কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমারের রাখাইনে থেমে থেমে সরকারি বাহিনীর সঙ্গে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সংঘর্ষ চলছে। টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার আবার গোলাগুলি ও বিস্ফোরণের বিকট শব্দে কক্সবাজারের টেকনাফ সীমান্ত কেঁপে উঠেছে।
সীমান্তের বাসিন্দা ও স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার, ওয়াব্রাং, পুরানবাজার, ফুলের ডেইল, চৌধুরীপাড়া, সাইটপাড়া, রঙ্গিখালী, লেদা, মুচনী, দমদমিয়া, টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া, কেকে পাড়া, জালিয়াপাড়া থেকে শুরু করে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের নাফনদীর ওপারে বিকট শব্দের বিস্ফোরণের ঘটনা ঘটে। সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দারাও এ বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানান তারা।
এ ছাড়া নাফনদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের উত্তরের বলিবাজার, নাকপুরা, দক্ষিণে হাস্যুরাতা, নাইক্ষ্যংদিয়া, মাঝামাঝি সিকদারপাড়া, দলিয়াপাড়া, কদিরবিল, নুরুল্যাহপাড়াকে ঘিরে মর্টার শেলসহ নানা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
টেকনাফ-মিয়ানমার সীমান্ত বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা আরাকান আর্মি নিয়ন্ত্রণে নিয়েছে। জান্তা বাহিনী বেদখল হওয়া এলাকাগুলো পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘গত পাঁচ দিন ধরে মিয়ানমারের সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা যায়নি। আজ (বৃহস্পতিবার) সকাল থেকে আবারও থেমে থেমে বিকট শব্দ শোনা যাচ্ছে।’
সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম বলেন, ‘গত পাঁচ দিন পর আজ সকাল থেকে বিকট শব্দ শোনা যাচ্ছে। নাফ নদীর ওপারে আবারও সংঘর্ষ চলছে।’ একই কথা জানান স্থানীয় ইউপি সদস্য আক্তার কামালও।
এ বিষয়ে ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘রাখাইনের পরিস্থিতি বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।’
মিয়ানমারের রাখাইনে থেমে থেমে সরকারি বাহিনীর সঙ্গে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সংঘর্ষ চলছে। টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার আবার গোলাগুলি ও বিস্ফোরণের বিকট শব্দে কক্সবাজারের টেকনাফ সীমান্ত কেঁপে উঠেছে।
সীমান্তের বাসিন্দা ও স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার, ওয়াব্রাং, পুরানবাজার, ফুলের ডেইল, চৌধুরীপাড়া, সাইটপাড়া, রঙ্গিখালী, লেদা, মুচনী, দমদমিয়া, টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া, কেকে পাড়া, জালিয়াপাড়া থেকে শুরু করে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের নাফনদীর ওপারে বিকট শব্দের বিস্ফোরণের ঘটনা ঘটে। সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দারাও এ বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানান তারা।
এ ছাড়া নাফনদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের উত্তরের বলিবাজার, নাকপুরা, দক্ষিণে হাস্যুরাতা, নাইক্ষ্যংদিয়া, মাঝামাঝি সিকদারপাড়া, দলিয়াপাড়া, কদিরবিল, নুরুল্যাহপাড়াকে ঘিরে মর্টার শেলসহ নানা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
টেকনাফ-মিয়ানমার সীমান্ত বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা আরাকান আর্মি নিয়ন্ত্রণে নিয়েছে। জান্তা বাহিনী বেদখল হওয়া এলাকাগুলো পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘গত পাঁচ দিন ধরে মিয়ানমারের সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা যায়নি। আজ (বৃহস্পতিবার) সকাল থেকে আবারও থেমে থেমে বিকট শব্দ শোনা যাচ্ছে।’
সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম বলেন, ‘গত পাঁচ দিন পর আজ সকাল থেকে বিকট শব্দ শোনা যাচ্ছে। নাফ নদীর ওপারে আবারও সংঘর্ষ চলছে।’ একই কথা জানান স্থানীয় ইউপি সদস্য আক্তার কামালও।
এ বিষয়ে ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘রাখাইনের পরিস্থিতি বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫