কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ছাত্র আন্দোলন চত্বরে তাদের বাধা দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের মারুফ শেখ এবং নারী শিক্ষার্থী একা তালুকদার হেনস্তার শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে।
আন্দোলনে আসা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েকজন শিক্ষার্থী মারধর ও হেনস্তার শিকার হয়েছেন। তাঁরা অভিযোগ করেন ১০ জনের অধিক শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহীর নেতৃত্বে আবু সাদাৎ মো. সায়েম ও ইকবাল খানসহ কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মী ছাত্র আন্দোলন চত্বর ও ব্লু ওয়াটার পার্কে রাস্তার মোড়ে হামলা চালায়। দুপুরের পর থেকে কোনো সিএনজিচালিত অটোরিকশা ক্যাম্পাস মুখে আসলে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা। আন্দোলনে যাচ্ছে বললে বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বললে ফেরত পাঠিয়ে দেন তাঁরা।
ভুক্তভোগী শিক্ষার্থী মারুফ শেখ বলেন, ‘আমি ক্যাম্পাসে যাচ্ছিলাম। সে সময় ছাত্র আন্দোলন চত্বরে আমার সিএনজিচালিত অটোরিকশা পৌঁছালে তাঁরা থামিয়ে দেন এবং সিএনজি থেকে বের করে এলোপাতাড়ি আমাকে মারতে শুরু করেন।’
সেখান অবস্থানরত ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে কথা বললে জানান, তাঁরা জামায়াত বা সরকারবিরোধী যারা আছে তাদের প্রতিহত করতে অবস্থান নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে উপস্থিত হয়ে কথা বলার একপর্যায়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে যেন হেনস্তা করা না হয়। আপনাদের কী কাজ সেটি আমরা জানি না, তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে জামায়াত–শিবিরের নেতা-কর্মীরা সেখানে বিশৃঙ্খলা করতে পারে। তাই কেন্দ্রের নির্দেশে সেখানে অবস্থান নিয়েছি, যেন কেউ বিশৃঙ্খলা করতে না পারে।’
কুবির সমন্বয়কদের মধ্যে অন্যতম মোহাম্মদ সাকিব হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মূল ফটকে একত্রিত হয়ে অবস্থান করছি। আমরা শুনেছি কয়েকজন শিক্ষার্থী হামলা ও হেনস্তার শিকার হয়েছেন। আমরা নির্দিষ্ট তথ্য এখনো পাইনি। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে ব্যবস্থা নেবে।’
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কুবিসহ কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান করছেন ৷
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ছাত্র আন্দোলন চত্বরে তাদের বাধা দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের মারুফ শেখ এবং নারী শিক্ষার্থী একা তালুকদার হেনস্তার শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে।
আন্দোলনে আসা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েকজন শিক্ষার্থী মারধর ও হেনস্তার শিকার হয়েছেন। তাঁরা অভিযোগ করেন ১০ জনের অধিক শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহীর নেতৃত্বে আবু সাদাৎ মো. সায়েম ও ইকবাল খানসহ কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মী ছাত্র আন্দোলন চত্বর ও ব্লু ওয়াটার পার্কে রাস্তার মোড়ে হামলা চালায়। দুপুরের পর থেকে কোনো সিএনজিচালিত অটোরিকশা ক্যাম্পাস মুখে আসলে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা। আন্দোলনে যাচ্ছে বললে বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বললে ফেরত পাঠিয়ে দেন তাঁরা।
ভুক্তভোগী শিক্ষার্থী মারুফ শেখ বলেন, ‘আমি ক্যাম্পাসে যাচ্ছিলাম। সে সময় ছাত্র আন্দোলন চত্বরে আমার সিএনজিচালিত অটোরিকশা পৌঁছালে তাঁরা থামিয়ে দেন এবং সিএনজি থেকে বের করে এলোপাতাড়ি আমাকে মারতে শুরু করেন।’
সেখান অবস্থানরত ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে কথা বললে জানান, তাঁরা জামায়াত বা সরকারবিরোধী যারা আছে তাদের প্রতিহত করতে অবস্থান নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে উপস্থিত হয়ে কথা বলার একপর্যায়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে যেন হেনস্তা করা না হয়। আপনাদের কী কাজ সেটি আমরা জানি না, তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে জামায়াত–শিবিরের নেতা-কর্মীরা সেখানে বিশৃঙ্খলা করতে পারে। তাই কেন্দ্রের নির্দেশে সেখানে অবস্থান নিয়েছি, যেন কেউ বিশৃঙ্খলা করতে না পারে।’
কুবির সমন্বয়কদের মধ্যে অন্যতম মোহাম্মদ সাকিব হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মূল ফটকে একত্রিত হয়ে অবস্থান করছি। আমরা শুনেছি কয়েকজন শিক্ষার্থী হামলা ও হেনস্তার শিকার হয়েছেন। আমরা নির্দিষ্ট তথ্য এখনো পাইনি। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে ব্যবস্থা নেবে।’
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কুবিসহ কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান করছেন ৷
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে