Ajker Patrika

উখিয়ায় ৪ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার 

প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
উখিয়ায় ৪ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার 

কক্সবাজারের উখিয়ায় ৪ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দিবাগত রাত দেড়টায় দিকে উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের করইবনিয়া থেকে এসব উদ্ধার করা হয়। 

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। 

আলী হায়দার আজাদ আহমেদ বলেন, একদল পাচারকারী সীমান্ত থেকে ইয়াবা প্রবেশের সংবাদে আগে থেকেই অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ দল। প্রবেশের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবার বস্তা ফেলে পালিয়ে যান তাঁরা। পরে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে গণনা করে ওই সব ইয়াবা পাওয়া যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত