Ajker Patrika

জন্ডিসে আক্রান্ত হয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ২০: ৪৮
জন্ডিসে আক্রান্ত হয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু

জন্ডিসে আক্রান্ত হয়ে আরিফা আক্তার রুমি নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জুমার নামাজের পর গ্রামের বাড়িতে তাঁকে দাফন করা হয়। 

আরিফা আক্তার রুমি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। তাঁর বাড়ি কক্সবাজারের চকরিয়ায় উপজেলায়। জন্ডিসের পাশাপাশি দীর্ঘদিন ধরে তাঁর রক্তনালিতে ব্লকেজ সমস্যা ছিল। 

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. সুজিত কুমার দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘যতটুকু জেনেছি, রুমি দীর্ঘদিন ধরে রক্তনালির ব্লকেজজনিত সমস্যায় ভুগছিল। কিছুদিন আগে তার জন্ডিসও ধরা পড়ে। সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। জুমার নামাজের পর তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে আমার শোকাহত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত