কক্সবাজার প্রতিনিধি
ঈদ উপলক্ষে আশ্রয় শিবির থেকে বাইরে বেড়াতে বের হয়ে সাড়ে ৪ শতাধিক রোহিঙ্গা আটক হয়েছেন। আজ কক্সবাজার সমুদ্রসৈকত ও বিভিন্ন পর্যটন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁদের আটক করে।
এই রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবির থেকে ঘুরতে বের হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ঈদের টানা ছুটিতে কক্সবাজার এখন পর্যটকে ভরপুর। আজ বুধবার সকাল থেকে সৈকতের লাবনী, সুগন্ধা ও কলাতলীসহ বিভিন্ন পয়েন্টে লাখো পর্যটকের সমাগম ঘটেছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সৈকতের বিভিন্ন স্পটে রোহিঙ্গাদের দলবদ্ধ হয়ে ঘোরাঘুরি করার খবর পেয়ে দুপুর থেকে পুলিশ একাধিক টিমে বিভক্ত হয়ে অভিযান চালায়। সৈকতের লাবনী সুগন্ধা কলাতলীসহ বিভিন্ন পয়েন্ট থেকে সন্ধ্যা পর্যন্ত সাড়ে ৪ শতাধিক রোহিঙ্গাকে আটক করে সদর থানায় নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে নারী ও শিশু এবং প্রাপ্তবয়স্ক রোহিঙ্গা রয়েছেন। তাঁরা বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসেছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘এমনিতেই কক্সবাজারে বিপুলসংখ্যক পর্যটক এসেছে। তাঁদের নিরাপত্তার একটা বিষয় রয়েছে। ক্যাম্প থেকে বিপুলসংখ্যক রোহিঙ্গা সৈকতে এসে ঘোরাফেরা করলে সৈকতে আসা পর্যটকদের মনে ভীতির সৃষ্টি হতে পারে। ক্যাম্প থেকে এভাবে রোহিঙ্গারা বের হতে পারে না।’
আটক রোহিঙ্গাদের ব্যাপারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অফিসের কর্মকর্তাদের জানানো হয়েছে। তাঁরা কোন কোন ক্যাম্প থেকে বের হয়েছেন তা যাচাই বাছাই করা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম।
এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘আটক রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে পাঠানোর চিন্তাভাবনা চলছে।’
ঈদ উপলক্ষে আশ্রয় শিবির থেকে বাইরে বেড়াতে বের হয়ে সাড়ে ৪ শতাধিক রোহিঙ্গা আটক হয়েছেন। আজ কক্সবাজার সমুদ্রসৈকত ও বিভিন্ন পর্যটন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁদের আটক করে।
এই রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবির থেকে ঘুরতে বের হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ঈদের টানা ছুটিতে কক্সবাজার এখন পর্যটকে ভরপুর। আজ বুধবার সকাল থেকে সৈকতের লাবনী, সুগন্ধা ও কলাতলীসহ বিভিন্ন পয়েন্টে লাখো পর্যটকের সমাগম ঘটেছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সৈকতের বিভিন্ন স্পটে রোহিঙ্গাদের দলবদ্ধ হয়ে ঘোরাঘুরি করার খবর পেয়ে দুপুর থেকে পুলিশ একাধিক টিমে বিভক্ত হয়ে অভিযান চালায়। সৈকতের লাবনী সুগন্ধা কলাতলীসহ বিভিন্ন পয়েন্ট থেকে সন্ধ্যা পর্যন্ত সাড়ে ৪ শতাধিক রোহিঙ্গাকে আটক করে সদর থানায় নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে নারী ও শিশু এবং প্রাপ্তবয়স্ক রোহিঙ্গা রয়েছেন। তাঁরা বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসেছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘এমনিতেই কক্সবাজারে বিপুলসংখ্যক পর্যটক এসেছে। তাঁদের নিরাপত্তার একটা বিষয় রয়েছে। ক্যাম্প থেকে বিপুলসংখ্যক রোহিঙ্গা সৈকতে এসে ঘোরাফেরা করলে সৈকতে আসা পর্যটকদের মনে ভীতির সৃষ্টি হতে পারে। ক্যাম্প থেকে এভাবে রোহিঙ্গারা বের হতে পারে না।’
আটক রোহিঙ্গাদের ব্যাপারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অফিসের কর্মকর্তাদের জানানো হয়েছে। তাঁরা কোন কোন ক্যাম্প থেকে বের হয়েছেন তা যাচাই বাছাই করা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম।
এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘আটক রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে পাঠানোর চিন্তাভাবনা চলছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫