মাইনউদ্দিন শাহেদ, কক্সবাজার
কক্সবাজার সৈকতে বছরের শেষ সূর্যাস্ত উপভোগ করেছেন পর্যটকেরা। পশ্চিম আকাশে বছরের শেষ সূর্য লাল আভা ছড়িয়ে ডুব দেওয়ার মুহূর্তটি পরিবার-পরিজন কিংবা বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়ে দেখতে ছুটে এসেছিলেন অনেকেই।
থার্টি ফাস্ট নাইট ও ইংরেজি নতুন বছর বরণকে কেন্দ্র করে কক্সবাজার সমুদ্রসৈকত এক সময় উৎসবের শহর হয়ে উঠত। কিন্তু করোনাকাল থেকে সৈকতের উন্মুক্ত পরিবেশে কোনো কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না। এবারও সৈকতে কোনো অনুষ্ঠানের আয়োজন নেই। ফলে পর্যটকদের এবার বাড়তি চাপও নেই বলে জানান সংশ্লিষ্টরা। তবে শহর ও মেরিনড্রাইভের তারকা মানের হোটেলগুলোতে নানা আয়োজন রয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে সমুদ্রসৈকতের সুগন্ধা ও লাবণি পয়েন্টে গিয়ে দেখা যায়, বছরের শেষ সূর্যাস্ত দেখতে কয়েক হাজার পর্যটক ও স্থানীয় বাসিন্দা সৈকতে নামছেন। কেউ বালুচরে পাতানো চেয়ারছাতায় (কিটকট), কেউ বেলাভূমিতে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছেন। প্রিয়জনদের নিয়ে বছরের শেষ সূর্যাস্তের মুহূর্ত ক্যামেরায় বন্দী করতে ব্যস্ত রয়েছেন পর্যটকেরা। সবার দৃষ্টি যেন ডুবন্ত সূর্য দিকে।
সুগন্ধা পয়েন্টে দায়িত্বরত জেলা প্রশাসনের বিচকর্মিদের সহকারী সুপারভাইজার বেলাল হোসেন বলেন, ‘চলতি মাস জুড়েই কক্সবাজারে সৈকতে পর্যটকের ভিড় লেগে আছে। এখনো প্রায় এক লাখ পর্যটক অবস্থান করছে। সূর্যাস্ত দেখতে বিকেলের দিকে পর্যটকদের পাশাপাশি স্থানীয়রাও ভিড় করেছেন।’
ঢাকার উত্তরা থেকে আসা পর্যটক আইয়ুব চৌধুরী বলেন, ‘সমুদ্রসৈকতে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার অনুভূতিই আলাদা। ঘটনাবহুল ২০২৪ সালের শেষ সূর্য দেখার সাক্ষী হতেই ছুটে এসেছিলাম।
চকরিয়ার বরইতলি থেকে সপরিবারে ঘুরতে এসেছেন শিক্ষক আবুল কালাম। তিনি বলেন, বছরের শেষ দিনে সৈকতে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকত। বাচ্চাদের নিয়ে তা উপভোগ করতে আসতাম। কিন্তু করোনা মহামারি থেকে অনুষ্ঠানের কোনো আয়োজন হচ্ছে না।
সৈকত ছাড়াও মেরিনড্রাইভ ধরে দরিয়ানগর, হিমছড়ি, ইনানী-পাটোয়ারটেক পাথুরে সৈকত, সেন্ট মার্টিনে পর্যটকেরা বছরের শেষ সূর্যকে বিদায় জানান। কিন্তু সৈকতের উন্মুক্ত স্থানে কনসার্ট কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন না থাকায় পর্যটকদের কেউ কেউ হতাশা প্রকাশ করেছেন।
হোটেল মালিক সমিতি সূত্রে জানা গেছে, মেরিনড্রাইভের ইনানীর রয়েল টিউলিপ, হিমছড়ির মারমেইড ইকো রিসোর্ট, নিসর্গ রিসোর্ট, শহরের কলাতলীর সায়মন রিসোর্ট, ওশান প্যারাডাইস, লংবিচ, সী প্যালেস, কক্স টু ডে, জলতরঙ্গসহ বেশ কয়েকটি তারকা মানের হোটেল-রিসোর্টে প্রশাসনের অনুমতি নিয়ে ইনডোরে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে।
জানতে চাইলে সাগরপারের কক্স টুডের জেনারেল ম্যানেজার আবু তালেব শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘নতুন বছরকে স্বাগত জানাতে হোটেল কক্ষের সাজসজ্জা, কেক কাটাসহ ছোটখাটো আয়োজন রয়েছে। কিন্তু কোনো কনসার্টের আয়োজন নেই।’
কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ বলেন, ‘তারকা মানের হোটেলগুলোতে শতভাগ কক্ষ বুকিং আছে। পাশাপাশি মাঝারি মানের হোটেলগুলোতেও ৭০ থেকে ৮০ শতাংশ কক্ষে পর্যটক রয়েছে।’
নিরাপত্তা বিবেচনায় এবারও সৈকতের উন্মুক্ত স্থানে থার্টি ফাস্ট নাইটের কোনো অনুষ্ঠানের আয়োজন নেই জানিয়ে টুরিস্ট পুলিশ কক্সবাজারের সহকারী পুলিশ সুপার মো. আবুল কালাম বলেন, পর্যটকদের নিরাপত্তা প্রদানে গভীর রাতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল থাকবে।
পর্যটকদের জন্য ‘ভ্রমণিকা’ নামের ভ্রমণ গাইড অ্যাপস
এদিকে ইংরেজি নববর্ষ উপলক্ষে কক্সবাজারের জেলা প্রশাসন ভ্রমণিকা নামের একটি মোবাইল ভ্রমণ গাইড অ্যাপস তৈরি করেছেন। এটি হচ্ছে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের জন্য নববর্ষের শুভেচ্ছা। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, অ্যাপসটি ভ্রমণ পিপাসুদের জন্য গাইড হিসাবে সহায়কের ভূমিকা পালন করবে।
কক্সবাজার সৈকতে বছরের শেষ সূর্যাস্ত উপভোগ করেছেন পর্যটকেরা। পশ্চিম আকাশে বছরের শেষ সূর্য লাল আভা ছড়িয়ে ডুব দেওয়ার মুহূর্তটি পরিবার-পরিজন কিংবা বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়ে দেখতে ছুটে এসেছিলেন অনেকেই।
থার্টি ফাস্ট নাইট ও ইংরেজি নতুন বছর বরণকে কেন্দ্র করে কক্সবাজার সমুদ্রসৈকত এক সময় উৎসবের শহর হয়ে উঠত। কিন্তু করোনাকাল থেকে সৈকতের উন্মুক্ত পরিবেশে কোনো কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না। এবারও সৈকতে কোনো অনুষ্ঠানের আয়োজন নেই। ফলে পর্যটকদের এবার বাড়তি চাপও নেই বলে জানান সংশ্লিষ্টরা। তবে শহর ও মেরিনড্রাইভের তারকা মানের হোটেলগুলোতে নানা আয়োজন রয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে সমুদ্রসৈকতের সুগন্ধা ও লাবণি পয়েন্টে গিয়ে দেখা যায়, বছরের শেষ সূর্যাস্ত দেখতে কয়েক হাজার পর্যটক ও স্থানীয় বাসিন্দা সৈকতে নামছেন। কেউ বালুচরে পাতানো চেয়ারছাতায় (কিটকট), কেউ বেলাভূমিতে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছেন। প্রিয়জনদের নিয়ে বছরের শেষ সূর্যাস্তের মুহূর্ত ক্যামেরায় বন্দী করতে ব্যস্ত রয়েছেন পর্যটকেরা। সবার দৃষ্টি যেন ডুবন্ত সূর্য দিকে।
সুগন্ধা পয়েন্টে দায়িত্বরত জেলা প্রশাসনের বিচকর্মিদের সহকারী সুপারভাইজার বেলাল হোসেন বলেন, ‘চলতি মাস জুড়েই কক্সবাজারে সৈকতে পর্যটকের ভিড় লেগে আছে। এখনো প্রায় এক লাখ পর্যটক অবস্থান করছে। সূর্যাস্ত দেখতে বিকেলের দিকে পর্যটকদের পাশাপাশি স্থানীয়রাও ভিড় করেছেন।’
ঢাকার উত্তরা থেকে আসা পর্যটক আইয়ুব চৌধুরী বলেন, ‘সমুদ্রসৈকতে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার অনুভূতিই আলাদা। ঘটনাবহুল ২০২৪ সালের শেষ সূর্য দেখার সাক্ষী হতেই ছুটে এসেছিলাম।
চকরিয়ার বরইতলি থেকে সপরিবারে ঘুরতে এসেছেন শিক্ষক আবুল কালাম। তিনি বলেন, বছরের শেষ দিনে সৈকতে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকত। বাচ্চাদের নিয়ে তা উপভোগ করতে আসতাম। কিন্তু করোনা মহামারি থেকে অনুষ্ঠানের কোনো আয়োজন হচ্ছে না।
সৈকত ছাড়াও মেরিনড্রাইভ ধরে দরিয়ানগর, হিমছড়ি, ইনানী-পাটোয়ারটেক পাথুরে সৈকত, সেন্ট মার্টিনে পর্যটকেরা বছরের শেষ সূর্যকে বিদায় জানান। কিন্তু সৈকতের উন্মুক্ত স্থানে কনসার্ট কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন না থাকায় পর্যটকদের কেউ কেউ হতাশা প্রকাশ করেছেন।
হোটেল মালিক সমিতি সূত্রে জানা গেছে, মেরিনড্রাইভের ইনানীর রয়েল টিউলিপ, হিমছড়ির মারমেইড ইকো রিসোর্ট, নিসর্গ রিসোর্ট, শহরের কলাতলীর সায়মন রিসোর্ট, ওশান প্যারাডাইস, লংবিচ, সী প্যালেস, কক্স টু ডে, জলতরঙ্গসহ বেশ কয়েকটি তারকা মানের হোটেল-রিসোর্টে প্রশাসনের অনুমতি নিয়ে ইনডোরে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে।
জানতে চাইলে সাগরপারের কক্স টুডের জেনারেল ম্যানেজার আবু তালেব শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘নতুন বছরকে স্বাগত জানাতে হোটেল কক্ষের সাজসজ্জা, কেক কাটাসহ ছোটখাটো আয়োজন রয়েছে। কিন্তু কোনো কনসার্টের আয়োজন নেই।’
কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ বলেন, ‘তারকা মানের হোটেলগুলোতে শতভাগ কক্ষ বুকিং আছে। পাশাপাশি মাঝারি মানের হোটেলগুলোতেও ৭০ থেকে ৮০ শতাংশ কক্ষে পর্যটক রয়েছে।’
নিরাপত্তা বিবেচনায় এবারও সৈকতের উন্মুক্ত স্থানে থার্টি ফাস্ট নাইটের কোনো অনুষ্ঠানের আয়োজন নেই জানিয়ে টুরিস্ট পুলিশ কক্সবাজারের সহকারী পুলিশ সুপার মো. আবুল কালাম বলেন, পর্যটকদের নিরাপত্তা প্রদানে গভীর রাতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল থাকবে।
পর্যটকদের জন্য ‘ভ্রমণিকা’ নামের ভ্রমণ গাইড অ্যাপস
এদিকে ইংরেজি নববর্ষ উপলক্ষে কক্সবাজারের জেলা প্রশাসন ভ্রমণিকা নামের একটি মোবাইল ভ্রমণ গাইড অ্যাপস তৈরি করেছেন। এটি হচ্ছে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের জন্য নববর্ষের শুভেচ্ছা। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, অ্যাপসটি ভ্রমণ পিপাসুদের জন্য গাইড হিসাবে সহায়কের ভূমিকা পালন করবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে