কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে ৩০ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার জব্দ করার তথ্য মামলার এজাহারে উল্লেখ না করায় বাদীকে তলব করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আখতার জাবেদ এই আদেশ দেন। আদালত বাদীকে ১৩ এপ্রিল বেলা ১১টায় সশরীরে হাজির হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা আশেক ইলাহী শাহজাহান নুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আদালতের আদেশের কপি আজ সন্ধ্যার মধ্যে টেকনাফ কোস্ট গার্ড স্টেশনে পৌঁছানো হবে।
এর আগে ২ এপ্রিল দিবাগত রাত ১টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় রশিদ মিয়ার বাড়িতে অভিযান চালান কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা। পরদিন ৩ এপ্রিল কোস্ট গার্ড সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ এপ্রিল মধ্যরাত ১টায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকা তল্লাশি চালিয়ে দেশে তৈরি ১টি অস্ত্র, ৬টি তাজা গুলি, ৫টি দেশি আগ্নেয়াস্ত্র, ১৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা, ২টি ব্যাংকের চেক বই, ১০টি সিম কার্ড এবং মিয়ানমারের রোহিঙ্গাদের ১৯টি পরিচয়পত্র জব্দ করা হয়।
এ সময় কুখ্যাত হারুন ডাকাত যৌথ বাহিনীর অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
৩ এপ্রিল আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। ওই দিন রাতে কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের পিও কায়সার আহমেদ বাদী হয়ে ৩ এপ্রিল টেকনাফ থানায় অবৈধ অস্ত্র ও গুলি রাখার অপরাধে হারুন ডাকাতের বিরুদ্ধে একটি মামলা করেছেন। মামলার এজাহারের জব্দ তালিকায় টাকা ও স্বর্ণালংকারের তথ্য উল্লেখ করা হয়নি।
জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, কোস্ট গার্ড যেভাবে এজাহার দিয়েছে, সেভাবেই মামলা নথিভুক্ত করা হয়েছে। এর বাইরে আর কিছু জানেন না।
এ প্রসঙ্গে মামলার বাদী ও টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের পিও কায়সার আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদকে বলেন, ‘এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। আমি কিছু বলতে পারব না।’ আদালতে তাঁকে তলবের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারি কাজে যেতে হলে যাব, সমস্যা নেই।’
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ বিষয়ে সাংবাদিকদের বলেন, অনিবার্য কারণে জব্দ করা টাকা ও স্বর্ণালংকারগুলো শুল্ক বিভাগে জমা দিতে দেরি হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সোমবার বিকেলে টেকনাফ শুল্ক গুদামে জব্দ টাকা ও স্বর্ণালংকার জমা করা হয়েছে।
টাকা ও স্বর্ণালংকার ফেরত চেয়ে আজ দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন রশিদ মিয়া। তিনি এই অভিযান নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালিয়ে নগদ ৫৮ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যান। পরে উদ্ধার মামলায় কোনো কিছু জব্দ তালিকায় উল্লেখ করেননি।
এসব টাকা ও স্বর্ণালংকারের কাগজপত্র দেখিয়ে রশিদ মিয়া বলেন, ‘দীর্ঘ ২০ বছর প্রবাসে ছিলাম। প্রচুর ধনসম্পদ উপার্জন করেছি। এখন ১০০ কানি (৪০ একর) লবণের মাঠ এবং রোহিঙ্গাদের ভাড়া দেওয়ার ২০০টি ঘর আছে। এ ছাড়া গাড়িসহ অন্যান্য ব্যবসা-বাণিজ্য রয়েছে। ব্যাংক বন্ধ ছিল বলে নগদ টাকা ঘরে রেখেছি।’
কাঠের মরীচিকা ধরা একটি অস্ত্র দিয়ে মামলা সাজানো হয়েছে জানিয়ে রশিদ মিয়া বলেন, ‘আমার ছেলে হারুনের আলাদা সংসার। সে আমার সঙ্গে থাকে না। অথচ তাকে ধরার নাম করে আমার সবকিছু লুট করে নিয়ে যাওয়া হয়েছে।’ এ ঘটনায় তিনি সুষ্ঠু বিচার দাবি করে জব্দ করা টাকা ও স্বর্ণালংকার ফেরত চান।
কক্সবাজার জেলা আদালতের আইনজীবী আবদুস শুক্কুর বলেন, এক অভিযানে যা কিছু উদ্ধার বা জব্দ হবে, তা ওই মামলার এজাহারে উল্লেখ থাকতে হয়। অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজনের সাক্ষ্য দেখাতে হয়। জব্দ মালামাল শুল্ক বিভাগে জমা দিয়ে থাকলে ওই মালের জমা রসিদ মামলার এজাহারের সঙ্গে সন্নিবেশ করতে হয়। মামলা হয়ে যাওয়ার পরে এজাহারে নতুন করে জব্দ করা কোনো কিছুর অন্তর্ভুক্তির সুযোগ নেই।
কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে ৩০ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার জব্দ করার তথ্য মামলার এজাহারে উল্লেখ না করায় বাদীকে তলব করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আখতার জাবেদ এই আদেশ দেন। আদালত বাদীকে ১৩ এপ্রিল বেলা ১১টায় সশরীরে হাজির হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা আশেক ইলাহী শাহজাহান নুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আদালতের আদেশের কপি আজ সন্ধ্যার মধ্যে টেকনাফ কোস্ট গার্ড স্টেশনে পৌঁছানো হবে।
এর আগে ২ এপ্রিল দিবাগত রাত ১টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় রশিদ মিয়ার বাড়িতে অভিযান চালান কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা। পরদিন ৩ এপ্রিল কোস্ট গার্ড সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ এপ্রিল মধ্যরাত ১টায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকা তল্লাশি চালিয়ে দেশে তৈরি ১টি অস্ত্র, ৬টি তাজা গুলি, ৫টি দেশি আগ্নেয়াস্ত্র, ১৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা, ২টি ব্যাংকের চেক বই, ১০টি সিম কার্ড এবং মিয়ানমারের রোহিঙ্গাদের ১৯টি পরিচয়পত্র জব্দ করা হয়।
এ সময় কুখ্যাত হারুন ডাকাত যৌথ বাহিনীর অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
৩ এপ্রিল আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। ওই দিন রাতে কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের পিও কায়সার আহমেদ বাদী হয়ে ৩ এপ্রিল টেকনাফ থানায় অবৈধ অস্ত্র ও গুলি রাখার অপরাধে হারুন ডাকাতের বিরুদ্ধে একটি মামলা করেছেন। মামলার এজাহারের জব্দ তালিকায় টাকা ও স্বর্ণালংকারের তথ্য উল্লেখ করা হয়নি।
জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, কোস্ট গার্ড যেভাবে এজাহার দিয়েছে, সেভাবেই মামলা নথিভুক্ত করা হয়েছে। এর বাইরে আর কিছু জানেন না।
এ প্রসঙ্গে মামলার বাদী ও টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের পিও কায়সার আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদকে বলেন, ‘এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। আমি কিছু বলতে পারব না।’ আদালতে তাঁকে তলবের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারি কাজে যেতে হলে যাব, সমস্যা নেই।’
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ বিষয়ে সাংবাদিকদের বলেন, অনিবার্য কারণে জব্দ করা টাকা ও স্বর্ণালংকারগুলো শুল্ক বিভাগে জমা দিতে দেরি হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সোমবার বিকেলে টেকনাফ শুল্ক গুদামে জব্দ টাকা ও স্বর্ণালংকার জমা করা হয়েছে।
টাকা ও স্বর্ণালংকার ফেরত চেয়ে আজ দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন রশিদ মিয়া। তিনি এই অভিযান নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালিয়ে নগদ ৫৮ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যান। পরে উদ্ধার মামলায় কোনো কিছু জব্দ তালিকায় উল্লেখ করেননি।
এসব টাকা ও স্বর্ণালংকারের কাগজপত্র দেখিয়ে রশিদ মিয়া বলেন, ‘দীর্ঘ ২০ বছর প্রবাসে ছিলাম। প্রচুর ধনসম্পদ উপার্জন করেছি। এখন ১০০ কানি (৪০ একর) লবণের মাঠ এবং রোহিঙ্গাদের ভাড়া দেওয়ার ২০০টি ঘর আছে। এ ছাড়া গাড়িসহ অন্যান্য ব্যবসা-বাণিজ্য রয়েছে। ব্যাংক বন্ধ ছিল বলে নগদ টাকা ঘরে রেখেছি।’
কাঠের মরীচিকা ধরা একটি অস্ত্র দিয়ে মামলা সাজানো হয়েছে জানিয়ে রশিদ মিয়া বলেন, ‘আমার ছেলে হারুনের আলাদা সংসার। সে আমার সঙ্গে থাকে না। অথচ তাকে ধরার নাম করে আমার সবকিছু লুট করে নিয়ে যাওয়া হয়েছে।’ এ ঘটনায় তিনি সুষ্ঠু বিচার দাবি করে জব্দ করা টাকা ও স্বর্ণালংকার ফেরত চান।
কক্সবাজার জেলা আদালতের আইনজীবী আবদুস শুক্কুর বলেন, এক অভিযানে যা কিছু উদ্ধার বা জব্দ হবে, তা ওই মামলার এজাহারে উল্লেখ থাকতে হয়। অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজনের সাক্ষ্য দেখাতে হয়। জব্দ মালামাল শুল্ক বিভাগে জমা দিয়ে থাকলে ওই মালের জমা রসিদ মামলার এজাহারের সঙ্গে সন্নিবেশ করতে হয়। মামলা হয়ে যাওয়ার পরে এজাহারে নতুন করে জব্দ করা কোনো কিছুর অন্তর্ভুক্তির সুযোগ নেই।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে