প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
সরকার ঘোষিত লকডাউনের তৃতীয় দিনে কক্সবাজারের উখিয়ার অবস্থা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশীদ।
আজ শনিবার দুপুরে কক্সবাজার শহর থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে উচ্চ পদস্থ কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর একটি গাড়িবহর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন উখিয়ার কুতুপালং বাজারে পৌঁছায়। সেখানে পৌঁছে উখিয়া উপজেলা ও রোহিঙ্গা ক্যাম্পে চলমান লকডাউনের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি।
এ সময় জেলা প্রশাসক বলেন, জেলা ব্যাপী লকডাউন বাস্তবায়নে সবার সমন্বিত উদ্যোগে কঠোর কর্ম তৎপরতা অব্যাহত আছে। সরকারের নির্দেশনা অনুযায়ী তা চলমান থাকবে।
৩২টি ভ্রাম্যমাণ আদালত জেলাজুড়ে কাজ করছে জানিয়ে জেলা প্রশাসক আরও বলেন, বিধিনিষেধ অমান্য করায় গতকাল দ্বিতীয় দিনে জেলাজুড়ে ২১৪ মামলায় ২১৮ জন ও প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৮৬ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে। এর আগে প্রথম দিন বৃহস্পতিবার ১৬১ মামলায় ১৭২ জনের কাছ থেকে ৯১,৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
সেনাবাহিনীর দশ পদাতিক ডিভিশনের মেজর মোহাম্মদ আরিফ আহমেদ ও কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন।
মেজর আরিফ বলেন, সেনাবাহিনীর দশ পদাতিক ডিভিশন সর্বাত্মক তৎপরতা চালিয়ে যাচ্ছে। জনগণের মাঝে সচেতনতা তৈরি করে লকডাউন সার্থক করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।
পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, করোনা সংক্রমণ রোধকল্পে সরকার কর্তৃক ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সরকারি অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে জেলা পুলিশ। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে তল্লাশি চৌকি।
রোহিঙ্গা ক্যাম্পের লকডাউন পরিস্থিতি সম্পর্কে পুলিশ সুপার বলেন, ক্যাম্পের আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এপিবিএন এর তিনটি ইউনিট কাজ করছে। ক্যাম্পে থেকে বাইরে আসা রোহিঙ্গাদের অনেক ক্ষেত্রে আটক করা হচ্ছে, পাশাপাশি সতর্ক করে ট্রানজিট ক্যাম্পে পাঠানো হচ্ছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদসহ জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাবসহ আইনশৃঙ্খলাবাহিনীর কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে সকাল থেকেই উপজেলার প্রধান সড়কগুলোতে ছিল সীমিত সংখ্যক যান চলাচল, জনসাধারণের উপস্থিতি ছিল কম। কাঁচাবাজার, মুদি ও ওষুধের দোকান খোলা থাকলেও খোলেনি অন্য দোকান পাট, বিপণিবিতান।
সরকার ঘোষিত লকডাউনের তৃতীয় দিনে কক্সবাজারের উখিয়ার অবস্থা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশীদ।
আজ শনিবার দুপুরে কক্সবাজার শহর থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে উচ্চ পদস্থ কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর একটি গাড়িবহর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন উখিয়ার কুতুপালং বাজারে পৌঁছায়। সেখানে পৌঁছে উখিয়া উপজেলা ও রোহিঙ্গা ক্যাম্পে চলমান লকডাউনের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি।
এ সময় জেলা প্রশাসক বলেন, জেলা ব্যাপী লকডাউন বাস্তবায়নে সবার সমন্বিত উদ্যোগে কঠোর কর্ম তৎপরতা অব্যাহত আছে। সরকারের নির্দেশনা অনুযায়ী তা চলমান থাকবে।
৩২টি ভ্রাম্যমাণ আদালত জেলাজুড়ে কাজ করছে জানিয়ে জেলা প্রশাসক আরও বলেন, বিধিনিষেধ অমান্য করায় গতকাল দ্বিতীয় দিনে জেলাজুড়ে ২১৪ মামলায় ২১৮ জন ও প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৮৬ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে। এর আগে প্রথম দিন বৃহস্পতিবার ১৬১ মামলায় ১৭২ জনের কাছ থেকে ৯১,৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
সেনাবাহিনীর দশ পদাতিক ডিভিশনের মেজর মোহাম্মদ আরিফ আহমেদ ও কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন।
মেজর আরিফ বলেন, সেনাবাহিনীর দশ পদাতিক ডিভিশন সর্বাত্মক তৎপরতা চালিয়ে যাচ্ছে। জনগণের মাঝে সচেতনতা তৈরি করে লকডাউন সার্থক করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।
পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, করোনা সংক্রমণ রোধকল্পে সরকার কর্তৃক ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সরকারি অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে জেলা পুলিশ। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে তল্লাশি চৌকি।
রোহিঙ্গা ক্যাম্পের লকডাউন পরিস্থিতি সম্পর্কে পুলিশ সুপার বলেন, ক্যাম্পের আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এপিবিএন এর তিনটি ইউনিট কাজ করছে। ক্যাম্পে থেকে বাইরে আসা রোহিঙ্গাদের অনেক ক্ষেত্রে আটক করা হচ্ছে, পাশাপাশি সতর্ক করে ট্রানজিট ক্যাম্পে পাঠানো হচ্ছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদসহ জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাবসহ আইনশৃঙ্খলাবাহিনীর কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে সকাল থেকেই উপজেলার প্রধান সড়কগুলোতে ছিল সীমিত সংখ্যক যান চলাচল, জনসাধারণের উপস্থিতি ছিল কম। কাঁচাবাজার, মুদি ও ওষুধের দোকান খোলা থাকলেও খোলেনি অন্য দোকান পাট, বিপণিবিতান।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫