Ajker Patrika

কক্সবাজারে একদিনে ছয়জনের মৃত্যু, শনাক্ত ২৩২ 

প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজারে একদিনে ছয়জনের মৃত্যু, শনাক্ত ২৩২ 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কক্সবাজারে একদিনে ছয়জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ২৩২ জন।

জেলার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজ পরীক্ষাগার ও হাসপাতালের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে এক হাজার ৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণের হার ২৬ দশমিক ৫৮ শতাংশ।

ডা. মাহবুবুর রহমান আরও জানান, জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫৩৫ জন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২০২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৮৮৩ জন। সুস্থতার হার ৮০ দশমিক ৩০ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। হোম আইসোলেশনে আছেন ২ হাজার ৬৮০ জন এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৫৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সদরে ৭৮ জন, টেকনাফে ৪৫ জন, উখিয়ায় ৩৪ জন, চকরিয়ায় ১৮ জন, রামুতে ১৬ জন, মহেশখালীতে ১০ জন, কুতুবদিয়ায় ১০ জন, পেকুয়ায় ৯ জন এবং রোহিঙ্গা নাগরিক ১২ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত