Ajker Patrika

সৈকতে নিখোঁজের দুই দিন পর ভেসে এল পর্যটকের মরদেহ

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৫: ০২
সৈকতে নিখোঁজের দুই দিন পর ভেসে এল পর্যটকের মরদেহ

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক মারুফ আহমেদের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুর ১টার দিকে সৈকতের সী-গাল পয়েন্টের অদূরে তাঁর মরদেহ ভেসে ওঠে।

গত সোমবার দুপুর ২টার দিকে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টের কাছে তিন বন্ধু গোসলে নেমে স্রোতের টানে ভেসে যান। এ সময় দুজনকে উদ্ধার করা হলেও মারুফ নিখোঁজ হন। মারুফ আহমেদ গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া এলাকার রেজাউল করিমের ছেলে এবং গাজীপুর মেট্রোপলিটন কলেজের দ্বাদশ বর্ষের শিক্ষার্থী।

সৈকতের নিরাপত্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসনের সৈকতকর্মী বেলাল হোসেন বলেন, সী-গাল পয়েন্টের গভীর সাগরে মারুফের মরদেহ ভেসে ওঠার পর লাইফ গার্ড ও সৈকতের কর্মীরা জেট স্কির (জলযান) সাহায্যে তাঁর মরদেহ উদ্ধার করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের চাচা এমদাদুল কবীর বলেন, ‘ময়নাতদন্ত ছাড়াই আমরা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে মরদেহ নিয়ে যাওয়ার আবেদন করেছি। অনুমতি পেলেই মরদেহ নিয়ে গাজীপুরে রওনা দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত