চৌদ্দগ্রাম (কুমিল্লা) চট্টগ্রাম
আর মাত্র কয়েক দিন পরেই ঈদ। ঈদ সামনে রেখে চৌদ্দগ্রামে কেনাকাটা বেড়েই চলেছে। সকাল থেকে রাত পর্যন্ত বিপণিবিতানগুলোয় দেখা যাচ্ছে ক্রেতাদের ভিড়। ভিড়ের কারণে বাজারের গলিগুলোতে প্রবেশ করতে কষ্ট হচ্ছে সাধারণ মানুষের। ব্যবসায়ীরা আশা করছেন সামনের দিনগুলোতে আরও ভিড় বাড়বে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বাজারগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতাদের ভিড় বেড়েই চলেছে। নারী-পুরুষ মিলেমিশে বিপণি বিতান থেকে পছন্দের পোশাক কিনছেন। শুধু তাই নয়, ঈদ সামনে রেখে সেমাই, চিনি কেনারও ধুম লেগেছে।
চৌদ্দগ্রামে জন্তুর আলী শপিং কমপ্লেক্সের মাহবুব বস্ত্রবিতানের মালিক জানান, বিগত দুই বছর করোনার কারণে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে পছন্দের পোশাক কিনতে পারেননি। এখন দিনের চেয়ে রাতে ক্রেতাদের সংখ্যা বাড়ছে। এ ছাড়া কেনাকাটার পরিবেশও ভালো।
লাবণী নামে এক কলেজছাত্রী জানান, প্রতিদিন বিপণিবিতানগুলোতে ক্রেতাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এমনকি মার্কেটগুলোতে হাঁটাও যাচ্ছে না।
মিজান মার্কেটের বধূয়া কসমেটিকস দোকানের আবদুল জব্বার মজনু জানান, আগের বছরগুলোর তুলনায় এবার কসমেটিকস বিক্রি ভালো হচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই আছে। এতে করে ক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করছেন। আশা করছি বাকি দিনগুলোতে ভিড়ের পাশাপাশি বিক্রি বাড়বে।
ওই কসমেটিকস কিনতে আশা তরুণী সানজিদা জাহান জানান, ঈদের জন্য পছন্দের পোশাক কেনা হয়ে গেছে। এখন শুধু ঈদের দিনের সাজের জন্য কসমেটিকস আর কামিজের সঙ্গে রং মিলিয়ে চুড়িও কিনব।
মুদি দোকানদার মাহবুবুল হক পাটোয়ারী জানান, বিগত দুই বছর মানুষ করোনার কারণে তেমন কেনাকাটা করতে পারেনি। এতে আমরাও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আগে মানুষ ঈদের দুই-এক দিন আগে সেমাই-চিনি কিনত। আর এখন পনেরো রোজার পর থেকে সেমাই বিক্রি শুরু হয়েছে। বাজারে ক্রেতার সংখ্যাও ভালো।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, বাজারে ক্রেতাদের ভিড় দেখে ভালো লাগছে। ঈদের আগেই ঈদের আমেজ মনে হচ্ছে। ক্রেতারা যেন কেনাকাটা করে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
আর মাত্র কয়েক দিন পরেই ঈদ। ঈদ সামনে রেখে চৌদ্দগ্রামে কেনাকাটা বেড়েই চলেছে। সকাল থেকে রাত পর্যন্ত বিপণিবিতানগুলোয় দেখা যাচ্ছে ক্রেতাদের ভিড়। ভিড়ের কারণে বাজারের গলিগুলোতে প্রবেশ করতে কষ্ট হচ্ছে সাধারণ মানুষের। ব্যবসায়ীরা আশা করছেন সামনের দিনগুলোতে আরও ভিড় বাড়বে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বাজারগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতাদের ভিড় বেড়েই চলেছে। নারী-পুরুষ মিলেমিশে বিপণি বিতান থেকে পছন্দের পোশাক কিনছেন। শুধু তাই নয়, ঈদ সামনে রেখে সেমাই, চিনি কেনারও ধুম লেগেছে।
চৌদ্দগ্রামে জন্তুর আলী শপিং কমপ্লেক্সের মাহবুব বস্ত্রবিতানের মালিক জানান, বিগত দুই বছর করোনার কারণে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে পছন্দের পোশাক কিনতে পারেননি। এখন দিনের চেয়ে রাতে ক্রেতাদের সংখ্যা বাড়ছে। এ ছাড়া কেনাকাটার পরিবেশও ভালো।
লাবণী নামে এক কলেজছাত্রী জানান, প্রতিদিন বিপণিবিতানগুলোতে ক্রেতাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এমনকি মার্কেটগুলোতে হাঁটাও যাচ্ছে না।
মিজান মার্কেটের বধূয়া কসমেটিকস দোকানের আবদুল জব্বার মজনু জানান, আগের বছরগুলোর তুলনায় এবার কসমেটিকস বিক্রি ভালো হচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই আছে। এতে করে ক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করছেন। আশা করছি বাকি দিনগুলোতে ভিড়ের পাশাপাশি বিক্রি বাড়বে।
ওই কসমেটিকস কিনতে আশা তরুণী সানজিদা জাহান জানান, ঈদের জন্য পছন্দের পোশাক কেনা হয়ে গেছে। এখন শুধু ঈদের দিনের সাজের জন্য কসমেটিকস আর কামিজের সঙ্গে রং মিলিয়ে চুড়িও কিনব।
মুদি দোকানদার মাহবুবুল হক পাটোয়ারী জানান, বিগত দুই বছর মানুষ করোনার কারণে তেমন কেনাকাটা করতে পারেনি। এতে আমরাও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আগে মানুষ ঈদের দুই-এক দিন আগে সেমাই-চিনি কিনত। আর এখন পনেরো রোজার পর থেকে সেমাই বিক্রি শুরু হয়েছে। বাজারে ক্রেতার সংখ্যাও ভালো।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, বাজারে ক্রেতাদের ভিড় দেখে ভালো লাগছে। ঈদের আগেই ঈদের আমেজ মনে হচ্ছে। ক্রেতারা যেন কেনাকাটা করে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫