Ajker Patrika

মুরাদনগরে ধর্ষণের অভিযোগে মামলা, সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ায় গ্রেপ্তার চার

অনলাইন ডেস্ক
আপডেট : ২৯ জুন ২০২৫, ১২: ১১
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। কুমিল্লা পুলিশ সুপারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৬ জুন রাত ৮টার দিকে মুরাদনগরের রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে ধর্ষণের অভিযোগে ফজর আলী ফজর (৩৬) নামে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে মারধর করে। পরে ফজর আলী পালিয়ে গেলে ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কুমিল্লা সুপারের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবাদ পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনি ব্যবস্থা নিয়েছে। এ নিয়ে মুরাদনগর থানায় মামলা হয়েছে। মূল অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত