Ajker Patrika

মেরিন ড্রাইভ ঘেঁষে স্থাপনার হিড়িক

শাহীন শাহ, টেকনাফ (কক্সবাজার) 
মেরিন ড্রাইভ ঘেঁষে স্থাপনার হিড়িক

বিশ্বের সর্ববৃহৎ কক্সবাজার সমুদ্রসৈকত ঘেঁষে নির্মিত হয়েছে দেশের একমাত্র মেরিন ড্রাইভ সড়ক। এই সড়ক ঘেঁষে কোটি কোটি টাকার সরকারি জমি দখল করে অবৈধভাবে স্থাপনা তৈরির হিড়িক পড়েছে। এতে পাহাড় ও সাগরের সঙ্গে মিতালির সৌন্দর্য দেখতে আসা পর্যটকেরা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। পাশাপাশি এই সড়কে বেড়েই চলেছে দুর্ঘটনা।

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কটি বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজারের কলাতলী সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। ২০১৭ সালের ৬ মে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর থেকেই হু হু করে সড়কের আশপাশের জমির দাম বাড়তে থাকে। সড়ক ঘেঁষে থাকা অধিগ্রহণ করা সরকারি জমির ওপরও লোলুপ দৃষ্টি পড়ে এক শ্রেণির ভূমিদস্যুর।

কলাতলী থেকে কয়েক কিলোমিটার সড়ক ঘেঁষে ইতিমধ্যে সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপনা তৈরি করা হয়েছে। এ ছাড়া দরিয়ানগর, হিমছড়ি, ইনানী, পাটুয়ার টেক, শামলাপুর, টেকনাফ সৈকত এলাকায়ও দেখাদেখি সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তোলার হিড়িক পড়েছে।

সরেজমিন দেখা যায়, টেকনাফ সৈকতে সরকারি জায়গায় রেস্টুরেন্টসহ নানা স্থাপনা তৈরি করা হচ্ছে। একটি কুলিং কর্নার নির্মাণের পর উদ্বোধনের অপেক্ষায়। এই জমিটি পড়েছে মেরিন ড্রাইভ সড়কের পূর্বে। এটি ১ নম্বর খাস খতিয়ানের বিএস দাগ নম্বর ৯৮১৭ ও দিয়ারার দাগ নম্বর ১০০০১ ও ১০২৫। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, নতুন স্থাপনাগুলো গফুর আলমের জমিতে করা হয়েছে। কিছু জমি সরকারের খাস রয়েছে।

গফুর আলম অবশ্য জমিটি নিজের মালিকাধীন দাবি করেন। তিনি বলেন, ৩০ বছর ধরে জায়গাটি তাঁদের দখলে রয়েছে। ৪ জনের অংশীদারত্বের ভিত্তিতে রেস্টুরেন্টসহ স্থাপনা করা হয়েছে।

এ দিকে সরকারি জমিতে স্থাপনা নির্মাণকে বেআইনি উল্লেখ করেন বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান আজিজ উদ্দিন। তিনি বলেন, এভাবে স্থাপন নির্মাণ হলে ভবিষ্যতে সমস্যা বাড়বে। 
শামলাপুরেও দরিয়ানগর নামের কাউন্টার বসিয়ে অবৈধভাবে স্থাপনা তৈরির অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া এই দীর্ঘ সড়কের বিভিন্ন অংশে অবৈধ স্থাপনা গড়ে উঠছে। স্থানীয়রা বলছেন, সড়ক ঘেঁষে দোকানপাট ও অন্যান্য স্থাপনা গড়ে ওঠায় পাহাড় ও সাগরের সৌন্দর্য অবলোকনের বাধার সৃষ্টি হচ্ছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনা বাড়ছে। চলতি বছর পৃথক দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। ১২ মার্চ শামলাপুরে নুসাইবা রহমান রাইফা নামের এক চতুর্থ শ্রেণিপড়ুয়া ছাত্রী মারা যায়। গত ২২ জুলাই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কক্সবাজারের দুই কলেজ পড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুল হক চৌধুরী জানান, ‘টেকনাফ সৈকতে স্থাপনা তৈরির সংবাদ আমাদের কাছে এসেছে। সরকারি জায়গা হলে উচ্ছেদ করার আইনি পথে যেতে হবে।’

কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ বলেন, মেরিনড্রাইভ সড়ক ঘেঁষে সরকারি জমিতে যাঁরা অবৈধভাবে দখল করেছেন, তাঁদের তালিকা করা হবে। প্রয়োজনে উচ্ছেদ অভিযান চালানো হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত