আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
রোববার আলমডাঙ্গার ১৩ ইউনিয়নে শুরু হচ্ছে ভোটযুদ্ধ। আগামী রোববার সকাল থেকে শুরু হবে এই ভোটগ্রহণ।
জানা যায়, আলমডাঙ্গার ১৩টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ২৫ হাজার ৪১৯ জন। তাঁদের মধ্যে পুরুষ ১ লাখ ১৩ হাজার ২৪৩ জন এবং নারী ১ লাখ ১২ হাজার ১৭৬ জন। মোট ভোটকেন্দ্র ১২৭টি।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এত টান টান উত্তেজনা ও উৎকণ্ঠা এর আগে কোনো নির্বাচনে দেখা যায়নি। এরই ঢেউ ইউনিয়ন ছাড়িয়ে উপজেলা-জেলায়ও পড়েছে। কিন্তু শঙ্কায় রয়েছেন সাধারণ ভোটাররা।
বেলগাছি গ্রামের ভোটার মুক্তিযোদ্ধা শওকত আলী শাহ বলেন, বিদ্রোহীরা প্রায় সবাই প্রচণ্ড প্রভাবশালী। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। ফলে বাড়ছে ক্ষমতার লড়াই আর বাড়তি উত্তেজনা।
এ বিষয়ে উপজেলার প্রবীণ রাজনীতিবিদ কাজী রবিউল হক বলেন, নির্বাচন এখন ছন্দ হারিয়ে দ্বন্দ্বে রূপ নিয়েছে। যেকোনো কেন্দ্র মুহূর্তে রণক্ষেত্রে রূপান্তর হতে পারে। বিশেষ করে বেলগাছি, কুমারী, কালিদাসপুর ও হারদী কেন্দ্রগুলো খুবই ঝুঁকিপূর্ণ।
আইনশৃঙ্খলার বিষয়ে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বলেন, ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কেউ সহিংসতা সৃষ্টি করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
প্রস্তুতির বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা এমএজি মুস্তফা ফেরদৌস বলেন, `আমাদের প্রস্তুতি শেষ। আশা করছি সবার সহযোগিতায় অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে একটি স্বচ্ছ ও সুন্দর ভোট অনুষ্ঠিত হবে।'
রোববার আলমডাঙ্গার ১৩ ইউনিয়নে শুরু হচ্ছে ভোটযুদ্ধ। আগামী রোববার সকাল থেকে শুরু হবে এই ভোটগ্রহণ।
জানা যায়, আলমডাঙ্গার ১৩টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ২৫ হাজার ৪১৯ জন। তাঁদের মধ্যে পুরুষ ১ লাখ ১৩ হাজার ২৪৩ জন এবং নারী ১ লাখ ১২ হাজার ১৭৬ জন। মোট ভোটকেন্দ্র ১২৭টি।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এত টান টান উত্তেজনা ও উৎকণ্ঠা এর আগে কোনো নির্বাচনে দেখা যায়নি। এরই ঢেউ ইউনিয়ন ছাড়িয়ে উপজেলা-জেলায়ও পড়েছে। কিন্তু শঙ্কায় রয়েছেন সাধারণ ভোটাররা।
বেলগাছি গ্রামের ভোটার মুক্তিযোদ্ধা শওকত আলী শাহ বলেন, বিদ্রোহীরা প্রায় সবাই প্রচণ্ড প্রভাবশালী। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। ফলে বাড়ছে ক্ষমতার লড়াই আর বাড়তি উত্তেজনা।
এ বিষয়ে উপজেলার প্রবীণ রাজনীতিবিদ কাজী রবিউল হক বলেন, নির্বাচন এখন ছন্দ হারিয়ে দ্বন্দ্বে রূপ নিয়েছে। যেকোনো কেন্দ্র মুহূর্তে রণক্ষেত্রে রূপান্তর হতে পারে। বিশেষ করে বেলগাছি, কুমারী, কালিদাসপুর ও হারদী কেন্দ্রগুলো খুবই ঝুঁকিপূর্ণ।
আইনশৃঙ্খলার বিষয়ে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বলেন, ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কেউ সহিংসতা সৃষ্টি করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
প্রস্তুতির বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা এমএজি মুস্তফা ফেরদৌস বলেন, `আমাদের প্রস্তুতি শেষ। আশা করছি সবার সহযোগিতায় অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে একটি স্বচ্ছ ও সুন্দর ভোট অনুষ্ঠিত হবে।'
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে