চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক তরুণের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঢেমুশিয়ার ছয়কুড়িটিক্কাপাড়া গ্রামের সড়ক থেকে তরুণকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত তরুণের নাম মো. জাকের হোসেন (১৮)। তিনি ওই এলাকার মাছ বিক্রেতা আব্দুল কাদেরের ছেলে। তিনি বাবার সঙ্গে মাছ বিক্রিতে সহায়তা করতেন।
চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) এম এম রকীব উর রাজা আজকের পত্রিকাকে বলেন, পশ্চিম ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ওই তরুণ। তাঁর বুকের বাম পাঁজর ও বাম রানের মাংস পেশিতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ধারালো ছুরির আঘাতে জাকের নিহত হয়েছেন। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহত জাকের এর বাবা আব্দুল কাদের সাংবাদিকদের বলেন, তাঁর ছেলেকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে কারও সঙ্গে শক্রতা নেই। কে বা কারা, কী কারণে হত্যা করেছে, তিনি জানেন না। তবে তিনি ছেলে খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া আজকের পত্রিকাকে বলেন, নিহত তরুণের পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা হয়েছে। পুলিশের দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে চেষ্টা চালাচ্ছেন।
নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পরিদর্শক ইয়াছিন।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক তরুণের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঢেমুশিয়ার ছয়কুড়িটিক্কাপাড়া গ্রামের সড়ক থেকে তরুণকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত তরুণের নাম মো. জাকের হোসেন (১৮)। তিনি ওই এলাকার মাছ বিক্রেতা আব্দুল কাদেরের ছেলে। তিনি বাবার সঙ্গে মাছ বিক্রিতে সহায়তা করতেন।
চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) এম এম রকীব উর রাজা আজকের পত্রিকাকে বলেন, পশ্চিম ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ওই তরুণ। তাঁর বুকের বাম পাঁজর ও বাম রানের মাংস পেশিতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ধারালো ছুরির আঘাতে জাকের নিহত হয়েছেন। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহত জাকের এর বাবা আব্দুল কাদের সাংবাদিকদের বলেন, তাঁর ছেলেকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে কারও সঙ্গে শক্রতা নেই। কে বা কারা, কী কারণে হত্যা করেছে, তিনি জানেন না। তবে তিনি ছেলে খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া আজকের পত্রিকাকে বলেন, নিহত তরুণের পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা হয়েছে। পুলিশের দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে চেষ্টা চালাচ্ছেন।
নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পরিদর্শক ইয়াছিন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে