কক্সবাজার প্রতিনিধি
জুলাই মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করার জন্য অন্তর্বর্তী সকারের কাছে দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যথায় সরকারকে জুলাই সনদ ঘোষণা করতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
আজ শনিবার দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরি ও ইনস্টিটিউটের শহীদ দৌলত ময়দানে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’র পথসভায় সরকারের কাছে তিনি এ দাবি জানান।
এনসিপি আহ্বায়ক বলেন, ‘কে পিআর বুঝে, কে পিআর বুঝে না—এটার জন্য সংস্কার আটকে থাকবে না। আমরা বুঝি, জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। পার্লামেন্টের উচ্চকক্ষে অবশ্যই পিআর হতে হবে। নির্বাচন কমিশন ও দুদকসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর জন্য নিরপেক্ষ সাংবিধানিক কমিটি গঠন করতে হবে।’
নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে কক্সবাজারে গডফাদার তৈরি হয়েছিল। বাংলাদেশে নতুন করে আর কোনো গডফাদার আবির্ভূত হতে দেওয়া হবে না। মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্র দেশের মানুষ মেনে নেবে না।’
জুলাই-আগস্ট অভ্যুত্থানে কক্সবাজার শহরে নিহত রোহিঙ্গা জনগোষ্ঠীর নুরুল মোস্তফাকে সরকারের গেজেটভুক্ত করারও দাবি জানান নাহিদ ইসলাম।
পথসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘একটি নোবেল পুরস্কারের আশায় শেখ হাসিনা লাখ লাখ রোহিঙ্গাকে কক্সবাজারে আশ্রয় দিয়েছে। কক্সবাজারের মানুষ ও পরিবেশকে বাঁচাতে হলে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘একটি দল সংস্কারের বিপক্ষে, নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে। রাষ্ট্রের গণতন্ত্র সুসংহত করতে হলে সংস্কারের পরই নির্বাচন দিতে হবে। এ জন্য নির্বাচন কমিশন সংস্কার ও পুনর্গঠন করতে হবে। কারণ, নিরপেক্ষ রেফারি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’
এর আগে দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শহরের অভিমুখে ‘জুলাই পদযাত্রা’ শুরু করা হয়। প্রায় সোয়া ঘণ্টা পর পদযাত্রাটি শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানের পথসভায় গিয়ে শেষ হয়। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’—এ কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার কক্সবাজার এসেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব এস এম সুজাউদ্দিনের সভাপতিত্বে পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, কেন্দ্রীয় নেতা ডা. তাসনিম জারা, অনিক রায় প্রমুখ।
জনসভা শেষে এনসিপি নেতাদের বহর বান্দরবানের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে রামু, ঈদগাঁও ও চকরিয়ায় পথসভায় তাঁদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
জুলাই মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করার জন্য অন্তর্বর্তী সকারের কাছে দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যথায় সরকারকে জুলাই সনদ ঘোষণা করতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
আজ শনিবার দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরি ও ইনস্টিটিউটের শহীদ দৌলত ময়দানে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’র পথসভায় সরকারের কাছে তিনি এ দাবি জানান।
এনসিপি আহ্বায়ক বলেন, ‘কে পিআর বুঝে, কে পিআর বুঝে না—এটার জন্য সংস্কার আটকে থাকবে না। আমরা বুঝি, জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। পার্লামেন্টের উচ্চকক্ষে অবশ্যই পিআর হতে হবে। নির্বাচন কমিশন ও দুদকসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর জন্য নিরপেক্ষ সাংবিধানিক কমিটি গঠন করতে হবে।’
নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে কক্সবাজারে গডফাদার তৈরি হয়েছিল। বাংলাদেশে নতুন করে আর কোনো গডফাদার আবির্ভূত হতে দেওয়া হবে না। মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্র দেশের মানুষ মেনে নেবে না।’
জুলাই-আগস্ট অভ্যুত্থানে কক্সবাজার শহরে নিহত রোহিঙ্গা জনগোষ্ঠীর নুরুল মোস্তফাকে সরকারের গেজেটভুক্ত করারও দাবি জানান নাহিদ ইসলাম।
পথসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘একটি নোবেল পুরস্কারের আশায় শেখ হাসিনা লাখ লাখ রোহিঙ্গাকে কক্সবাজারে আশ্রয় দিয়েছে। কক্সবাজারের মানুষ ও পরিবেশকে বাঁচাতে হলে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘একটি দল সংস্কারের বিপক্ষে, নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে। রাষ্ট্রের গণতন্ত্র সুসংহত করতে হলে সংস্কারের পরই নির্বাচন দিতে হবে। এ জন্য নির্বাচন কমিশন সংস্কার ও পুনর্গঠন করতে হবে। কারণ, নিরপেক্ষ রেফারি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’
এর আগে দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শহরের অভিমুখে ‘জুলাই পদযাত্রা’ শুরু করা হয়। প্রায় সোয়া ঘণ্টা পর পদযাত্রাটি শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানের পথসভায় গিয়ে শেষ হয়। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’—এ কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার কক্সবাজার এসেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব এস এম সুজাউদ্দিনের সভাপতিত্বে পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, কেন্দ্রীয় নেতা ডা. তাসনিম জারা, অনিক রায় প্রমুখ।
জনসভা শেষে এনসিপি নেতাদের বহর বান্দরবানের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে রামু, ঈদগাঁও ও চকরিয়ায় পথসভায় তাঁদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে