Ajker Patrika

কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২৪, ১৪: ৪০
কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

কুমিল্লার চৌদ্দগ্রামে যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার ভোরে কুমিল্লা সদর উপজেলার শাসনগাছা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আজ সোমবার দুপুরে নগরীর শাকতলা র‍্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান।

র‍্যাব জানায়, চৌদ্দগ্রামে যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ধরতে তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সোমবার ভোরে কুমিল্লা সদর উপজেলার শাসনগাছা এলাকা থেকে যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের একজন মো. খন্দকার মফিজুর রহমান (৫২)। তিনি চৌদ্দগ্রামের শিলরী গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। গ্রেপ্তার হওয়া অপর আসামি মো. রেজাউল করিম বাবলু (৪২)। তিনি চৌদ্দগ্রামের আলকরা এলাকার নজির আহম্মদের ছেলে।

উল্লেখ্য কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্বশত্রুতার জেরে যুবলীগ নেতা জামাল উদ্দিনকে হত্যার দায়ে গত রোববার নয়জনকে মৃত্যুদণ্ড ও নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, স্থানীয় আলকরা ইউপির ওই সময়কার চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন বাচ্চুর সঙ্গে আলকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল উদ্দিনের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে ২০১৬ সালের ৮ জানুয়ারি ইসমাইল হোসেন বাচ্চুর নেতৃত্বে তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত জামালের বড় বোন জোহরা আক্তার বাদী হয়ে মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত