চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় এক সঙ্গে ছয় ভাই নিহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। সরকারের পক্ষ থেকে হাজার কোটি টাকা অনুদান দিলেও ছয় সন্তানকে ফিরিয়ে দেওয়া সম্ভব না। স্বজন হারানোর বেদনা কেমন, তা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন এবং বোঝেন। তিনি এ ঘটনার পর থেকে প্রতি মুহূর্তে খবর নিয়েছেন।
কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারার মালুমঘাট হাসিনাপাড়া গ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও অনুদানের চেক হস্তান্তরের সময় ধর্মপ্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ধর্মপ্রতিমন্ত্রী বলেন, ‘সরকার এরই মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জমিসহ বাড়ির তৈরির ব্যবস্থার কাজ করছেন। দুর্ঘটনায় বেঁচে ফেরা মৃত সুরেশ চন্দ্র সুশীলের সন্তান প্লাবন সুশীল ও নিহত ছয় ভাইয়ের স্ত্রীদের যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করা হবে।’
এর আগে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সকাল ১১টায় কক্সবাজার থেকে সড়কপথে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটে হাসিনা পাড়ার প্রয়াত সুরেশ চন্দ্র সুশীলের বাড়িতে পৌঁছান। পিকআপ চাপায় নিহত ছয় ভাইয়ের মা, তাঁদের পরিবার ও স্বজনদের খোঁজখবর নেন ও সমবেদনা জানান। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫০ হাজার করে ৯ পরিবারকে সাড়ে ৪ লাখ টাকার চেক হস্তান্তর করেন। এ সময় চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলমের স্ত্রী শাহেদা জাফর পরিবারের কাছে নগদ এক লাখ টাকা তুলে দেন।
ছয় সন্তান হারানো মা মৃণালিনী সুশীল মানু কান্নাজনিত কণ্ঠে প্রতিমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে বলেন, ‘আমি কী এ হত্যাকাণ্ডের বিচার পাব? আমার কিছুই চাওয়ার নেই। আমি জীবিত থাকতে যেন আমার ছয় সন্তানের হত্যার বিচার নিজ চোখে দেখে যেতে পারি।’
মৃণালিনীর প্রশ্নের উত্তরে ধর্মপ্রতিমন্ত্রী বলেন, ‘এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী পিকআপ ভ্যানে চালক ও মালিককে গ্রেপ্তার করেছে। গাড়িটিও জব্দ আছে। আশা করছি, এ ঘটনার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার হবে।’
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি সাবেক স্বাস্থ্য পরিদর্শক সুরেশ চন্দ্র সুশীলের শ্রাদ্ধানুষ্ঠান শেষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটের নার্সারি গেট এলাকায় পিকআপ ভ্যান চাপায় নিহত হন ছয় ভাই অনুপম সুশীল, নিরুপম সুশীল, স্মরণ সুশীল, দিপক সুশীল, চম্পক সুশীল ও রক্তিম সুশীল। এতে গুরুতর আহত বোন হীরা সুশীল। তাঁর মধ্যে প্লাবন সুশীল সুস্থ হলেও মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। বোন হীরা সুশীল এখনো মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় এক সঙ্গে ছয় ভাই নিহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। সরকারের পক্ষ থেকে হাজার কোটি টাকা অনুদান দিলেও ছয় সন্তানকে ফিরিয়ে দেওয়া সম্ভব না। স্বজন হারানোর বেদনা কেমন, তা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন এবং বোঝেন। তিনি এ ঘটনার পর থেকে প্রতি মুহূর্তে খবর নিয়েছেন।
কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারার মালুমঘাট হাসিনাপাড়া গ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও অনুদানের চেক হস্তান্তরের সময় ধর্মপ্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ধর্মপ্রতিমন্ত্রী বলেন, ‘সরকার এরই মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জমিসহ বাড়ির তৈরির ব্যবস্থার কাজ করছেন। দুর্ঘটনায় বেঁচে ফেরা মৃত সুরেশ চন্দ্র সুশীলের সন্তান প্লাবন সুশীল ও নিহত ছয় ভাইয়ের স্ত্রীদের যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করা হবে।’
এর আগে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সকাল ১১টায় কক্সবাজার থেকে সড়কপথে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটে হাসিনা পাড়ার প্রয়াত সুরেশ চন্দ্র সুশীলের বাড়িতে পৌঁছান। পিকআপ চাপায় নিহত ছয় ভাইয়ের মা, তাঁদের পরিবার ও স্বজনদের খোঁজখবর নেন ও সমবেদনা জানান। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫০ হাজার করে ৯ পরিবারকে সাড়ে ৪ লাখ টাকার চেক হস্তান্তর করেন। এ সময় চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলমের স্ত্রী শাহেদা জাফর পরিবারের কাছে নগদ এক লাখ টাকা তুলে দেন।
ছয় সন্তান হারানো মা মৃণালিনী সুশীল মানু কান্নাজনিত কণ্ঠে প্রতিমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে বলেন, ‘আমি কী এ হত্যাকাণ্ডের বিচার পাব? আমার কিছুই চাওয়ার নেই। আমি জীবিত থাকতে যেন আমার ছয় সন্তানের হত্যার বিচার নিজ চোখে দেখে যেতে পারি।’
মৃণালিনীর প্রশ্নের উত্তরে ধর্মপ্রতিমন্ত্রী বলেন, ‘এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী পিকআপ ভ্যানে চালক ও মালিককে গ্রেপ্তার করেছে। গাড়িটিও জব্দ আছে। আশা করছি, এ ঘটনার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার হবে।’
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি সাবেক স্বাস্থ্য পরিদর্শক সুরেশ চন্দ্র সুশীলের শ্রাদ্ধানুষ্ঠান শেষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটের নার্সারি গেট এলাকায় পিকআপ ভ্যান চাপায় নিহত হন ছয় ভাই অনুপম সুশীল, নিরুপম সুশীল, স্মরণ সুশীল, দিপক সুশীল, চম্পক সুশীল ও রক্তিম সুশীল। এতে গুরুতর আহত বোন হীরা সুশীল। তাঁর মধ্যে প্লাবন সুশীল সুস্থ হলেও মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। বোন হীরা সুশীল এখনো মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫