পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের লঞ্চঘাট এলাকার কুতুবদিয়া চ্যানেল চর। এই চরে ২০১১-১২ সালে বনায়ন করা হয় ১০ একর প্যারাবন। এই প্যারাবনে বর্তমানে রয়েছে প্রায় ৫ হাজার বাইনগাছ। সমুদ্রের জোয়ারের বিপক্ষে মাথা তুলে দাঁড়িয়ে থাকা এই বনের প্রতিটি গাছের উচ্চতা ৮-১২ ফুট।
সম্প্রতি সবুজ আচ্ছাদিত এই বনের দক্ষিণ অংশে ফেলা হচ্ছে বালু। বালুর নিচে চাপা পড়ে ধ্বংস হচ্ছে উপকূল রক্ষায় অতিপ্রয়োজনীয় এ প্যারাবন।
সরেজমিনে দেখা যায়, মগনামা লঞ্চঘাটের দক্ষিণ পাশে নদীর চরে কুতুবদিয়া চ্যানেল থেকে অবৈধভাবে উত্তোলন করা বালু ফেলা হচ্ছে। কুতুবদিয়া চ্যানেলে ড্রেজার বসিয়ে পাইপের সাহায্যে বালু প্যারাবনে ফেলা হচ্ছে। এতে প্যারাবনের গাছ বালুর নিচে চাপা পড়ে শ্বাসমূল নষ্ট হয়ে মারা যাচ্ছে।
পরিবেশবাদীদের অভিযোগ, ইতিমধ্যে অন্তত ১০০ গাছ ধ্বংস হয়েছে।
এ বিষয়ে স্থানীয় পরিবেশবাদী মাসউদ বিন জলিল বলেন, ‘উপকূলীয় বন বিভাগের মগনামা বন বিটের ২০০ গজের মধ্যে এমন ঘটনা ঘটলেও বনকর্মীরা নীরব ভূমিকা পালন করছেন। অনতিবিলম্বে প্যারাবন নিধনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।’
বালু উত্তোলনের কাজে নিয়োজিত মোস্তাক মিয়া বলেন, ‘মগনামা লঞ্চঘাট স্টেশনের দক্ষিণ পাশের কালভার্ট প্রশস্ত করতে একটি বাইপাস সড়ক বানানো হচ্ছে। এতে সাগর থেকে বালু এনে প্যারাবনের পাশে রাখা হচ্ছে, যা পরে জিও ব্যাগে ভরে বাইপাস সড়কের কাজে লাগানো হচ্ছে। এটি বানৌজা শেখ হাসিনা ঘাঁটি সংযোগ সড়কের কাজের অংশ। ঠিকাদারি প্রতিষ্ঠান জামিল ইকবাল কনস্ট্রাকশনের পক্ষে আমি এ কাজ করছি। পাশাপাশি আমরা প্যারাবনের ক্ষতি কম করার চেষ্টা করছি।’
ঠিকাদারি প্রতিষ্ঠান জামিল ইকবাল কনস্ট্রাকশনের প্রজেক্ট ম্যানেজার মহসিন আহমেদ বলেন, ‘ক্ষতির বিষয়টি জানতে পেরে প্যারাবনে বালু ফেলা আমরা বন্ধ রেখেছি।’
এ বিষয়ে মগনামা উপকূলীয় বন বিট কর্মকর্তা মো. মোবারক বলেন, ‘প্যারাবনে বালু না ফেলতে সংশ্লিষ্টদের মৌখিকভাবে বলা হয়েছে। কিন্তু তারা কর্ণপাত করছেন না। জনবলের সংকটের কারণে সার্বক্ষণিকভাবে তা আমরা নজরদারি করতে পারছি না। প্যারাবন ধ্বংসে জড়িতদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব।’
উপকূলীয় বন বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবদুর রহমান বলেন, ‘প্যারাবন ধ্বংসের বিষয়টি আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের লঞ্চঘাট এলাকার কুতুবদিয়া চ্যানেল চর। এই চরে ২০১১-১২ সালে বনায়ন করা হয় ১০ একর প্যারাবন। এই প্যারাবনে বর্তমানে রয়েছে প্রায় ৫ হাজার বাইনগাছ। সমুদ্রের জোয়ারের বিপক্ষে মাথা তুলে দাঁড়িয়ে থাকা এই বনের প্রতিটি গাছের উচ্চতা ৮-১২ ফুট।
সম্প্রতি সবুজ আচ্ছাদিত এই বনের দক্ষিণ অংশে ফেলা হচ্ছে বালু। বালুর নিচে চাপা পড়ে ধ্বংস হচ্ছে উপকূল রক্ষায় অতিপ্রয়োজনীয় এ প্যারাবন।
সরেজমিনে দেখা যায়, মগনামা লঞ্চঘাটের দক্ষিণ পাশে নদীর চরে কুতুবদিয়া চ্যানেল থেকে অবৈধভাবে উত্তোলন করা বালু ফেলা হচ্ছে। কুতুবদিয়া চ্যানেলে ড্রেজার বসিয়ে পাইপের সাহায্যে বালু প্যারাবনে ফেলা হচ্ছে। এতে প্যারাবনের গাছ বালুর নিচে চাপা পড়ে শ্বাসমূল নষ্ট হয়ে মারা যাচ্ছে।
পরিবেশবাদীদের অভিযোগ, ইতিমধ্যে অন্তত ১০০ গাছ ধ্বংস হয়েছে।
এ বিষয়ে স্থানীয় পরিবেশবাদী মাসউদ বিন জলিল বলেন, ‘উপকূলীয় বন বিভাগের মগনামা বন বিটের ২০০ গজের মধ্যে এমন ঘটনা ঘটলেও বনকর্মীরা নীরব ভূমিকা পালন করছেন। অনতিবিলম্বে প্যারাবন নিধনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।’
বালু উত্তোলনের কাজে নিয়োজিত মোস্তাক মিয়া বলেন, ‘মগনামা লঞ্চঘাট স্টেশনের দক্ষিণ পাশের কালভার্ট প্রশস্ত করতে একটি বাইপাস সড়ক বানানো হচ্ছে। এতে সাগর থেকে বালু এনে প্যারাবনের পাশে রাখা হচ্ছে, যা পরে জিও ব্যাগে ভরে বাইপাস সড়কের কাজে লাগানো হচ্ছে। এটি বানৌজা শেখ হাসিনা ঘাঁটি সংযোগ সড়কের কাজের অংশ। ঠিকাদারি প্রতিষ্ঠান জামিল ইকবাল কনস্ট্রাকশনের পক্ষে আমি এ কাজ করছি। পাশাপাশি আমরা প্যারাবনের ক্ষতি কম করার চেষ্টা করছি।’
ঠিকাদারি প্রতিষ্ঠান জামিল ইকবাল কনস্ট্রাকশনের প্রজেক্ট ম্যানেজার মহসিন আহমেদ বলেন, ‘ক্ষতির বিষয়টি জানতে পেরে প্যারাবনে বালু ফেলা আমরা বন্ধ রেখেছি।’
এ বিষয়ে মগনামা উপকূলীয় বন বিট কর্মকর্তা মো. মোবারক বলেন, ‘প্যারাবনে বালু না ফেলতে সংশ্লিষ্টদের মৌখিকভাবে বলা হয়েছে। কিন্তু তারা কর্ণপাত করছেন না। জনবলের সংকটের কারণে সার্বক্ষণিকভাবে তা আমরা নজরদারি করতে পারছি না। প্যারাবন ধ্বংসে জড়িতদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব।’
উপকূলীয় বন বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবদুর রহমান বলেন, ‘প্যারাবন ধ্বংসের বিষয়টি আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে