কুবি প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করতে আসার পথে আশরাফুল ইসলাম নাইম (১৮) নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর বাঁ পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক কামরুল হাসান মুন্সি এ তথ্য নিশ্চিত করেছেন।
কামরুল হাসান বলেন, গুলিটি আশরাফুল ইসলামের বাঁ পায়ের হাঁটুর নিচে লেগেছে। পায়ের হাড় ভেঙে গুলিটি ভেতরে রয়ে গেছে। এ মুহূর্তে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরীক্ষা–নিরীক্ষা শেষে পরবর্তী ধাপে পায়ে অপারেশন করা হবে।
সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে ময়নামতি জাদুঘরের সড়কে এ ঘটনা ঘটে বলে জানান আহত আশরাফুল ইসলাম। তিনি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী। তাঁর বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার মহেশপুর গ্রামে।
হাসপাতালে গিয়ে দেখা যায়, ক্যাজুয়ালটি বিভাগের একটি শয্যায় শুয়ে আছেন আশরাফুল। তাঁর চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট।
আশরাফুল ইসলাম জানান, আন্দোলনে যোগ দিতে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়মুখী সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ গুলির শব্দ শুনে দৌড় দেন। প্রথমে তিনি কিছুই বুঝতে পারেননি। পরে বাঁ পা অবশ হয়ে গেলে তিনি সড়কের পাশে পড়ে গিয়ে জ্ঞান হারান। জ্ঞান ফেরার পর দেখেন তাঁর সেলফোনটি নেই। এক পায়ে ভর দিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসেন।
এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, ‘আশরাফুলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি আমরা জেনেছি। তবে কে বা কারা গুলি করেছে, বিষয়টি এখনো স্পষ্ট নয়। তদন্ত চলছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করতে আসার পথে আশরাফুল ইসলাম নাইম (১৮) নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর বাঁ পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক কামরুল হাসান মুন্সি এ তথ্য নিশ্চিত করেছেন।
কামরুল হাসান বলেন, গুলিটি আশরাফুল ইসলামের বাঁ পায়ের হাঁটুর নিচে লেগেছে। পায়ের হাড় ভেঙে গুলিটি ভেতরে রয়ে গেছে। এ মুহূর্তে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরীক্ষা–নিরীক্ষা শেষে পরবর্তী ধাপে পায়ে অপারেশন করা হবে।
সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে ময়নামতি জাদুঘরের সড়কে এ ঘটনা ঘটে বলে জানান আহত আশরাফুল ইসলাম। তিনি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী। তাঁর বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার মহেশপুর গ্রামে।
হাসপাতালে গিয়ে দেখা যায়, ক্যাজুয়ালটি বিভাগের একটি শয্যায় শুয়ে আছেন আশরাফুল। তাঁর চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট।
আশরাফুল ইসলাম জানান, আন্দোলনে যোগ দিতে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়মুখী সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ গুলির শব্দ শুনে দৌড় দেন। প্রথমে তিনি কিছুই বুঝতে পারেননি। পরে বাঁ পা অবশ হয়ে গেলে তিনি সড়কের পাশে পড়ে গিয়ে জ্ঞান হারান। জ্ঞান ফেরার পর দেখেন তাঁর সেলফোনটি নেই। এক পায়ে ভর দিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসেন।
এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, ‘আশরাফুলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি আমরা জেনেছি। তবে কে বা কারা গুলি করেছে, বিষয়টি এখনো স্পষ্ট নয়। তদন্ত চলছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে