মাইনউদ্দিন শাহেদ, চকরিয়া (কক্সবাজার)
কক্সবাজার শহর থেকে ৪৫ কিলোমিটার দূরে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালের পাশের হাসিনা গ্রাম। এ গ্রামের পূর্বে পাশে বেয়ে গেছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক।
সবুজ গাছগাছালির এই গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী সুরেশ চন্দ্র পরলোক গমন করেন ১০ দিন আগে। আজ মঙ্গলবার তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার অংশ হিসেবে মাথা মোড়ানোর জন্য যান তাঁর সন্তানেরা। এই কর্ম পালন করার জন্যে তাঁর নয় সন্তান মহাসড়কের পূর্ব পাশের বনে গিয়েছিলেন। মহাসড়কের পাশেই তাঁরা কর্ম শেষে বাড়ি ফেরার জন্যে লাইনে দাঁড়িয়েছিলেন।
এরপর মাথা মোড়ানো শেষে তাঁদের বাবার শ্মশানে যাওয়ার কথা ছিল। কিন্তু বাবার শ্মশানে আর প্রার্থণা করতে নয়, বরং নিজেরাই লাশ হয়ে শ্মশানে যাচ্ছেন তাঁরা।
আজ মঙ্গলবার ভোর সাড় ৫টায় কক্সবাজারমুখী একটি পিকআপ মুল সড়ক থেকে নেমে গিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চার ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়। আহত হন আরও দুই ভাই ও একবোন। অল্পের জন্যে প্রাণে রক্ষা পান প্লাবন (১৯) ও মুন্নী (২৮)।
বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্বরণ ও মারা যান। এ নিয়ে একই পরিবারের মোট পাঁচজন মারা গেলেন।
এর আগে সকালে ঘটনাস্থলেই নিহতরা হলেন, অনুপম (৪৬), দীপক (৩৫), চম্পক (৩০) ও নিরুপম (৪০)।
বেলা ১২টা সুরেশ ের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির উঠোনে সারিবদ্ধভাবে রাখা হয়েছে চার ভাইয়ের নিথরদেহ। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। তাঁদের স্বান্তনা দেওয়ার ভাষা নেই কারও কাছে।
প্রত্যক্ষদর্শী প্লাবন ঘটনার পর থেকে পাগলপ্রায়। তিনি এবার ডুলাহাজারা কলেজ এইচএসসি পরীক্ষা দিয়েছেন। চার-পাঁচজন স্বজন ও বন্ধু তাঁকে স্বান্তনা দেওয়ার চেষ্টা করছেন।
তিনি অপরিচিত যাকে সামনে পাচ্ছেন তাঁর দিকেই তেড়ে আসছেন! পুলিশ, সাংবাদিক ও রাজনীতিক সবাইকে এ দুর্ঘটনার জন্যে দায়ী করছেন। এই প্রতিবেদক তাঁর সঙ্গে কথা বলতে চাইলে তিনি উত্তেজিত হয়ে পড়েন। বলেন, এখন লিখে হবে? এটি খুন। চলে যান এখান থেকে! তাঁর পাশেই নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছেন মা মানু রানী (৬৫)।
সুজন স্থানীয় একজন জানান, একসঙ্গে এক পরিবারের এত লাশ তাঁরা আর কোনো দিন দেখেননি।
চকরিয়া সচেতন নাগরিক কমিটির (সনাক-টিআইবি) সদস্য ও সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ সন্তোষ কুমার আজকের পত্রিকাকে বলেন, বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার অংশ হিসেবে তাঁরা আজ ক্ষৌরকর্ম (মাথা মোড়ানো) করতে মহাসড়ক পার হয়ে বনের পাশে গিয়েছিলেন। সেখানে পূজা শেষে বাড়ি ফিরতে গিয়ে এমন মর্মান্তিক ঘটনার শিকার হন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কক্সবাজার শহর থেকে ৪৫ কিলোমিটার দূরে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালের পাশের হাসিনা গ্রাম। এ গ্রামের পূর্বে পাশে বেয়ে গেছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক।
সবুজ গাছগাছালির এই গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী সুরেশ চন্দ্র পরলোক গমন করেন ১০ দিন আগে। আজ মঙ্গলবার তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার অংশ হিসেবে মাথা মোড়ানোর জন্য যান তাঁর সন্তানেরা। এই কর্ম পালন করার জন্যে তাঁর নয় সন্তান মহাসড়কের পূর্ব পাশের বনে গিয়েছিলেন। মহাসড়কের পাশেই তাঁরা কর্ম শেষে বাড়ি ফেরার জন্যে লাইনে দাঁড়িয়েছিলেন।
এরপর মাথা মোড়ানো শেষে তাঁদের বাবার শ্মশানে যাওয়ার কথা ছিল। কিন্তু বাবার শ্মশানে আর প্রার্থণা করতে নয়, বরং নিজেরাই লাশ হয়ে শ্মশানে যাচ্ছেন তাঁরা।
আজ মঙ্গলবার ভোর সাড় ৫টায় কক্সবাজারমুখী একটি পিকআপ মুল সড়ক থেকে নেমে গিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চার ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়। আহত হন আরও দুই ভাই ও একবোন। অল্পের জন্যে প্রাণে রক্ষা পান প্লাবন (১৯) ও মুন্নী (২৮)।
বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্বরণ ও মারা যান। এ নিয়ে একই পরিবারের মোট পাঁচজন মারা গেলেন।
এর আগে সকালে ঘটনাস্থলেই নিহতরা হলেন, অনুপম (৪৬), দীপক (৩৫), চম্পক (৩০) ও নিরুপম (৪০)।
বেলা ১২টা সুরেশ ের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির উঠোনে সারিবদ্ধভাবে রাখা হয়েছে চার ভাইয়ের নিথরদেহ। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। তাঁদের স্বান্তনা দেওয়ার ভাষা নেই কারও কাছে।
প্রত্যক্ষদর্শী প্লাবন ঘটনার পর থেকে পাগলপ্রায়। তিনি এবার ডুলাহাজারা কলেজ এইচএসসি পরীক্ষা দিয়েছেন। চার-পাঁচজন স্বজন ও বন্ধু তাঁকে স্বান্তনা দেওয়ার চেষ্টা করছেন।
তিনি অপরিচিত যাকে সামনে পাচ্ছেন তাঁর দিকেই তেড়ে আসছেন! পুলিশ, সাংবাদিক ও রাজনীতিক সবাইকে এ দুর্ঘটনার জন্যে দায়ী করছেন। এই প্রতিবেদক তাঁর সঙ্গে কথা বলতে চাইলে তিনি উত্তেজিত হয়ে পড়েন। বলেন, এখন লিখে হবে? এটি খুন। চলে যান এখান থেকে! তাঁর পাশেই নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছেন মা মানু রানী (৬৫)।
সুজন স্থানীয় একজন জানান, একসঙ্গে এক পরিবারের এত লাশ তাঁরা আর কোনো দিন দেখেননি।
চকরিয়া সচেতন নাগরিক কমিটির (সনাক-টিআইবি) সদস্য ও সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ সন্তোষ কুমার আজকের পত্রিকাকে বলেন, বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার অংশ হিসেবে তাঁরা আজ ক্ষৌরকর্ম (মাথা মোড়ানো) করতে মহাসড়ক পার হয়ে বনের পাশে গিয়েছিলেন। সেখানে পূজা শেষে বাড়ি ফিরতে গিয়ে এমন মর্মান্তিক ঘটনার শিকার হন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫