চুয়াডাঙ্গার জীবননগরে ২০ মিনিটের ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুরে বিএডিসির পাঁচটি বীজ উৎপাদন খামারের ১ হাজার ১৫৫ একর আধপাকা ধান মাটিতে হেলে পড়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে বিএডিসির অতিরিক্ত মহাব্যবস্থাপক (খামার) ফখরুল হাসান প্রধান জানান, এতে ১১ কোটি টাকার ক্ষতি হয়েছে। এবার উফসি ও হাইব্রিড জাতের বীজের সংকট তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ ছাড়া জীবননগর উপজেলার যাদবপুর, গঙ্গাদাসপুর, পাথিলা, সুটিয়া, সোন্দাহ, করিমপুর ও তারানিবাস মাঠের ২৫ হেক্টর জমির ধান শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১০ হেক্টর জমির ধান মাটির সঙ্গে মিশে গেছে।
গত বুধবার রাত পৌনে ৯টার দিকে ঝড় ও বৃষ্টি শুরু হয়। খবর পেয়ে বিএডিসির অতিরিক্ত মহাব্যবস্থাপক (খামার) ফখরুল হাসান প্রধানসহ ঊর্ধ্বতম কর্মকর্তারা বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত ৫টি বীজ ধানের খেত পরিদর্শন করেন।
বিএডিসির পাথিলা বীজ উৎপাদন খামারের উপপরিচালক মুহাম্মদ কামাল উদ্দিন মোল্লা বলেন, ‘ধান কাটা চলছে। এর মধ্যে গত বুধবার রাতে বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে খামারের ২৬৬ দশমিক ৩২ একর জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ ৩ থেকে ৪ কোটি টাকা।’
দত্তনগর ফার্মের যুগ্ম পরিচালক মো. কামরুজ্জামান শাহিন বলেন, ‘পাথিলা খামার ছাড়াও মথুরা ও গোকুলনগর খামারে ব্যাপক ক্ষতি হয়েছে। মথুরা খামারে ২৭৮ একর, গোকুলনগর খামারে ৩৯২ একর, করিঞ্চা ফার্মে ১৫২ একর ও কুশাডাঙ্গা ফার্মে ৯৫ একর জমির বীজ ধানের ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১১ কোটি টাকা।’
পরিদর্শনে আসা বিএডিসির অতিরিক্ত মহাব্যবস্থাপক (খামার) ফখরুল হাসান প্রধান বলেন, ‘বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণে আগামীতে কিছুটা হলেও উফসি ও হাইব্রিড জাতের বীজের সংকট তৈরি হবে।’
জীবননগর কৃষি অফিস সূত্রে জানা গেছে, বুধবারের ঝড় ও শিলাবৃষ্টিতে ২৫ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১০ হেক্টর জমির ধান একেবারে নষ্ট হয়ে গেছে। এ ছাড়া আম ও লিচুর ক্ষতি হয়েছে।
চুয়াডাঙ্গার জীবননগরে ২০ মিনিটের ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুরে বিএডিসির পাঁচটি বীজ উৎপাদন খামারের ১ হাজার ১৫৫ একর আধপাকা ধান মাটিতে হেলে পড়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে বিএডিসির অতিরিক্ত মহাব্যবস্থাপক (খামার) ফখরুল হাসান প্রধান জানান, এতে ১১ কোটি টাকার ক্ষতি হয়েছে। এবার উফসি ও হাইব্রিড জাতের বীজের সংকট তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ ছাড়া জীবননগর উপজেলার যাদবপুর, গঙ্গাদাসপুর, পাথিলা, সুটিয়া, সোন্দাহ, করিমপুর ও তারানিবাস মাঠের ২৫ হেক্টর জমির ধান শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১০ হেক্টর জমির ধান মাটির সঙ্গে মিশে গেছে।
গত বুধবার রাত পৌনে ৯টার দিকে ঝড় ও বৃষ্টি শুরু হয়। খবর পেয়ে বিএডিসির অতিরিক্ত মহাব্যবস্থাপক (খামার) ফখরুল হাসান প্রধানসহ ঊর্ধ্বতম কর্মকর্তারা বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত ৫টি বীজ ধানের খেত পরিদর্শন করেন।
বিএডিসির পাথিলা বীজ উৎপাদন খামারের উপপরিচালক মুহাম্মদ কামাল উদ্দিন মোল্লা বলেন, ‘ধান কাটা চলছে। এর মধ্যে গত বুধবার রাতে বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে খামারের ২৬৬ দশমিক ৩২ একর জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ ৩ থেকে ৪ কোটি টাকা।’
দত্তনগর ফার্মের যুগ্ম পরিচালক মো. কামরুজ্জামান শাহিন বলেন, ‘পাথিলা খামার ছাড়াও মথুরা ও গোকুলনগর খামারে ব্যাপক ক্ষতি হয়েছে। মথুরা খামারে ২৭৮ একর, গোকুলনগর খামারে ৩৯২ একর, করিঞ্চা ফার্মে ১৫২ একর ও কুশাডাঙ্গা ফার্মে ৯৫ একর জমির বীজ ধানের ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১১ কোটি টাকা।’
পরিদর্শনে আসা বিএডিসির অতিরিক্ত মহাব্যবস্থাপক (খামার) ফখরুল হাসান প্রধান বলেন, ‘বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণে আগামীতে কিছুটা হলেও উফসি ও হাইব্রিড জাতের বীজের সংকট তৈরি হবে।’
জীবননগর কৃষি অফিস সূত্রে জানা গেছে, বুধবারের ঝড় ও শিলাবৃষ্টিতে ২৫ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১০ হেক্টর জমির ধান একেবারে নষ্ট হয়ে গেছে। এ ছাড়া আম ও লিচুর ক্ষতি হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে