চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে ভোট বর্জন, মহাসড়ক অবরোধ এবং বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ রোববার ভোট বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, গণফোরামের প্রার্থী আবদুর রহমান জাহাঙ্গীর ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী খোরশেদ আলম।
নির্বাচন বাতিলের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের অনুসারীরা দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ায় বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করে। এদিকে অনিয়মের কারণে ৭টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
আজ বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টায় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের ১২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বেলা ১০টা থেকে উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে জাল ভোট প্রদান ও বিভিন্ন প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্রগুলো নৌকার সমর্থকেরা নিয়ন্ত্রণে নিয়ে যায়। এমন অভিযোগে বেলা সাড়ে ১১টায় ভোট বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান (ফুলকপি), গণফোরামের প্রার্থী আবদুর রহমান জাহাঙ্গীর (উদীয়মান সূর্য) ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী খোরশেদ আলম (মিনার)।
স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বলেন, ‘সকাল থেকে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র থেকে নৌকার প্রার্থীর লোকজন প্রকাশ্যে অস্ত্র নিয়ে আমার ফুলকপি প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে প্রকাশ্যে নৌকাতে সিল মারে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। প্রশাসন নৌকার পক্ষপাতমূলক আচরণ করছে। আমি এ নির্বাচন বর্জন ঘোষণা করলাম। পাশাপাশি এ আসনের নির্বাচন বাতিল করে পুনঃতফসিলের মাধ্যমে নির্বাচনের দাবি জানাচ্ছি।’
অপরদিকে নির্বাচন বাতিলের দাবিতে মিজানুর রহমানের অনুসারীরা বেলা ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা কমপ্লেক্স এলাকায় অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এ সময় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি টিম এসে অবরোধকারীদের সরিয়ে দিতে চাইলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে। এ সময় ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়।
চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট সার্কেলের এএসপি জাহিদুল ইসলাম বলেন, ‘মহাসড়কে অবরোধের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং অবরোধকারীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ সময় অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করলে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ আত্মরক্ষার্থে টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে।’
সহকারী রিটার্নিং অফিসার ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান রোববার বিকেলে বলেন, ‘জাল ভোট দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বিভিন্ন ইউনিয়নের ৭টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। নির্বাচনের অনিয়ম তুলে তিন প্রার্থী বর্জন করেছে। এক স্বতন্ত্র প্রার্থীর অনুসারীরা মহাসড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সরিয়ে দেয়।’
কুমিল্লার চৌদ্দগ্রামে ভোট বর্জন, মহাসড়ক অবরোধ এবং বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ রোববার ভোট বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, গণফোরামের প্রার্থী আবদুর রহমান জাহাঙ্গীর ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী খোরশেদ আলম।
নির্বাচন বাতিলের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের অনুসারীরা দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ায় বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করে। এদিকে অনিয়মের কারণে ৭টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
আজ বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টায় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের ১২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বেলা ১০টা থেকে উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে জাল ভোট প্রদান ও বিভিন্ন প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্রগুলো নৌকার সমর্থকেরা নিয়ন্ত্রণে নিয়ে যায়। এমন অভিযোগে বেলা সাড়ে ১১টায় ভোট বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান (ফুলকপি), গণফোরামের প্রার্থী আবদুর রহমান জাহাঙ্গীর (উদীয়মান সূর্য) ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী খোরশেদ আলম (মিনার)।
স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বলেন, ‘সকাল থেকে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র থেকে নৌকার প্রার্থীর লোকজন প্রকাশ্যে অস্ত্র নিয়ে আমার ফুলকপি প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে প্রকাশ্যে নৌকাতে সিল মারে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। প্রশাসন নৌকার পক্ষপাতমূলক আচরণ করছে। আমি এ নির্বাচন বর্জন ঘোষণা করলাম। পাশাপাশি এ আসনের নির্বাচন বাতিল করে পুনঃতফসিলের মাধ্যমে নির্বাচনের দাবি জানাচ্ছি।’
অপরদিকে নির্বাচন বাতিলের দাবিতে মিজানুর রহমানের অনুসারীরা বেলা ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা কমপ্লেক্স এলাকায় অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এ সময় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি টিম এসে অবরোধকারীদের সরিয়ে দিতে চাইলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে। এ সময় ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়।
চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট সার্কেলের এএসপি জাহিদুল ইসলাম বলেন, ‘মহাসড়কে অবরোধের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং অবরোধকারীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ সময় অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করলে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ আত্মরক্ষার্থে টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে।’
সহকারী রিটার্নিং অফিসার ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান রোববার বিকেলে বলেন, ‘জাল ভোট দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বিভিন্ন ইউনিয়নের ৭টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। নির্বাচনের অনিয়ম তুলে তিন প্রার্থী বর্জন করেছে। এক স্বতন্ত্র প্রার্থীর অনুসারীরা মহাসড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সরিয়ে দেয়।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে