চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় এক যৌতুক মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। সেই সঙ্গে বাদীকে দোষী সাব্যস্ত করে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এই রায় ঘোষণা করেন। এতে যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় করা মামলায় আসামি অর্ণব হাসানকে খালাস দেওয়া হয়। পাশাপাশি অভিযোগকারী মোছা. শিরিন আক্তার মুক্তিকে একই আইনের ৬ ধারায় দোষী সাব্যস্ত করা হয়।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমাইল জীবনা গ্রামের শিরিন ঝিনাইদহের আরাপপুর গ্রামের অর্ণবের বিরুদ্ধে যৌতুকের অভিযোগ আনেন। তবে বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিক বিশ্লেষণে আদালত দেখতে পান, কথিত ঘটনার তারিখ ও সময়ে অভিযোগকারী ও আসামির মধ্যে স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্ক বিদ্যমান ছিল না। বরং বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছিল ঘটনার প্রায় ৫ মাস ৪ দিন আগেই।
আদালত বলেন, মামলায় উপস্থাপিত সাক্ষীদের সাক্ষ্যে পরস্পরবিরোধিতা ও অসংগতি ছিল। বিশেষত ঘটনার প্রকৃতি সম্পর্কে প্রত্যক্ষদর্শী সাক্ষীদের বক্তব্যে গুরুতর বিরোধ ও অসংলগ্ন থাকায় তাঁদের সাক্ষ্য বিশ্বাসযোগ্যতা হারায়। এই অবস্থায় মামলার ঘটনা মিথ্যা প্রমাণিত হয়। আসামিকে ফাঁসাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করা হয়েছে বলে আদালতের পর্যবেক্ষণে উঠে আসে।
বাদীকে দোষী সাব্যস্ত করে আদালত নির্দেশ দেন, আগামী ৩০ দিনের মধ্যে তাঁকে অর্থদণ্ড পরিশোধ করতে হবে। অন্যথায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি ও সাজা পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হবে।
আসামিপক্ষের আইনজীবী সাজ্জাদ হোসেন রকি বলেন, ‘বাংলাদেশের আইন কাঠামো থেকে কেউ মুখ ফিরিয়ে নিক, এটা কখনোই আমাদের কাম্য নয়। প্রত্যেকে যেন ন্যায়বিচার পান। সব সাক্ষ্য-প্রমাণ বিবেচনা করে নির্দোষ হওয়ায় আদালত মামলার আসামিকে খালাস এবং মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় অভিযোগকারীকে দণ্ড দিয়েছেন।’
চুয়াডাঙ্গায় এক যৌতুক মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। সেই সঙ্গে বাদীকে দোষী সাব্যস্ত করে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এই রায় ঘোষণা করেন। এতে যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় করা মামলায় আসামি অর্ণব হাসানকে খালাস দেওয়া হয়। পাশাপাশি অভিযোগকারী মোছা. শিরিন আক্তার মুক্তিকে একই আইনের ৬ ধারায় দোষী সাব্যস্ত করা হয়।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমাইল জীবনা গ্রামের শিরিন ঝিনাইদহের আরাপপুর গ্রামের অর্ণবের বিরুদ্ধে যৌতুকের অভিযোগ আনেন। তবে বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিক বিশ্লেষণে আদালত দেখতে পান, কথিত ঘটনার তারিখ ও সময়ে অভিযোগকারী ও আসামির মধ্যে স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্ক বিদ্যমান ছিল না। বরং বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছিল ঘটনার প্রায় ৫ মাস ৪ দিন আগেই।
আদালত বলেন, মামলায় উপস্থাপিত সাক্ষীদের সাক্ষ্যে পরস্পরবিরোধিতা ও অসংগতি ছিল। বিশেষত ঘটনার প্রকৃতি সম্পর্কে প্রত্যক্ষদর্শী সাক্ষীদের বক্তব্যে গুরুতর বিরোধ ও অসংলগ্ন থাকায় তাঁদের সাক্ষ্য বিশ্বাসযোগ্যতা হারায়। এই অবস্থায় মামলার ঘটনা মিথ্যা প্রমাণিত হয়। আসামিকে ফাঁসাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করা হয়েছে বলে আদালতের পর্যবেক্ষণে উঠে আসে।
বাদীকে দোষী সাব্যস্ত করে আদালত নির্দেশ দেন, আগামী ৩০ দিনের মধ্যে তাঁকে অর্থদণ্ড পরিশোধ করতে হবে। অন্যথায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি ও সাজা পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হবে।
আসামিপক্ষের আইনজীবী সাজ্জাদ হোসেন রকি বলেন, ‘বাংলাদেশের আইন কাঠামো থেকে কেউ মুখ ফিরিয়ে নিক, এটা কখনোই আমাদের কাম্য নয়। প্রত্যেকে যেন ন্যায়বিচার পান। সব সাক্ষ্য-প্রমাণ বিবেচনা করে নির্দোষ হওয়ায় আদালত মামলার আসামিকে খালাস এবং মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় অভিযোগকারীকে দণ্ড দিয়েছেন।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে