নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর আর্থিক সহযোগিতায় কক্সবাজারের ২৫০ শয্যা সদর হাসপাতালের নতুন বহির্বিভাগ (আউটপেশেন্ট ডিপার্টমেন্ট/ওপিডি) কমপ্লেক্স চালু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের উপস্থিতিতে আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষকে এই বহির্বিভাগ হস্তান্তর করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানান, নবনির্মিত এই বহি: বিভাগে আধুনিক সার্জারি, অর্থোপেডিক, কার্ডিওলজি, ডেন্টাল, মা ও শিশু সেবাসহ নানাবিধ আধুনিক স্বাস্থ্যসেবা রয়েছে, যা কক্সবাজারের জনসাধারণের আধুনিক চিকিৎসা সেবা প্রাপ্তিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জাহিদ মালেক বলেন, ‘আধুনিক চিকিৎসাসেবার এই ভবন নির্মাণে সহায়তার জন্য আমি ইউএনএইচসিআর-কে বিশেষভাবে ধন্যবাদ জানাই। ইউএনএইচসিআর এই কমপ্লেক্সের নির্মাণ, যন্ত্রপাতি সরবরাহ ও যাবতীয় ফার্নিশিং-এর কাজ সম্পন্ন করেছে, যেন কক্সবাজারে বসবাসরত বাংলাদেশি জনগণ ও রোহিঙ্গা শরণার্থীরা সময়োপযোগী জীবন রক্ষাকারী চিকিৎসা এবং উন্নত সেবা পেতে পারেন। এখানে থাকবে চক্ষু ও দন্ত বিভাগের সর্বোপরি সেবা এবং বিভিন্ন ধরনের চিকিৎসা ও শল্য চিকিৎসার পরামর্শ নেওয়ার সুযোগ।’
আধুনিক লিফট, অগ্নি-নির্বাপণ ব্যবস্থা এবং অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে এই কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার সুযোগ আরও ব্যাপকভাবে পাওয়া যাবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
ইউএনএইচসিআর-এর কক্সবাজার কার্যালয়ের প্রধান ইয়োকো আকাসাকা বলেন, ‘এই সদর হাসপাতাল কক্সবাজার জেলা ও এর নিকটবর্তী বিভিন্ন জেলা থেকে আসা বাংলাদেশি ও রোহিঙ্গা শরণার্থী রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে। নতুন এই কমপ্লেক্সের মাধ্যমে কক্সবাজারের স্বাস্থ্যসেবা আরও জোরদার ও পরিশীলিত হবে; এর পাশাপাশি বিদ্যমান স্থাপনার ওপর থেকে চাপ কমবে অনেকাংশে। তিনতলা বিশিষ্ট ৭৮টি রুমের এই বহির্বিভাগ বাংলাদেশ সরকার ও ইউএনএইচসিআর-এর ঘনিষ্ঠ সম্পর্কের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এর সঙ্গে এটি কক্সবাজারের মানুষের–স্থানীয় বাংলাদেশি ও রোহিঙ্গা শরণার্থীদের–জীবন ও জীবনমান উন্নয়নে আমাদের চলমান কাজের উদাহরণ।’
উল্লেখ্য, কোভিড-১৯ মহামারির সময়ে, ২০২০ সালে ইউএনএইচসিআর এই সদর হাসপাতালের প্রথম আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট বা নিবিড় পরিচর্যা কেন্দ্র) নির্মাণ করেছে, যার সকল সরঞ্জাম ইউএনএইচসিআর-এর আর্থিক সহায়তায় স্থাপিত হয়। ইনটেনসিভ কেয়ার ও হাই ডিপেন্ডেন্সি বেড মিলিয়ে মোট ১৮ শয্যার এই আইসিইউতে পুরো জেলা থেকে আগত গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছিল এবং এতে রোহিঙ্গা শরণার্থীদের রেফারেলের মাধ্যমে চিকিৎসা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। ২০২১ সালের ডিসেম্বরে ইউএনএইচসিআর আইসিইউ-টি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর আর্থিক সহযোগিতায় কক্সবাজারের ২৫০ শয্যা সদর হাসপাতালের নতুন বহির্বিভাগ (আউটপেশেন্ট ডিপার্টমেন্ট/ওপিডি) কমপ্লেক্স চালু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের উপস্থিতিতে আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষকে এই বহির্বিভাগ হস্তান্তর করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানান, নবনির্মিত এই বহি: বিভাগে আধুনিক সার্জারি, অর্থোপেডিক, কার্ডিওলজি, ডেন্টাল, মা ও শিশু সেবাসহ নানাবিধ আধুনিক স্বাস্থ্যসেবা রয়েছে, যা কক্সবাজারের জনসাধারণের আধুনিক চিকিৎসা সেবা প্রাপ্তিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জাহিদ মালেক বলেন, ‘আধুনিক চিকিৎসাসেবার এই ভবন নির্মাণে সহায়তার জন্য আমি ইউএনএইচসিআর-কে বিশেষভাবে ধন্যবাদ জানাই। ইউএনএইচসিআর এই কমপ্লেক্সের নির্মাণ, যন্ত্রপাতি সরবরাহ ও যাবতীয় ফার্নিশিং-এর কাজ সম্পন্ন করেছে, যেন কক্সবাজারে বসবাসরত বাংলাদেশি জনগণ ও রোহিঙ্গা শরণার্থীরা সময়োপযোগী জীবন রক্ষাকারী চিকিৎসা এবং উন্নত সেবা পেতে পারেন। এখানে থাকবে চক্ষু ও দন্ত বিভাগের সর্বোপরি সেবা এবং বিভিন্ন ধরনের চিকিৎসা ও শল্য চিকিৎসার পরামর্শ নেওয়ার সুযোগ।’
আধুনিক লিফট, অগ্নি-নির্বাপণ ব্যবস্থা এবং অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে এই কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার সুযোগ আরও ব্যাপকভাবে পাওয়া যাবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
ইউএনএইচসিআর-এর কক্সবাজার কার্যালয়ের প্রধান ইয়োকো আকাসাকা বলেন, ‘এই সদর হাসপাতাল কক্সবাজার জেলা ও এর নিকটবর্তী বিভিন্ন জেলা থেকে আসা বাংলাদেশি ও রোহিঙ্গা শরণার্থী রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে। নতুন এই কমপ্লেক্সের মাধ্যমে কক্সবাজারের স্বাস্থ্যসেবা আরও জোরদার ও পরিশীলিত হবে; এর পাশাপাশি বিদ্যমান স্থাপনার ওপর থেকে চাপ কমবে অনেকাংশে। তিনতলা বিশিষ্ট ৭৮টি রুমের এই বহির্বিভাগ বাংলাদেশ সরকার ও ইউএনএইচসিআর-এর ঘনিষ্ঠ সম্পর্কের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এর সঙ্গে এটি কক্সবাজারের মানুষের–স্থানীয় বাংলাদেশি ও রোহিঙ্গা শরণার্থীদের–জীবন ও জীবনমান উন্নয়নে আমাদের চলমান কাজের উদাহরণ।’
উল্লেখ্য, কোভিড-১৯ মহামারির সময়ে, ২০২০ সালে ইউএনএইচসিআর এই সদর হাসপাতালের প্রথম আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট বা নিবিড় পরিচর্যা কেন্দ্র) নির্মাণ করেছে, যার সকল সরঞ্জাম ইউএনএইচসিআর-এর আর্থিক সহায়তায় স্থাপিত হয়। ইনটেনসিভ কেয়ার ও হাই ডিপেন্ডেন্সি বেড মিলিয়ে মোট ১৮ শয্যার এই আইসিইউতে পুরো জেলা থেকে আগত গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছিল এবং এতে রোহিঙ্গা শরণার্থীদের রেফারেলের মাধ্যমে চিকিৎসা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। ২০২১ সালের ডিসেম্বরে ইউএনএইচসিআর আইসিইউ-টি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে