কক্সবাজার প্রতিনিধি
‘তাঁকে ওপরের নির্দেশে মেরে ফেলা হচ্ছে, কেউ তাকে বাঁচাতে আসবে না’—এভাবেই প্রকাশ্যে ঘোষণা দিয়ে মোর্শেদ আলীকে (৩৮) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। গত বৃহস্পতিবার কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের চেরাংঘর বাজারে দুর্বৃত্তরা মোর্শেদ আলীকে হত্যা করে। এ ঘটনায় শনিবার রাতে মামলা দায়ের করা হয়েছে।
মামলার নথি ও পুলিশ সূত্র থেকে জানা গেছে, কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে একটি সেচ প্রকল্পের বিরোধ নিয়ে মোর্শেদ আলীকে হত্যা করা হয়। নিহতের ভাই জাহেদ আলী বাদী হয়ে পিএমখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল মালেক, মাহমুদুল হক, চেরাংঘর বাজার কমিটির সভাপতি দিদারুল ইসলামসহ ২৬ জনের নাম উল্লেখ ছাড়াও মামলায় ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ অভিযুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন—চেরাংঘর বাজার কমিটির সভাপতি দিদারুল ইসলাম, মামলার অন্যতম অভিযুক্ত মাহমুদুল হকের দুই ভাগনে জাহেদুল ইসলাম ও মো. ইয়াছিন। গত শুক্রবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে পিএমখালীর চেরাংঘর বাজারে ইফতারি কিনতে যায় মোর্শেদ আলী। এ সময় অভিযুক্তরা মোর্শেদকে রাস্তায় ফেলে লাঠি ও হাতুড়ি দিয়ে পেটায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। তাঁকে হত্যার করার সময় সিরাজুল মোস্তফা উপস্থিত লোকজনদের উদ্দেশ্য বলেন, ‘তাঁকে মেরে ফেলার জন্য ওপরের নির্দেশ রয়েছে। কেউ কাছে আসবে না।’
এদিকে, মোর্শেদকে হত্যা করার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিও থেকে দেখা যায়, ঘটনাস্থলে শতাধিক মানুষের জটলা। কিন্তু সিরাজুল মোস্তফার ঘোষণার পর কেউই মোর্শেদ আলীকে রক্ষায় এগিয়ে আসেনি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস আজকের পত্রিকাকে বলেন, ‘সেচ প্রকল্পের বিরোধেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’
পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে আওয়ামী লীগ নেতা সিরাজুল মোস্তফা, আবদুল মালেক, মাহমুদুল হকসহ অন্যান্য আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছে।
মামলার বাদী ও নিহতের ভাই জাহেদ আলী জানান, সেচ প্রকল্পের নিয়ন্ত্রণের জন্য আসামিরা পরিকল্পিতভাবে তাঁর ভাইকে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফার নির্দেশে আওয়ামী লীগ নেতা আবদুল মালেক, মাহমুদুল হক, জয়নাল আবেদীন, কলিম উল্লাহসহ ৩৫ থেকে ৪০ জন তাঁর ভাইয়ের হত্যাকাণ্ডে অংশ নেয়।
জাহেদ আলী আরও জানান, ইফতারি কিনতে মোর্শেদ আলী চেরাংঘর বাজারে যান। রোজায় ক্লান্ত মোর্শেদের উপর যখন হামলা শুরু হয়, তখন হামলাকারীদের উদ্দেশে মোর্শেদ বারবার বলছিলেন, সারা দিন রোজায় তিনি খুব ক্লান্ত, মারলে যেন ইফতারের পরে মারেন। কিন্তু তাতেও তাঁদের মন গলেনি। ইফতারের আগমুহূর্তে বর্বরভাবে পিটিয়ে ও কুপিয়ে তাঁকে হত্যা করা হয়।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, ‘এ ঘটনায় জড়িত আওয়ামী লীগের নেতা-কর্মীদের কেউই রক্ষা পাবে না। তাঁদের দ্রুত আইনের আওতায় আনা হবে। সন্ত্রাসী, ভূমিদস্যু, চাঁদাবাজদের জায়গা আওয়ামী লীগে নেই। অভিযুক্তদের দল থেকে বহিষ্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
‘তাঁকে ওপরের নির্দেশে মেরে ফেলা হচ্ছে, কেউ তাকে বাঁচাতে আসবে না’—এভাবেই প্রকাশ্যে ঘোষণা দিয়ে মোর্শেদ আলীকে (৩৮) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। গত বৃহস্পতিবার কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের চেরাংঘর বাজারে দুর্বৃত্তরা মোর্শেদ আলীকে হত্যা করে। এ ঘটনায় শনিবার রাতে মামলা দায়ের করা হয়েছে।
মামলার নথি ও পুলিশ সূত্র থেকে জানা গেছে, কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে একটি সেচ প্রকল্পের বিরোধ নিয়ে মোর্শেদ আলীকে হত্যা করা হয়। নিহতের ভাই জাহেদ আলী বাদী হয়ে পিএমখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল মালেক, মাহমুদুল হক, চেরাংঘর বাজার কমিটির সভাপতি দিদারুল ইসলামসহ ২৬ জনের নাম উল্লেখ ছাড়াও মামলায় ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ অভিযুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন—চেরাংঘর বাজার কমিটির সভাপতি দিদারুল ইসলাম, মামলার অন্যতম অভিযুক্ত মাহমুদুল হকের দুই ভাগনে জাহেদুল ইসলাম ও মো. ইয়াছিন। গত শুক্রবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে পিএমখালীর চেরাংঘর বাজারে ইফতারি কিনতে যায় মোর্শেদ আলী। এ সময় অভিযুক্তরা মোর্শেদকে রাস্তায় ফেলে লাঠি ও হাতুড়ি দিয়ে পেটায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। তাঁকে হত্যার করার সময় সিরাজুল মোস্তফা উপস্থিত লোকজনদের উদ্দেশ্য বলেন, ‘তাঁকে মেরে ফেলার জন্য ওপরের নির্দেশ রয়েছে। কেউ কাছে আসবে না।’
এদিকে, মোর্শেদকে হত্যা করার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিও থেকে দেখা যায়, ঘটনাস্থলে শতাধিক মানুষের জটলা। কিন্তু সিরাজুল মোস্তফার ঘোষণার পর কেউই মোর্শেদ আলীকে রক্ষায় এগিয়ে আসেনি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস আজকের পত্রিকাকে বলেন, ‘সেচ প্রকল্পের বিরোধেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’
পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে আওয়ামী লীগ নেতা সিরাজুল মোস্তফা, আবদুল মালেক, মাহমুদুল হকসহ অন্যান্য আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছে।
মামলার বাদী ও নিহতের ভাই জাহেদ আলী জানান, সেচ প্রকল্পের নিয়ন্ত্রণের জন্য আসামিরা পরিকল্পিতভাবে তাঁর ভাইকে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফার নির্দেশে আওয়ামী লীগ নেতা আবদুল মালেক, মাহমুদুল হক, জয়নাল আবেদীন, কলিম উল্লাহসহ ৩৫ থেকে ৪০ জন তাঁর ভাইয়ের হত্যাকাণ্ডে অংশ নেয়।
জাহেদ আলী আরও জানান, ইফতারি কিনতে মোর্শেদ আলী চেরাংঘর বাজারে যান। রোজায় ক্লান্ত মোর্শেদের উপর যখন হামলা শুরু হয়, তখন হামলাকারীদের উদ্দেশে মোর্শেদ বারবার বলছিলেন, সারা দিন রোজায় তিনি খুব ক্লান্ত, মারলে যেন ইফতারের পরে মারেন। কিন্তু তাতেও তাঁদের মন গলেনি। ইফতারের আগমুহূর্তে বর্বরভাবে পিটিয়ে ও কুপিয়ে তাঁকে হত্যা করা হয়।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, ‘এ ঘটনায় জড়িত আওয়ামী লীগের নেতা-কর্মীদের কেউই রক্ষা পাবে না। তাঁদের দ্রুত আইনের আওতায় আনা হবে। সন্ত্রাসী, ভূমিদস্যু, চাঁদাবাজদের জায়গা আওয়ামী লীগে নেই। অভিযুক্তদের দল থেকে বহিষ্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫