কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বুড়িচংয়ের চারটি ইউনিয়নের সমন্বয়ে ময়নামতি উপজেলা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। ‘ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটি’র উদ্যোগে আজ শনিবার দুপুরে ময়নামতি বাজার জামে মসজিদের সামনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নবগঠিত ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্যসচিব দিদারুল আলম দিদার। তিনি বলেন, ‘কোনো এক অদৃশ্য কারণে অতীতে ময়নামতি অঞ্চল বৈষম্যের শিকার হয়েছে। এই অঞ্চল ঐতিহাসিক গুরুত্ব, ভৌগোলিক অবস্থান বিবেচনায় কোনোভাবেই বুড়িচং উপজেলার অংশ হওয়া উচিত ছিল না। আধুনিক সভ্যতায় তথ্যপ্রযুক্তির এই যুগে সুবিধাবঞ্চিত অবহেলিত ও হয়রানির শিকার এক জনপদের লাখো মানুষের পক্ষে আমাদের এক সংগ্রামের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।’
দিদারুল আলম দিদার বলেন, ১৯৭০ সালে পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র থানা হিসেবে বুড়িচংয়ের যাত্রা শুরু। এরপর বুড়িচং থানার সাতটি ইউনিয়ন নিয়ে ১৯৭৮ সালে ব্রাহ্মণপাড়া থানা হয়। ১৯৮৩ সাল থেকে বুড়িচং উপজেলার যাত্রা শুরু হয়। অথচ ময়নামতি একটি ঐতিহাসিক স্থান। ময়নামতি প্রাচীনতম সভ্যতার নিদর্শনের জন্য বিশ্বব্যাপী প্রসিদ্ধ। দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দীতে ময়নামতি অঞ্চল দক্ষিণ-পূর্ব বাংলার প্রাণকেন্দ্র ছিল। বৌদ্ধ সভ্যতার অন্যতম প্রাণকেন্দ্র এই ময়নামতি। ময়নামতি অঞ্চল থেকে জেলা সদর কুমিল্লার দূরত্ব মাত্র আট কিলোমিটার। ময়নামতি, মোকাম, ভারেল্লা ও ভারেল্লা দক্ষিণ—এই চার ইউনিয়নের সঙ্গে বুড়িচং উপজেলা সদরের দূরত্ব জায়গাভেদে ৮ থেকে ৪০ কিলোমিটার।
দিদারুল আলম আরও বলেন, ভৌগোলিকভাবে উন্নত ও সমৃদ্ধ এলাকা থেকে তুলনামূলক ও অবকাঠামোগতভাবে পিছিয়ে থাকা বুড়িচংয়ে ময়নামতি, মোকাম, ভারেল্লা ও ভারেল্লা দক্ষিণ ইউনিয়নবাসীর ভোগান্তির শেষ নেই। দীর্ঘ ৫৫ বছর ধরে এই চার ইউনিয়নবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এই সময়ে চার ইউনিয়নবাসীর উপজেলা সদরে যাতায়াতে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় শতাধিক প্রাণহানি ঘটেছে। পঙ্গুত্ববরণ করতে হয়েছে অনেককে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এসব তথ্য উঠে এসেছে।
ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্যসচিব বলেন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে সরকারি সেবাপ্রাপ্তি ময়নামতি, মোকাম, ভারেল্লা ও ভারেল্লা দক্ষিণ এই চার ইউনিয়নবাসীর জন্য শুরু থেকেই কষ্টসাধ্য। ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, ভোটার সংখ্যা, শিক্ষা, সংস্কৃতি, অর্থনৈতিক, ঐতিহাসিক পটভূমি, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, শিল্প, পর্যটন, প্রত্নতাত্ত্বিক গুরুত্বসহ সার্বিক বিবেচনায় ময়নামতি নামে নতুন উপজেলা প্রতিষ্ঠা এখন একটি বাস্তবতা।
এর আগে এই দাবি আদায়ে চার ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধির সমন্বয়ে ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটি করা হয়। কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মুনতাকিম, সদস্যসচিব বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ প্রতিনিধি ও ল ডেস্ক ইনচার্জ দিদারুল আলম দিদার। কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুল মবিন খান, মাওলানা মফিজুল ইসলাম, অধ্যাপক হুমায়ুন কবির, মো. জিল্লুর রহমান, সাংবাদিক সাখাওয়াত হাফিজ। যুগ্ম সদস্যসচিব মাওলানা আবদুল আউয়াল, মো. আলা উদ্দিন, অধ্যাপক মো. মনিরুল ইসলাম, সাংবাদিক আবু মুছা ও মো. বেলাল হোসাইন।
কুমিল্লার বুড়িচংয়ের চারটি ইউনিয়নের সমন্বয়ে ময়নামতি উপজেলা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। ‘ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটি’র উদ্যোগে আজ শনিবার দুপুরে ময়নামতি বাজার জামে মসজিদের সামনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নবগঠিত ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্যসচিব দিদারুল আলম দিদার। তিনি বলেন, ‘কোনো এক অদৃশ্য কারণে অতীতে ময়নামতি অঞ্চল বৈষম্যের শিকার হয়েছে। এই অঞ্চল ঐতিহাসিক গুরুত্ব, ভৌগোলিক অবস্থান বিবেচনায় কোনোভাবেই বুড়িচং উপজেলার অংশ হওয়া উচিত ছিল না। আধুনিক সভ্যতায় তথ্যপ্রযুক্তির এই যুগে সুবিধাবঞ্চিত অবহেলিত ও হয়রানির শিকার এক জনপদের লাখো মানুষের পক্ষে আমাদের এক সংগ্রামের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।’
দিদারুল আলম দিদার বলেন, ১৯৭০ সালে পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র থানা হিসেবে বুড়িচংয়ের যাত্রা শুরু। এরপর বুড়িচং থানার সাতটি ইউনিয়ন নিয়ে ১৯৭৮ সালে ব্রাহ্মণপাড়া থানা হয়। ১৯৮৩ সাল থেকে বুড়িচং উপজেলার যাত্রা শুরু হয়। অথচ ময়নামতি একটি ঐতিহাসিক স্থান। ময়নামতি প্রাচীনতম সভ্যতার নিদর্শনের জন্য বিশ্বব্যাপী প্রসিদ্ধ। দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দীতে ময়নামতি অঞ্চল দক্ষিণ-পূর্ব বাংলার প্রাণকেন্দ্র ছিল। বৌদ্ধ সভ্যতার অন্যতম প্রাণকেন্দ্র এই ময়নামতি। ময়নামতি অঞ্চল থেকে জেলা সদর কুমিল্লার দূরত্ব মাত্র আট কিলোমিটার। ময়নামতি, মোকাম, ভারেল্লা ও ভারেল্লা দক্ষিণ—এই চার ইউনিয়নের সঙ্গে বুড়িচং উপজেলা সদরের দূরত্ব জায়গাভেদে ৮ থেকে ৪০ কিলোমিটার।
দিদারুল আলম আরও বলেন, ভৌগোলিকভাবে উন্নত ও সমৃদ্ধ এলাকা থেকে তুলনামূলক ও অবকাঠামোগতভাবে পিছিয়ে থাকা বুড়িচংয়ে ময়নামতি, মোকাম, ভারেল্লা ও ভারেল্লা দক্ষিণ ইউনিয়নবাসীর ভোগান্তির শেষ নেই। দীর্ঘ ৫৫ বছর ধরে এই চার ইউনিয়নবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এই সময়ে চার ইউনিয়নবাসীর উপজেলা সদরে যাতায়াতে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় শতাধিক প্রাণহানি ঘটেছে। পঙ্গুত্ববরণ করতে হয়েছে অনেককে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এসব তথ্য উঠে এসেছে।
ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্যসচিব বলেন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে সরকারি সেবাপ্রাপ্তি ময়নামতি, মোকাম, ভারেল্লা ও ভারেল্লা দক্ষিণ এই চার ইউনিয়নবাসীর জন্য শুরু থেকেই কষ্টসাধ্য। ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, ভোটার সংখ্যা, শিক্ষা, সংস্কৃতি, অর্থনৈতিক, ঐতিহাসিক পটভূমি, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, শিল্প, পর্যটন, প্রত্নতাত্ত্বিক গুরুত্বসহ সার্বিক বিবেচনায় ময়নামতি নামে নতুন উপজেলা প্রতিষ্ঠা এখন একটি বাস্তবতা।
এর আগে এই দাবি আদায়ে চার ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধির সমন্বয়ে ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটি করা হয়। কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মুনতাকিম, সদস্যসচিব বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ প্রতিনিধি ও ল ডেস্ক ইনচার্জ দিদারুল আলম দিদার। কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুল মবিন খান, মাওলানা মফিজুল ইসলাম, অধ্যাপক হুমায়ুন কবির, মো. জিল্লুর রহমান, সাংবাদিক সাখাওয়াত হাফিজ। যুগ্ম সদস্যসচিব মাওলানা আবদুল আউয়াল, মো. আলা উদ্দিন, অধ্যাপক মো. মনিরুল ইসলাম, সাংবাদিক আবু মুছা ও মো. বেলাল হোসাইন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে