দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
অ্যাম্বুলেন্সে শুয়ে পরীক্ষা দেওয়া কুমিল্লার দাউদকান্দির সেই মো. শাকিল জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে উপজেলার ড. খন্দকার মোশারফ ফাউন্ডেশন কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয়। শাকিল দাউদকান্দির জিংলাতলী ইউনিয়নের জিংলাতলী গ্রামের শাহজালাল মিয়ার ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচনে দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নে নৌকা প্রতীকের পক্ষে কাজ করেন মো. শাকিল (২০)। ১ ডিসেম্বর প্রতিপক্ষ ঘোড়া প্রতীকের লোকজন একা পেয়ে শাকিলের ওপর হামলা চালায়। এতে তার দুই পা ভেঙে যায়। শাকিলকে উদ্ধার করে প্রথমে গৌরীপুর হাসপাতালে, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন কুমিল্লা ট্রমা সেন্টারে তার পায়ে অপারেশন করানো হয়। এ জন্য অ্যাম্বুলেন্সে শুয়ে থেকে এইচএসসির সব পরীক্ষা দেয় শাকিল।
এ বিষয়ে শাকিল বলেন, ভেবেছিলাম হয়তো আর বাঁচব না। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন বলে পরীক্ষায় অংশ নিতে পেরেছি। অনেক কষ্ট করে শুয়ে শুয়ে পরীক্ষা দিয়েছি। খাতায় লিখতে আমার অনেক কষ্ট হয়েছিল। আমার এই প্রতিকূল অবস্থা যারা পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন তাঁদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
শাকিলের মা তাজ মেহের বেগম আজকের পত্রিকা বলেন, আমার ছেলেকে এইচএসসি পরীক্ষার সুযোগ করে দেওয়া ও কৃতকার্য হওয়ার পেছনে যাদের অবদান রয়েছে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ড. খন্দকার মোশাররফ ফাউন্ডেশন কলেজের অধ্যাপক আব্দুর রহমান আজকের পত্রিকা বলেন, শাকিল আমাদের প্রতিষ্ঠানের মানবিক বিভাগের মেধাবী ছাত্র ছিল। নির্বাচন পরবর্তী সহিংসতায় শাকিলের দুটি পা ভেঙে যায়। পরীক্ষায় ওর অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। তাকে অসুস্থ শরীর নিয়ে প্রতিটি পরীক্ষা অ্যাম্বুলেন্সে শুয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়।
অধ্যাপক আরও বলেন, শাকিল মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হয়েছে। আমরা অনেক খুশি।
অ্যাম্বুলেন্সে শুয়ে পরীক্ষা দেওয়া কুমিল্লার দাউদকান্দির সেই মো. শাকিল জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে উপজেলার ড. খন্দকার মোশারফ ফাউন্ডেশন কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয়। শাকিল দাউদকান্দির জিংলাতলী ইউনিয়নের জিংলাতলী গ্রামের শাহজালাল মিয়ার ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচনে দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নে নৌকা প্রতীকের পক্ষে কাজ করেন মো. শাকিল (২০)। ১ ডিসেম্বর প্রতিপক্ষ ঘোড়া প্রতীকের লোকজন একা পেয়ে শাকিলের ওপর হামলা চালায়। এতে তার দুই পা ভেঙে যায়। শাকিলকে উদ্ধার করে প্রথমে গৌরীপুর হাসপাতালে, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন কুমিল্লা ট্রমা সেন্টারে তার পায়ে অপারেশন করানো হয়। এ জন্য অ্যাম্বুলেন্সে শুয়ে থেকে এইচএসসির সব পরীক্ষা দেয় শাকিল।
এ বিষয়ে শাকিল বলেন, ভেবেছিলাম হয়তো আর বাঁচব না। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন বলে পরীক্ষায় অংশ নিতে পেরেছি। অনেক কষ্ট করে শুয়ে শুয়ে পরীক্ষা দিয়েছি। খাতায় লিখতে আমার অনেক কষ্ট হয়েছিল। আমার এই প্রতিকূল অবস্থা যারা পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন তাঁদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
শাকিলের মা তাজ মেহের বেগম আজকের পত্রিকা বলেন, আমার ছেলেকে এইচএসসি পরীক্ষার সুযোগ করে দেওয়া ও কৃতকার্য হওয়ার পেছনে যাদের অবদান রয়েছে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ড. খন্দকার মোশাররফ ফাউন্ডেশন কলেজের অধ্যাপক আব্দুর রহমান আজকের পত্রিকা বলেন, শাকিল আমাদের প্রতিষ্ঠানের মানবিক বিভাগের মেধাবী ছাত্র ছিল। নির্বাচন পরবর্তী সহিংসতায় শাকিলের দুটি পা ভেঙে যায়। পরীক্ষায় ওর অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। তাকে অসুস্থ শরীর নিয়ে প্রতিটি পরীক্ষা অ্যাম্বুলেন্সে শুয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়।
অধ্যাপক আরও বলেন, শাকিল মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হয়েছে। আমরা অনেক খুশি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫