Ajker Patrika

বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়ে গাড়িচাপায় ৪ ভাইয়ের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২০: ২৮
বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়ে গাড়িচাপায় ৪ ভাইয়ের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাবার অন্ত্যেষ্টিক্রিয়া পালন করতে গিয়ে গাড়িচাপায় চার ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও চার ভাই ও এক বোন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোরে কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় পিকআপের ধাক্কায় চার ভাই নিহত হন। 

নিহতরা উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং গ্রামের সুরেশ চন্দ্রের সন্তান। 

সড়ক দুর্ঘটনার নিহতরা হলেন অনুপম (৪৬), দীপক (৩৫), চম্পক (৩০) ও নিরুপম (৪০)। আর আহতরা হলেন প্লাবন , রক্তিম , স্মরণ ও হীরা । আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুনেন্দু জানান, ১০ দিন আগে তাঁদের বাবা সুরেশ চন্দ্র মারা যান। আজ তাঁরা বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার অংশ হিসেবে পূজা করতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গনি এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত