। মেয়র পদের চার প্রার্থী সমানতালে চালিয়ে যাচ্ছেন প্রচারণা। বরাবরের মতো আবারও পরিকল্পিত নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন তাঁরা।
এ নির্বাচনের চার প্রার্থী হলেন সাবেক মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি), কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য বাহার কন্যা তাহসিন বাহার সূচনা (বাস), সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া) ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নুর উর রহমান মাহমুদ তানিম (হাতি)। এর মধ্যে তাহসিন বাহার সূচনা ছাড়া সবাই বিগত সিটি নির্বাচনে অংশ নিয়েছিলেন।
কুমিল্লা সিটির সাবেক মেয়র মনিরুল হক সাক্কু ও সদ্য প্রয়াত সাবেক মেয়র আরফানুল হক রিফাত নগরবাসীর প্রধান সমস্যা যানজট, জলাবদ্ধতা নিরসনসহ পরিকল্পিত নগরীর গড়ার প্রতিশ্রুতি ও নির্বাচনী ইশতিহার দিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। তাঁরা দুজনেই মেয়র নির্বাচিত হলেও নগরবাসীর প্রত্যাশা পূরণ হয়নি।
বিগত নির্বাচনে তাহসিন বাহার সূচনা ছাড়া বাকি তিন প্রার্থী অংশ নিয়েছিলেন। ওই নির্বাচনে তাঁদের ইশতেহারে ছিল পরিকল্পিত নগরী গড়ে তোলা। এবার নির্বাচনে সব প্রার্থীর প্রধান প্রতিশ্রুতি পরিকল্পিত নগরী গড়ে তোলা।
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে ভোটের দিন যতই এগিয়ে আসছে, প্রার্থীদের প্রচারণা ব্যস্ততা ততই বাড়ছে। প্রতীক পাওয়ার পর আজ পঞ্চম দিনেও চার প্রার্থী প্রচারণা ও উঠান বৈঠক করছেন নগরীর বিভিন্ন এলাকায়।
সাবেক মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কু মঙ্গলবার প্রচারণা চালান নগরীর রেসকোর্স এলাকায়। এ সময় তিনি বলেন, ‘আমি মেয়র থাকাকালে অনেক কাজ করেছি। পরিকল্পিত নগরী গড়ে তুলতে মহাপরিকল্পনা, বড় বড় প্রকল্প গ্রহণ করে অর্থ বরাদ্দ করেছিলাম। গেল নির্বাচনে আমাকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে। এবার মেয়র নির্বাচন হলে আমার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চাই।’
অপর দিকে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেয়র প্রার্থী তাহসীন বাহার সূচনা প্রচারণা চালান নগরীর কাপ্তানবাজার ও মোগলটুলী এলাকায়। এ সময় তিনি বলেন, ‘কুমিল্লা নগরী একটি জঞ্জালের নগরী। যানজট, জলাবদ্ধতা, যত্রতত্র নকশাবহির্ভূত ভবনসহ অপরিকল্পিতভাবে গড়ে ওঠা নগরীকে সুন্দরভাবে সাজাতে চাই।’
মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মেয়র প্রার্থী নুর উর রহমান মাহমুদ তানিম প্রচারণা চালান নগরীর টিক্কাচর ও সংরাইশ এলাকায়। এ সময় তিনি বলেন, ‘সিটি করপোরেশনকে ঘিরে একটি লুটেরাজ শ্রেণি তৈরি হয়েছে। তাঁরা সিটির উন্নয়ন না করে লুটপাট করেছেন। পরিকল্পিত নগরী গড়ার কথা বলে অনেকে মেয়র নির্বাচিত হয়েও নগরবাসীর সঙ্গে প্রতারণা করেন। আমি কথায় নয়, মেয়র নির্বাচিত হলে পরিকল্পিতভাবে নগরকে সাজাব।’
অন্যদিকে সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার প্রচারণা চালান ২৫ নম্বর ওয়ার্ডের চৌয়ারাসহ বিভিন্ন এলাকায়। এ সময় তিনি বলেন, বিগত সময়ে নগরীর কোনো উন্নয়ন করেননি। নগরভবনে বসে লুটপাট করেছেন। সাবেক মেয়র ও ক্ষমতাসীনরা ভাগ-বাঁটোয়ারা করেছেন। আমি মেয়র নির্বাচন হলে টেকসই আধুনিক ও পরিকল্পিত নগর গড়ে তুলব।’
আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে এ উপনির্বাচন। নগরীর ২ লাখ ৪২ হাজার ভোটার এবারও ইভিএম পদ্ধতিতে ভোট দেবেন।
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) মেয়র পদে উপনির্বাচনে প্রতীক বরাদ্দের পর প্রচারে নেমেছেন প্রার্থীরা। মেয়র পদের চার প্রার্থী সমানতালে চালিয়ে যাচ্ছেন প্রচারণা। বরাবরের মতো আবারও পরিকল্পিত নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন তাঁরা।
এ নির্বাচনের চার প্রার্থী হলেন সাবেক মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি), কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য বাহার কন্যা তাহসিন বাহার সূচনা (বাস), সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া) ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নুর উর রহমান মাহমুদ তানিম (হাতি)। এর মধ্যে তাহসিন বাহার সূচনা ছাড়া সবাই বিগত সিটি নির্বাচনে অংশ নিয়েছিলেন।
কুমিল্লা সিটির সাবেক মেয়র মনিরুল হক সাক্কু ও সদ্য প্রয়াত সাবেক মেয়র আরফানুল হক রিফাত নগরবাসীর প্রধান সমস্যা যানজট, জলাবদ্ধতা নিরসনসহ পরিকল্পিত নগরীর গড়ার প্রতিশ্রুতি ও নির্বাচনী ইশতিহার দিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। তাঁরা দুজনেই মেয়র নির্বাচিত হলেও নগরবাসীর প্রত্যাশা পূরণ হয়নি।
বিগত নির্বাচনে তাহসিন বাহার সূচনা ছাড়া বাকি তিন প্রার্থী অংশ নিয়েছিলেন। ওই নির্বাচনে তাঁদের ইশতেহারে ছিল পরিকল্পিত নগরী গড়ে তোলা। এবার নির্বাচনে সব প্রার্থীর প্রধান প্রতিশ্রুতি পরিকল্পিত নগরী গড়ে তোলা।
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে ভোটের দিন যতই এগিয়ে আসছে, প্রার্থীদের প্রচারণা ব্যস্ততা ততই বাড়ছে। প্রতীক পাওয়ার পর আজ পঞ্চম দিনেও চার প্রার্থী প্রচারণা ও উঠান বৈঠক করছেন নগরীর বিভিন্ন এলাকায়।
সাবেক মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কু মঙ্গলবার প্রচারণা চালান নগরীর রেসকোর্স এলাকায়। এ সময় তিনি বলেন, ‘আমি মেয়র থাকাকালে অনেক কাজ করেছি। পরিকল্পিত নগরী গড়ে তুলতে মহাপরিকল্পনা, বড় বড় প্রকল্প গ্রহণ করে অর্থ বরাদ্দ করেছিলাম। গেল নির্বাচনে আমাকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে। এবার মেয়র নির্বাচন হলে আমার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চাই।’
অপর দিকে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেয়র প্রার্থী তাহসীন বাহার সূচনা প্রচারণা চালান নগরীর কাপ্তানবাজার ও মোগলটুলী এলাকায়। এ সময় তিনি বলেন, ‘কুমিল্লা নগরী একটি জঞ্জালের নগরী। যানজট, জলাবদ্ধতা, যত্রতত্র নকশাবহির্ভূত ভবনসহ অপরিকল্পিতভাবে গড়ে ওঠা নগরীকে সুন্দরভাবে সাজাতে চাই।’
মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মেয়র প্রার্থী নুর উর রহমান মাহমুদ তানিম প্রচারণা চালান নগরীর টিক্কাচর ও সংরাইশ এলাকায়। এ সময় তিনি বলেন, ‘সিটি করপোরেশনকে ঘিরে একটি লুটেরাজ শ্রেণি তৈরি হয়েছে। তাঁরা সিটির উন্নয়ন না করে লুটপাট করেছেন। পরিকল্পিত নগরী গড়ার কথা বলে অনেকে মেয়র নির্বাচিত হয়েও নগরবাসীর সঙ্গে প্রতারণা করেন। আমি কথায় নয়, মেয়র নির্বাচিত হলে পরিকল্পিতভাবে নগরকে সাজাব।’
অন্যদিকে সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার প্রচারণা চালান ২৫ নম্বর ওয়ার্ডের চৌয়ারাসহ বিভিন্ন এলাকায়। এ সময় তিনি বলেন, বিগত সময়ে নগরীর কোনো উন্নয়ন করেননি। নগরভবনে বসে লুটপাট করেছেন। সাবেক মেয়র ও ক্ষমতাসীনরা ভাগ-বাঁটোয়ারা করেছেন। আমি মেয়র নির্বাচন হলে টেকসই আধুনিক ও পরিকল্পিত নগর গড়ে তুলব।’
আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে এ উপনির্বাচন। নগরীর ২ লাখ ৪২ হাজার ভোটার এবারও ইভিএম পদ্ধতিতে ভোট দেবেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে