চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
পত্রিকায় নাম উল্লেখ করে অস্ত্রধারীর যে ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে, সেই ব্যক্তি তিনি নন বলে দাবি করেছেন কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন। বেলাল বলেন, সংঘর্ষের সময় তিনি ঘটনাস্থলেই ছিলেন না।
গতকাল বৃহস্পতিবার চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন। চকরিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে ‘গায়েবানা জানাজাকে কেন্দ্র করে বিনা উসকানিতে প্রশাসনের ওপর বিএনপি-জামায়াতের হামলা, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে’ এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে বেলাল বলেন, ছবির ব্যক্তিটি তিনি, সেটি প্রমাণ করতে পারলে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তাঁর বিরুদ্ধে যাঁরা মিথ্যাচার করেছেন, তাঁদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করার হুঁশিয়ারি দেন বেলাল। তিনি বলেন, ‘আমি নিরাপত্তাহীনতায় আছি, আমি নিরাপত্তার কথা বিবেচনা করে আজই থানায় জিডি করব।’
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলমের ছেলে তানবীর আহমেদ সিদ্দিকী তুহিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা, আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম ও আরিফ মাঈনুদ্দিন রাসেল।
চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম বলেন, ‘গায়েবানা জানাজার নাম দিয়ে চকরিয়ায় তাণ্ডব চালিয়েছে জামায়াত-বিএনপির লোকজন। সরকারি গাড়ি ভাঙচুর করে, পুলিশের ওপর হামলা চালিয়েছে। পত্রিকা ও টিভি চ্যানেলে আওয়ামী লীগ ও যুবলীগকে কেন্দ্র করে একটি মিথ্যা বিভ্রান্তিকর সংবাদ সরবরাহ করে আওয়ামী লীগ ও যুবলীগের সম্মান ক্ষুণ্ন করেছে। সাংবাদিকদের মিথ্যা তথ্য সরবরাহকারী এবং জামায়াত-বিএনপির তাণ্ডবের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে লিটু বলেন, ‘আমরা সংগঠনের পক্ষ থেকে চ্যালেঞ্জ করে বললাম, কেউ যদি এটা বেলালের ছবি প্রমাণ করতে পারে। তাহলে তাঁর বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ওই অস্ত্রধারী দলের কেউ নয়, ছবিটি এডিট করা।’
কক্সবাজারের চকরিয়ায় মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে গত ১৫ আগস্ট সংঘর্ষে ও একজন নিহতের ঘটনায় ‘যুবলীগ নেতার’ অস্ত্র হাতে ছবি ভাইরাল হয়। ভাইরাল ছবিতে হেলমেট পরিহিত যুবককে অস্ত্র হাতে গুলি করতে দেখা যায়। পুলিশ বলছে, হেলমেট পরিহিত গুলিবর্ষণকারীকে খোঁজা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, অস্ত্র হাতে ওই যুবকের নাম বেলাল উদ্দিন। তিনি পৌরসভা যুবলীগের আওতাধীন ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।
পত্রিকায় নাম উল্লেখ করে অস্ত্রধারীর যে ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে, সেই ব্যক্তি তিনি নন বলে দাবি করেছেন কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন। বেলাল বলেন, সংঘর্ষের সময় তিনি ঘটনাস্থলেই ছিলেন না।
গতকাল বৃহস্পতিবার চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন। চকরিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে ‘গায়েবানা জানাজাকে কেন্দ্র করে বিনা উসকানিতে প্রশাসনের ওপর বিএনপি-জামায়াতের হামলা, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে’ এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে বেলাল বলেন, ছবির ব্যক্তিটি তিনি, সেটি প্রমাণ করতে পারলে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তাঁর বিরুদ্ধে যাঁরা মিথ্যাচার করেছেন, তাঁদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করার হুঁশিয়ারি দেন বেলাল। তিনি বলেন, ‘আমি নিরাপত্তাহীনতায় আছি, আমি নিরাপত্তার কথা বিবেচনা করে আজই থানায় জিডি করব।’
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলমের ছেলে তানবীর আহমেদ সিদ্দিকী তুহিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা, আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম ও আরিফ মাঈনুদ্দিন রাসেল।
চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম বলেন, ‘গায়েবানা জানাজার নাম দিয়ে চকরিয়ায় তাণ্ডব চালিয়েছে জামায়াত-বিএনপির লোকজন। সরকারি গাড়ি ভাঙচুর করে, পুলিশের ওপর হামলা চালিয়েছে। পত্রিকা ও টিভি চ্যানেলে আওয়ামী লীগ ও যুবলীগকে কেন্দ্র করে একটি মিথ্যা বিভ্রান্তিকর সংবাদ সরবরাহ করে আওয়ামী লীগ ও যুবলীগের সম্মান ক্ষুণ্ন করেছে। সাংবাদিকদের মিথ্যা তথ্য সরবরাহকারী এবং জামায়াত-বিএনপির তাণ্ডবের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে লিটু বলেন, ‘আমরা সংগঠনের পক্ষ থেকে চ্যালেঞ্জ করে বললাম, কেউ যদি এটা বেলালের ছবি প্রমাণ করতে পারে। তাহলে তাঁর বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ওই অস্ত্রধারী দলের কেউ নয়, ছবিটি এডিট করা।’
কক্সবাজারের চকরিয়ায় মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে গত ১৫ আগস্ট সংঘর্ষে ও একজন নিহতের ঘটনায় ‘যুবলীগ নেতার’ অস্ত্র হাতে ছবি ভাইরাল হয়। ভাইরাল ছবিতে হেলমেট পরিহিত যুবককে অস্ত্র হাতে গুলি করতে দেখা যায়। পুলিশ বলছে, হেলমেট পরিহিত গুলিবর্ষণকারীকে খোঁজা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, অস্ত্র হাতে ওই যুবকের নাম বেলাল উদ্দিন। তিনি পৌরসভা যুবলীগের আওতাধীন ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৫ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৫ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৫ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৫ দিন আগে