শিপ্ত বড়ুয়া, রামু (কক্সবাজার)
কক্সবাজার জেলার রামু উপজেলায় ১৯৮০ সালে রামু উপজেলা পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়। সে সময় উপজেলার মানুষদের জ্ঞান চর্চার একমাত্র প্রতিষ্ঠান ছিল লাইব্রেরিটি। কিন্তু বর্তমানে বয়সের ভারে যেন নুইয়ে পড়েছে রামু পাবলিক লাইব্রেরি।
প্রথমদিকে রামু থানা ছিল, ১৯৮৩ সালে এসে রামু থানাকে রামু উপজেলা করা হয়। উপজেলা গঠনের আগে প্রতিষ্ঠা হয়েছিল রামু পাবলিক লাইব্রেরিটি। প্রায় চল্লিশ বছরেরও পুরোনো ঐতিহাসিক এই লাইব্রেরিটি বর্তমানে বন্ধ হয়ে পড়ে আছে। বিগত তিন বছর ধরে এটি বন্ধ।
একসময় এখানে রামু উপজেলার সর্বস্তরের পাঠকের সরব উপস্থিতি থাকলেও এখন কেউ চাইলেও এখানে আসতে পারেন না।
গতকাল বৃহস্পতিবার শহীদ মিনারের সামনে অবস্থিত এই পাবলিক লাইব্রেরিতে সরেজমিনে দেখা যায়, লাইব্রেরিতে তালা ঝুলছে। লাইব্রেরির সামনে পরিত্যক্ত একটি গাড়ি ফেলে রাখা হয়েছে।
কেন বন্ধ হয়ে গেছে রামুর ঐতিহাসিক এবং জ্ঞান আহরণের একমাত্র এই পাবলিক লাইব্রেরিটি এমন প্রশ্নের জবাবে রামু কলেজের প্রভাষক মুজিবুল হক বলেন, ‘এমন প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন এবং ভারী। তবুও বলতে হয় বন্ধ হওয়ার মূল কারণ সঠিক পৃষ্ঠপোষকতার অভাব। একসময় লাইব্রেরির সঙ্গে লাগানো দুটি দোকানের ভাড়া নিয়ে আমরা লাইব্রেরির বিবিধ খরচ মেটাতাম এবং এখানে যে লাইব্রেরিয়ান ছিল তার বেতন দিতাম। অনেক আগে থেকে তা আমরা আর পাচ্ছি না।’
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা জানান, পাবলিক লাইব্রেরি বন্ধ হয়ে যাওয়া খুবই কষ্টের। অতি শিগগিরই সংগঠকদের সঙ্গে নিয়ে এই লাইব্রেরিটি চালু করার উদ্যোগ নেওয়া হবে।
রামু পাবলিক লাইব্রেরির আরেক সংগঠক ও হাজী এম. এ কালাম সরকারি কলেজের অধ্যাপক নীলোৎপল বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা প্রশাসন এবং রামুর সুশীল সমাজ একটু সুদৃষ্টি দিলেই আবারও প্রাণ ফিরে পাবে এই পাবলিক লাইব্রেরিটি। আমাদের এমন একটা গুরুত্বপূর্ণ সম্পদ চোখের সামনে ধ্বংস হতে দেওয়া যায় না। আমি উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গদের কাছে অনুরোধ করব এই লাইব্রেরি যেন চালু করা হয়।’
অর্পিতা শর্মা রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি দেশের একটি স্বনামধন্য মেডিকেল কলেজের শিক্ষার্থী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘যখন দশম শ্রেণিতে পড়তাম প্রতিদিন বিকেল বেলা একবার রামু উপজেলা পাবলিক লাইব্রেরিতে যেতাম। বই ধার নেওয়ার সুযোগ ছিল। সময়ের পালাক্রমে চোখের সামনে এই লাইব্রেরিটি বন্ধ হয়ে গেল। এমন সচল লাইব্রেরির বন্ধ চেহারা দেখতে খুব কষ্ট লাগে।’
রামুর বিশিষ্টজন ও সাহিত্য অনুরাগী ব্যক্তিবর্গের প্রাণের দাবি আবারও সচল হোক রামু উপজেলা পাবলিক লাইব্রেরিটি। আবারও যাতে সবাই এক জায়গায় বসে সাহিত্য আড্ডা, সমালোচনা ও বইয়ের ভাঁজে হারিয়ে যেতে পারেন। এমন গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠানটি চালু হবে কিনা এবং যথাযথ কর্তৃপক্ষ এ নিয়ে উদ্যোগ গ্রহণ করবে কিনা তা দেখার বিষয় বলছেন সংশ্লিষ্টরা।
কক্সবাজার জেলার রামু উপজেলায় ১৯৮০ সালে রামু উপজেলা পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়। সে সময় উপজেলার মানুষদের জ্ঞান চর্চার একমাত্র প্রতিষ্ঠান ছিল লাইব্রেরিটি। কিন্তু বর্তমানে বয়সের ভারে যেন নুইয়ে পড়েছে রামু পাবলিক লাইব্রেরি।
প্রথমদিকে রামু থানা ছিল, ১৯৮৩ সালে এসে রামু থানাকে রামু উপজেলা করা হয়। উপজেলা গঠনের আগে প্রতিষ্ঠা হয়েছিল রামু পাবলিক লাইব্রেরিটি। প্রায় চল্লিশ বছরেরও পুরোনো ঐতিহাসিক এই লাইব্রেরিটি বর্তমানে বন্ধ হয়ে পড়ে আছে। বিগত তিন বছর ধরে এটি বন্ধ।
একসময় এখানে রামু উপজেলার সর্বস্তরের পাঠকের সরব উপস্থিতি থাকলেও এখন কেউ চাইলেও এখানে আসতে পারেন না।
গতকাল বৃহস্পতিবার শহীদ মিনারের সামনে অবস্থিত এই পাবলিক লাইব্রেরিতে সরেজমিনে দেখা যায়, লাইব্রেরিতে তালা ঝুলছে। লাইব্রেরির সামনে পরিত্যক্ত একটি গাড়ি ফেলে রাখা হয়েছে।
কেন বন্ধ হয়ে গেছে রামুর ঐতিহাসিক এবং জ্ঞান আহরণের একমাত্র এই পাবলিক লাইব্রেরিটি এমন প্রশ্নের জবাবে রামু কলেজের প্রভাষক মুজিবুল হক বলেন, ‘এমন প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন এবং ভারী। তবুও বলতে হয় বন্ধ হওয়ার মূল কারণ সঠিক পৃষ্ঠপোষকতার অভাব। একসময় লাইব্রেরির সঙ্গে লাগানো দুটি দোকানের ভাড়া নিয়ে আমরা লাইব্রেরির বিবিধ খরচ মেটাতাম এবং এখানে যে লাইব্রেরিয়ান ছিল তার বেতন দিতাম। অনেক আগে থেকে তা আমরা আর পাচ্ছি না।’
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা জানান, পাবলিক লাইব্রেরি বন্ধ হয়ে যাওয়া খুবই কষ্টের। অতি শিগগিরই সংগঠকদের সঙ্গে নিয়ে এই লাইব্রেরিটি চালু করার উদ্যোগ নেওয়া হবে।
রামু পাবলিক লাইব্রেরির আরেক সংগঠক ও হাজী এম. এ কালাম সরকারি কলেজের অধ্যাপক নীলোৎপল বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা প্রশাসন এবং রামুর সুশীল সমাজ একটু সুদৃষ্টি দিলেই আবারও প্রাণ ফিরে পাবে এই পাবলিক লাইব্রেরিটি। আমাদের এমন একটা গুরুত্বপূর্ণ সম্পদ চোখের সামনে ধ্বংস হতে দেওয়া যায় না। আমি উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গদের কাছে অনুরোধ করব এই লাইব্রেরি যেন চালু করা হয়।’
অর্পিতা শর্মা রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি দেশের একটি স্বনামধন্য মেডিকেল কলেজের শিক্ষার্থী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘যখন দশম শ্রেণিতে পড়তাম প্রতিদিন বিকেল বেলা একবার রামু উপজেলা পাবলিক লাইব্রেরিতে যেতাম। বই ধার নেওয়ার সুযোগ ছিল। সময়ের পালাক্রমে চোখের সামনে এই লাইব্রেরিটি বন্ধ হয়ে গেল। এমন সচল লাইব্রেরির বন্ধ চেহারা দেখতে খুব কষ্ট লাগে।’
রামুর বিশিষ্টজন ও সাহিত্য অনুরাগী ব্যক্তিবর্গের প্রাণের দাবি আবারও সচল হোক রামু উপজেলা পাবলিক লাইব্রেরিটি। আবারও যাতে সবাই এক জায়গায় বসে সাহিত্য আড্ডা, সমালোচনা ও বইয়ের ভাঁজে হারিয়ে যেতে পারেন। এমন গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠানটি চালু হবে কিনা এবং যথাযথ কর্তৃপক্ষ এ নিয়ে উদ্যোগ গ্রহণ করবে কিনা তা দেখার বিষয় বলছেন সংশ্লিষ্টরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে