প্রতিনিধি, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ছয় ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ১২৬ জন। গতকাল শনিবার জেলা স্বাস্থ্য বিভাগ চুয়াডাঙ্গার ৪২২টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে নমুনার ১২৬টি পজিটিভ ও ২৯৬টি নেগেটিভ ফলাফল আসে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৮৫ শতাংশ।
আক্রান্তদের সদর উপজেলার ৫৮, আলমডাঙ্গা উপজেলার ২১, দামুড়হুদা উপজেলার ২৩ ও জীবননগরের ২৪ জন রয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩৩৫ জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ২ হাজার ২৯৯, আলমডাঙ্গার ৯১২, দামুড়হুদায় ১ হাজার ১০৭ ও জীবননগরে ১ হাজার ২২ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৬ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৫৯ জনের। এর মধ্যে ১৪২ জনের মৃত্যু হয়েছে জেলায় ও ১৭ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে। অপরদিকে, এখন পর্যন্ত জেলায় চিকিৎসাসেবা কাজে নিয়োজিত ৮৪ জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭১ জন সুস্থ হয়েছেন। বাকি ১৩ জন প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ্ আকরাম জানান, গতকাল জেলায় করোনা আক্রান্ত হয়ে পাঁচ ও জেলার বাইরে একজন মারা গেছেন। এ ছাড়া ইয়েলো জোনে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও দুজনের। মৃত্যুর পর নিহতদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। করোনায় মৃত্যু হওয়া নতুন পাঁচজনসহ জেলায় আক্রান্ত হয়ে হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে মোট ১৪২ জনের ও জেলার বাইরে মৃত্যু হয়েছে আরও ১৭ জনের।
জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য গত বুধবার ৪৭৮টি, বৃহস্পতিবার ৪৩৮টি ও শুক্রবার ৫৪টি নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়। গতকাল ওই নমুনা ও আগের সংগৃহীত নমুনার মধ্যে ৪২২টির ফলাফল প্রকাশ করে জেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ আরও ৩৮৬টি নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠিয়েছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার ৪২১টি। এর মধ্যে ১৯ হাজার ১১৯টির ফলাফল পাওয়া গেছে। যার ৫ হাজার ৩৩৫টি ফলাফল পজিটিভ এসেছে। জেলায় বর্তমানে হোম আইসোলেশনে আছে ১ হাজার ৯৭২ ও হাসপাতাল আইসোলেশনে ১২৮ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৫৯ জনের। এর মধ্যে জেলায় আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১৪২ জনের। এ ছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ১৭ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ছয় ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ১২৬ জন। গতকাল শনিবার জেলা স্বাস্থ্য বিভাগ চুয়াডাঙ্গার ৪২২টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে নমুনার ১২৬টি পজিটিভ ও ২৯৬টি নেগেটিভ ফলাফল আসে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৮৫ শতাংশ।
আক্রান্তদের সদর উপজেলার ৫৮, আলমডাঙ্গা উপজেলার ২১, দামুড়হুদা উপজেলার ২৩ ও জীবননগরের ২৪ জন রয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩৩৫ জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ২ হাজার ২৯৯, আলমডাঙ্গার ৯১২, দামুড়হুদায় ১ হাজার ১০৭ ও জীবননগরে ১ হাজার ২২ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৬ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৫৯ জনের। এর মধ্যে ১৪২ জনের মৃত্যু হয়েছে জেলায় ও ১৭ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে। অপরদিকে, এখন পর্যন্ত জেলায় চিকিৎসাসেবা কাজে নিয়োজিত ৮৪ জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭১ জন সুস্থ হয়েছেন। বাকি ১৩ জন প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ্ আকরাম জানান, গতকাল জেলায় করোনা আক্রান্ত হয়ে পাঁচ ও জেলার বাইরে একজন মারা গেছেন। এ ছাড়া ইয়েলো জোনে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও দুজনের। মৃত্যুর পর নিহতদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। করোনায় মৃত্যু হওয়া নতুন পাঁচজনসহ জেলায় আক্রান্ত হয়ে হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে মোট ১৪২ জনের ও জেলার বাইরে মৃত্যু হয়েছে আরও ১৭ জনের।
জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য গত বুধবার ৪৭৮টি, বৃহস্পতিবার ৪৩৮টি ও শুক্রবার ৫৪টি নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়। গতকাল ওই নমুনা ও আগের সংগৃহীত নমুনার মধ্যে ৪২২টির ফলাফল প্রকাশ করে জেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ আরও ৩৮৬টি নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠিয়েছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার ৪২১টি। এর মধ্যে ১৯ হাজার ১১৯টির ফলাফল পাওয়া গেছে। যার ৫ হাজার ৩৩৫টি ফলাফল পজিটিভ এসেছে। জেলায় বর্তমানে হোম আইসোলেশনে আছে ১ হাজার ৯৭২ ও হাসপাতাল আইসোলেশনে ১২৮ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৫৯ জনের। এর মধ্যে জেলায় আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১৪২ জনের। এ ছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ১৭ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫