উখিয়া ও কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় আবারও এক রোহিঙ্গা মাঝি গুলিবিদ্ধ হয়েছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রোহিঙ্গার নাম মোহাম্মদ সলিম (২৮)। তিনি ওই ক্যাম্পের সি ব্লকের রফিক উদ্দিনের ছেলে ও একই ব্লকের সাব মাঝি (সহকারী কমিউনিটি নেতা) হিসেবে দায়িত্বরত আছেন।
জানা যায়, ঘটনার পর স্থানীয় লোকজন সলিমকে উদ্ধার করে কুতুপালংয়ে দাতব্য সংস্থা এমএসএফ পরিচালিত হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) ছৈয়দ হারুনুর রশিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ছৈয়দ হারুনুর রশিদ বলেন, ‘৫-৬ জনের একটি দুর্বৃত্তের দল গুপ্ত হামলা চালিয়ে সাব মাঝি সলিমকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর থেকে ওই ক্যাম্পে অভিযান অব্যাহত রেখেছে এপিবিএন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’
গুলিবিদ্ধ সলিমের স্ত্রী জানান, ‘আমার স্বামী রাতের পাহারায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় দুজন লোক এসে তাকে ডাকাডাকি করে। পরে সে ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে গুলির শব্দ শুনি।’
সলিমের প্রতিবেশী আব্দুর রহিম বলেন, ‘গুলি শব্দ শুনে আমরা বের হয়ে সলিমকে রক্তাক্ত অবস্থায় পাই। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। গুলি করা লোক গুলো পালিয়ে যায়। তারা ৫-৬ জন ছিল।’
উল্লেখ্য, বৃহস্পতিবার একই দিনে দুপুর ১টার দিকে রোহিঙ্গা ক্যাম্প ৮-ডব্লিউ তে দুই রোহিঙ্গা শিশু দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় আবারও এক রোহিঙ্গা মাঝি গুলিবিদ্ধ হয়েছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রোহিঙ্গার নাম মোহাম্মদ সলিম (২৮)। তিনি ওই ক্যাম্পের সি ব্লকের রফিক উদ্দিনের ছেলে ও একই ব্লকের সাব মাঝি (সহকারী কমিউনিটি নেতা) হিসেবে দায়িত্বরত আছেন।
জানা যায়, ঘটনার পর স্থানীয় লোকজন সলিমকে উদ্ধার করে কুতুপালংয়ে দাতব্য সংস্থা এমএসএফ পরিচালিত হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) ছৈয়দ হারুনুর রশিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ছৈয়দ হারুনুর রশিদ বলেন, ‘৫-৬ জনের একটি দুর্বৃত্তের দল গুপ্ত হামলা চালিয়ে সাব মাঝি সলিমকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর থেকে ওই ক্যাম্পে অভিযান অব্যাহত রেখেছে এপিবিএন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’
গুলিবিদ্ধ সলিমের স্ত্রী জানান, ‘আমার স্বামী রাতের পাহারায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় দুজন লোক এসে তাকে ডাকাডাকি করে। পরে সে ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে গুলির শব্দ শুনি।’
সলিমের প্রতিবেশী আব্দুর রহিম বলেন, ‘গুলি শব্দ শুনে আমরা বের হয়ে সলিমকে রক্তাক্ত অবস্থায় পাই। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। গুলি করা লোক গুলো পালিয়ে যায়। তারা ৫-৬ জন ছিল।’
উল্লেখ্য, বৃহস্পতিবার একই দিনে দুপুর ১টার দিকে রোহিঙ্গা ক্যাম্প ৮-ডব্লিউ তে দুই রোহিঙ্গা শিশু দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২২ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২২ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২২ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২২ দিন আগে