কক্সবাজার প্রতিনিধি
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে মূল স্লোগান ছিল বৈষম্য দূর করা। প্রাথমিক শিক্ষাকে উন্নত করা গেলে তা সামাজিক বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
আজ শনিবার বিকেলে কক্সবাজার প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) ‘প্রজেক্ট অ্যাকটিভিটিস অ্যান্ড স্কুল ফিডিং প্রোগ্রাম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।
প্রাথমিকে শিক্ষায় ঝরে পড়া রোধে এবং শিশুদের পুষ্টি নিশ্চিত করতে স্কুল ফিডিং প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হয়েছে উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাকে উন্নত করা গেলে তা সামগ্রিকভাবে দেশের জাতীয় উন্নয়নকে সাহায্য করে। সেই জন্য প্রাথমিক শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. সামশুজ্জামান ও বিশ্বব্যাংকের প্রতিনিধি সৈয়দ রাশেদ আল-জায়েদ জোস।
সেমিনারে জানানো হয়, প্রাথমিকভাবে কক্সবাজার এবং বান্দরবান জেলার সরকারি স্কুলগুলোতে এ স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ সময় দুই জেলার সদর ও অন্য উপজেলার শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
স্কুল ফিডিং প্রকল্পের জন্য প্রাথমিকভাবে সারা দেশের ১৫০টি প্রাথমিক বিদ্যালয় বাছাই করা হয়েছে। এ ছাড়া আগের খাদ্যতালিকা পরিবর্তন করে নতুন প্রকল্পে বিভিন্ন ধরনের ফল রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সপ্তাহের পাঁচ দিন বিভিন্ন খাদ্যতালিকা দেওয়া হবে বলেও সভায় জানানো হয়।
এর আগে সকালে উপদেষ্টা কক্সবাজার লিডারশিপ ট্রেনিং সেন্টারের স্কিলফো পাইলট প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শন করেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে মূল স্লোগান ছিল বৈষম্য দূর করা। প্রাথমিক শিক্ষাকে উন্নত করা গেলে তা সামাজিক বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
আজ শনিবার বিকেলে কক্সবাজার প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) ‘প্রজেক্ট অ্যাকটিভিটিস অ্যান্ড স্কুল ফিডিং প্রোগ্রাম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।
প্রাথমিকে শিক্ষায় ঝরে পড়া রোধে এবং শিশুদের পুষ্টি নিশ্চিত করতে স্কুল ফিডিং প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হয়েছে উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাকে উন্নত করা গেলে তা সামগ্রিকভাবে দেশের জাতীয় উন্নয়নকে সাহায্য করে। সেই জন্য প্রাথমিক শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. সামশুজ্জামান ও বিশ্বব্যাংকের প্রতিনিধি সৈয়দ রাশেদ আল-জায়েদ জোস।
সেমিনারে জানানো হয়, প্রাথমিকভাবে কক্সবাজার এবং বান্দরবান জেলার সরকারি স্কুলগুলোতে এ স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ সময় দুই জেলার সদর ও অন্য উপজেলার শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
স্কুল ফিডিং প্রকল্পের জন্য প্রাথমিকভাবে সারা দেশের ১৫০টি প্রাথমিক বিদ্যালয় বাছাই করা হয়েছে। এ ছাড়া আগের খাদ্যতালিকা পরিবর্তন করে নতুন প্রকল্পে বিভিন্ন ধরনের ফল রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সপ্তাহের পাঁচ দিন বিভিন্ন খাদ্যতালিকা দেওয়া হবে বলেও সভায় জানানো হয়।
এর আগে সকালে উপদেষ্টা কক্সবাজার লিডারশিপ ট্রেনিং সেন্টারের স্কিলফো পাইলট প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শন করেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে