Ajker Patrika

কক্সবাজারে পুলিশ পরিচয়ে পর্যটক অপহরণ, আটক ২ 

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৯: ৩৭
কক্সবাজারে পুলিশ পরিচয়ে পর্যটক অপহরণ, আটক ২ 

কক্সবাজারে দুই পর্যটককে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে মুক্তিপণ আদায়ের ঘটনায় দুই হোটেল কর্মচারীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। এ সময় পুলিশ অভিযান চালিয়ে অপহৃত দুই পর্যটককে উদ্ধার করে এবং দুটি মোটরসাইকেল জব্দ করেছে। আজ মঙ্গলবার বিকেলে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

আটক ব্যক্তিরা হলেন হোটেল সী-পার্ল-১-এর ম্যানেজার মোহাম্মদ দিদার ও কর্মচারী সালাউদ্দিন।

অপহরণের শিকার পর্যটকেরা হলেন চট্টগ্রামের কর্ণফুলী থানার উত্তর বন্দর এলাকার বাসিন্দা মোহাম্মদ নাছিরের ছেলে নেওয়াজ নাছির (২৪) ও আনোয়ারা উপজেলার চুন্না পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে নুরুল আইয়ুব (৪০)।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) চৌধুরী মিজানুজ্জামান ভুক্তভোগী পর্যটকদের বরাত দিয়ে বলেন, গত রোববার ভোরে চট্টগ্রাম থেকে দুটি মোটরসাইকেলযোগে দুজন পর্যটক কক্সবাজার বেড়াতে আসেন। ওই দিন সকাল সাড়ে ৮টায় কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের ‘আলফা ওয়েব গেস্ট হাউস’ নামের একটি আবাসিক হোটেলের ষষ্ঠতলার ‘স্পা সেন্টার’-এ একজন পর্যটক স্পা করতে যান। সেখানে ওই পর্যটক প্রায় দুই ঘণ্টা পর্যন্ত স্পা করেন। স্পা করার সময় পর্যটক নুরুল আইয়ুবের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ হয় স্পা-কর্মীর। এ সময় পর্যটকের কাছ থেকে তাঁর আয়সহ বিভিন্ন তথ্যাদি জেনে নেন স্পা-কর্মী। 

সহকারী পুলিশ সুপার আরও বলেন, ওই দিনই বিকেল ৪টায় দুই পর্যটক মোটরসাইকেলযোগে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। এ সময় দুই পর্যটক পরস্পর কিছুটা দূরত্ব বজায় রেখে গাড়ি চালাচ্ছিলেন। একপর্যায়ে নুরুল আইয়ুব কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে চারজন দুর্বৃত্ত এসে তাঁর গতিরোধ করে। পরে তাঁকে পুলিশ পরিচয় দিয়ে ধরে নিয়ে যায়। এরপর ওই পর্যটককে হোটেল সী-পার্ল-১-এর ৫-সি কক্ষে আটকে রাখে। অন্য একটি মোটরসাইকেল নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন নেওয়াজ নাছির। দুর্বৃত্তদের আরেকটি মোটরসাইকেল তাঁকেও পেছন থেকে তাড়া করেছিল। একপর্যায়ে ঈদগাও উপজেলা সদর স্টেশনের কিছুটা আগে তাঁকেও আটকানো হয়। পরে তাঁকেও পুলিশ পরিচয় দিয়ে গাড়িতে তুলে নেয় দুর্বৃত্তরা। এরপর হোটেল সী-পার্লে এনে আটকে রাখে। 

পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান বলেন, দুই পর্যটককে হোটেলকক্ষে জিম্মি রেখে চালানো হয় শারীরিক নির্যাতন। পরে নির্যাতনের একপর্যায়ে পর্যটক নুরুল আইয়ুবের স্ত্রী নাসরিন সুলতানার মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করা হয়। এতে অপহরণকারীদের দেওয়া ৪টি বিকাশ নম্বরে আদায় করা হয় ১ লাখ ৯০ হাজার টাকা। এরপর ওই দুই পর্যটককে হোটেলকক্ষের ভেতরে আটকে রেখে দরজা বন্ধ করে অপহরণকারীরা পালিয়ে যায়। 

পরে সোমবার রাত ২টায় ভুক্তভোগী পর্যটক নুরুল আইয়ুবের স্ত্রী নাসরিন সুলতানা ৯৯৯ নম্বরে কল করে অবহিত করলে ট্যুরিস্ট পুলিশের একটি দল হোটেলকক্ষ থেকে তাঁদের উদ্ধার করে এবং হোটেলটির দুই কর্মচারীকে আটক করে বলে জানান সহকারী পুলিশ সুপার।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে শহরের কলাতলী এলাকার আবাসিক হোটেল ওয়ার্ল্ড বে-এর পার্কিং থেকে একটি এবং ওয়ার্ল্ড বিচ রিসোর্টের সামনে থেকে আরেকটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী পর্যটকেরা কক্সবাজার সদর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত